ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৩ পৃষ্ঠা ৭
  • ঘোষণাবলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঘোষণাবলি
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৩ পৃষ্ঠা ৭

ঘোষণাবলি

▪ ফেব্রুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রকাশিত বাক্য​—⁠এর মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) অথবা নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার ব্যবহার করা যেতে পারে: ঈশ্বর কি প্রকৃতই আমাদের জন্য চিন্তা করেন?, পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন!, “দেখ! আমি সকলই নূতন করিতেছি,” আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ?, ঐশ্বরিক নামটি যা চিরকাল থাকবে (ইংরেজি), যে সরকার পরমদেশ নিয়ে আসবে, আমরা মারা গেলে আমাদের কী হয়? (ইংরেজি), জীবনের উদ্দেশ্য কী​—⁠আপনি কিভাবে তা পেতে পারেন? এবং আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি)। এ ছাড়া, সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরেজি), আমাদের সমস্যাগুলি​—⁠সেগুলি সমাধান করতে কে আমাদের সাহায্য করবে?, মৃত লোকেদের আত্মারা​—⁠এরা কি আপনাকে সাহায্য অথবা আপনার ক্ষতি করতে পারে? এদের কি সত্যিই অস্তিত্ব আছে? (ইংরেজি) এবং যুদ্ধবিহীন এক জগৎ কি কখনও সম্ভব? (ইংরেজি) ব্রোশারগুলো যেখানে উপযুক্ত সেখানে দেওয়া যেতে পারে। মার্চ: গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার প্রচেষ্টা নিয়ে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি তুলে ধরুন। এপ্রিল: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকা আলাদা আলাদাভাবে তুলে ধরুন। এমন আগ্রহী ব্যক্তিরা যারা স্মরণার্থ সভায় বা অন্য কোনো ঈশতান্ত্রিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিল অথচ মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না, তাদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি অর্পণ করার ওপর মনোযোগ দিন। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সবরকম প্রচেষ্টা করা উচিত, বিশেষ করে তাদের সঙ্গে যারা ইতিমধ্যেই জ্ঞান বই বা চান ব্রোশার অধ্যয়ন শেষ করেছে। মে: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো আমার বাইবেলের গল্পের বই, বাইবেল​—⁠ঈশ্বরের বাক্য অথবা মানুষের? (ইংরেজি), যুবক-যুবতীদের জিজ্ঞাস্য​—⁠যে উত্তরগুলো কাজ করে (ইংরেজি), অথবা আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বই ব্যবহার করতে পারেন। মণ্ডলীতে যদি এই বিকল্প অর্পণগুলোর সরবরাহ না থাকে, তা হলে কাছাকাছি মণ্ডলীগুলোতে সেগুলোর বাড়তি সরবরাহ আছে কি না দয়া করে পরীক্ষা করে দেখুন, যাতে আপনি তা ব্যবহার করতে পারেন।

▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাই ১লা মার্চ বা এর পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর জমাখরচের হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন। শিক্ষামূলক কাজ এবং সংগঠনের দ্বারা ব্যয় বহন করা হয়েছে এমন অন্য কোনো তহবিলে যদি মণ্ডলী কোনো দান দিয়ে থাকে, তা হলে সেটার প্রাপ্তি স্বীকার করুন।

▪ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষ সমস্ত নিয়মিত অগ্রগামীর কাজ পুনরালোচনা করবেন। কারও যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে অসুবিধা হয়, তা হলে প্রাচীনরা তাকে সাহায্য করার ব্যবস্থা করবেন। পরামর্শের জন্য, S-201 বার্ষিক চিঠিগুলো পুনরালোচনা করুন। এ ছাড়া, ১৯৮৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টের ১২-২০ অনুচ্ছেদগুলোও দেখুন।

▪ ২০০৩ সালের স্মরণার্থ মরশুমের জন্য জনসাধারণের উদ্দেশে ২৭শে এপ্রিল, রবিবার বিশেষ বক্তৃতা হবে। বক্তৃতার বিষয়বস্তু হবে, “বাবিলনের বিচার সময় কি উপস্থিত হয়েছে?” একটা আউটলাইন সরবরাহ করা হবে। যে-মণ্ডলীগুলোতে সীমা অধ্যক্ষের পরিদর্শন বা সেই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ অধিবেশন থাকবে, সেখানে পরের সপ্তাহে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে। কোনো মণ্ডলীতেই ২০০৩ সালের ২৭শে এপ্রিলের আগে বিশেষ বক্তৃতাটি দেওয়া হবে না।

▪ যেহেতু ডাকযোগে ব্যক্তিগত গ্রাহকভুক্তির ব্যবস্থাটি বাতিল করা হয়েছে, তাই নতুন প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা পাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডলীগুলোর সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা উচিত। সেটা প্রকাশকদের ব্যক্তিগত কপিগুলো পাওয়ার এবং ক্ষেত্রের পরিচর্যায় পত্রিকাগুলো অর্পণ করার আগে বিষয়বস্তুর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার