ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৩ পৃষ্ঠা ৬
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৩ পৃষ্ঠা ৬

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নিচের প্রশ্নগুলো ২০০৩ সালের ২৪শে ফেব্রুয়ারির সপ্তাহে, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে মৌখিকভাবে আলোচনা করা হবে। বিদ্যালয় অধ্যক্ষ, ২০০৩ সালের ৬ই জানুয়ারি থেকে ২৪শে ফেব্রুয়ারির সপ্তাহে হওয়া বক্তৃতাগুলোয় যে-বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার ওপর ভিত্তি করে ৩০ মিনিটের এক পুনরালোচনা পরিচালনা করবেন। [নোট: যেখানে প্রশ্নের পর কোনো বইয়ের উল্লেখ নেই, সেখানে উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে নিজের মতো করে গবেষণা করার প্রয়োজন হবে।​—⁠পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৩৬-৭ পৃষ্ঠা দেখুন।]

বক্তৃতাদানের গুণগত মান

১. সত্য বা মিথ্যা: নির্ভুল পাঠের চাবিকাঠিটি হল এটা নিশ্চিত করা যে, যা পড়া হচ্ছে তা সঠিক শোনায়, এমনকি যদি যা লেখা রয়েছে সেটার চেয়ে অন্যরকমও হয়। ব্যাখ্যা করুন। [be পৃ. ৮৩]

২. শূন্যস্থান পূরণ করুন: নির্ভুলভাবে পাঠ করতে হলে, একজনকে অবশ্যই ____________________  ____________________  ____________________ এবং তা জোরে জোরে করতে হবে। [be পৃ. ৮৫]

৩. স্পষ্টভাবে কথা বলা কেন গুরুত্বপূর্ণ? (১ করি. ১৪:⁠৮, ৯) [be পৃ. ৮৬]

৪. কিছু বিষয় কী যা বক্তৃতাকে অস্পষ্ট করে তুলতে পারে এবং আরও স্পষ্ট করে কথা বলার জন্য আমরা কী করতে পারি? [be পৃ. ৮৭-৮]

৫. গত দুমাসে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে ব্যবহৃত কিছু শব্দ কী যেগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য চর্চার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? [be পৃ. ৯২]

১নং. বক্তৃতা

৬. সত্য অথবা মিথ্যা: আমাদের চোখ শুনতে সাহায্য করতে পারে। ব্যাখ্যা করুন। [be পৃ. ১৪]

৭. শূন্যস্থান পূরণ করুন:  _______________ , _______________ এবং ____________________ এই সকলই ঐশিকভাবে প্রদত্ত সময় নির্দেশক হিসেবে কাজ করে। [si পৃ. ২৭৯ অনু. ৭]

৮. শূন্যস্থান পূরণ করুন: বাইবেলে ব্যবহৃত “দিন” শব্দটা ________________ ঘন্টা, ________________ , _________________ বছর অথবা _________________ বছরের এক সময়কালকে নির্দেশ করতে পারে, প্রসঙ্গ যে-অর্থকে ইঙ্গিত করে এটা সেইক্ষেত্রে প্রযোজ্য হয়। [si পৃ. ২৭৯ অনু. ৮]

৯. কীভাবে হান্না, মার্ক ও এলিয়ের উদাহরণ আমাদের উৎসাহ হারিয়ে ফেললে তা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে? অন্যদের সাহায্য করার জন্য কীভাবে আমরা এই উদাহরণগুলো ব্যবহার করতে পারি? [w-BE০১ ২/১ পৃ. ২০-৩]

১০. প্রাচীন ক্রীড়া প্রতিযোগিতাগুলো সম্বন্ধে বোধগম্যতা কীভাবে নির্দিষ্ট কয়েকটা বাইবেলের পদ স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে? এই তথ্য আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করবে? [w-BE০১ ১/১ পৃ. ২৮-৩১]

সাপ্তাহিক বাইবেল পাঠ

১১. সত্য অথবা মিথ্যা: যেহেতু ১৯১৪ সালে ঈশ্বরের রাজ্য স্বর্গে প্রতিষ্ঠিত হয়েছে, তাই “তোমার রাজ্য আইসুক” বলে প্রার্থনা করা আর যথার্থ নয়। (মথি ৬:১০) ব্যাখ্যা করুন। [be পৃ. ২৭৯; w-BE৯৬ ৬/১ পৃ. ৩১]

১২. সত্য অথবা মিথ্যা: মথি ১১:২৪ পদে লিপিবদ্ধ যিশুর কথাগুলোর মানে হল যে, সদোম ও ঘমোরায় যিহোবা যাদের অগ্নি দিয়ে ধ্বংস করেছিলেন, তারা পুনরুত্থিত হবে। ব্যাখ্যা করুন।

১৩. সঠিক বিষয়টি বেছে নেওয়া: মথি ২৪:​৪৫-৪৭ পদে যিশু যে-বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসের কথা বলেছিলেন তা হল, (ক) যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠী; (খ) কোনো একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীতে সমস্ত অভিষিক্ত খ্রিস্টানের একটা দল; (গ) যিশু খ্রিস্ট নিজে। এই দাস উপযুক্ত সময়ে ‘পরিজনকে’ আধ্যাত্মিক খাদ্য জোগায়, যারা (ক) ব্যক্তিবিশেষ হিসেবে অভিষিক্তদের; (খ) আরও মেষকে; (গ) খ্রিস্টীয় প্রকাশনাদির সমস্ত পাঠককে প্রতিনিধিত্ব করে। প্রভু তার পরিজনদের ওপর দাসকে নিযুক্ত করেছেন (ক) ১৯১৪ সালে; (খ) সা.কা. ৩৩ সালে; (গ) ১৯১৯ সালে।

১৪. সঠিক বিষয়টি বেছে নেওয়া: মথি ১৩:​৪৭-৫০ পদে যিশুর দৃষ্টান্তে বলা টানা জাল মণ্ডলীর অভিষিক্ত খ্রিস্টানদের এবং (ক) ঈশ্বরের মশীহ রাজ্য; (খ) তাদের আরও মেষ সঙ্গীদের; (গ) খ্রিস্টীয়জগৎ উভয়কে অন্তর্ভুক্ত করে।

১৫. মথি ৫:২৪ পদে লিপিবদ্ধ যিশুর কথা অনুসারে, আপনি যদি বুঝতে পারেন যে, কোনো সহ উপাসককে আপনি দুঃখ দিয়েছেন, তা হলে আপনার কী করা উচিত? [g৯৬ ২/৮ পৃ. ২৬-৭]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার