একটা ভিডিও যা আপনার জ্ঞান বৃদ্ধি এবং আপনাকে অনুপ্রাণিত করবে!
সময়টা ছিল ১৯৫১ সালের এপ্রিল মাস। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে হাজার হাজার যিহোবার সাক্ষিদের পুরো পরিবারগুলোকে একত্রিত করে, বক্সকার বা মালগাড়িতে ভরে সাইবেরিয়ায় নির্বাসিত করা হয়েছিল। ক্ষমতাবান সোভিয়েত সরকার কেন তাদের উচ্ছেদ করার ব্যাপারে সংকল্পবদ্ধ ছিল? আমাদের ভাইয়েরা কীভাবে রক্ষা পেয়েছিল আর এমনকি বছরের পর বছর ধরে অবর্ণনীয় তাড়না সত্ত্বেও কীভাবে বৃদ্ধি পেয়েছিল? পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত—সোভিয়েত ইউনিয়নে যিহোবার সাক্ষিরা (ইংরেজি) ভিডিওটিতে আপনি এই উত্তরগুলো পাবেন। এটি দেখুন এবং এর তথ্যবহুল বার্তাকে আপনাকে অনুপ্রাণিত করতে দিন, যাতে যা কিছুই ঘটুক না কেন আপনি যিহোবার প্রতি আপনার বিশ্বস্ততা বজায় রাখতে পারেন!
আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন? (১) যিহোবার সাক্ষিরা প্রথম কখন রাশিয়ায় সরকারি স্বীকৃতি লাভ করেছিল? (২) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে সোভিয়েত ইউনিয়নে কীভাবে হাজার হাজার সাক্ষি পরিবার হয়েছিল? (৩) তাদের বিশ্বাস কীভাবে লেনিনের দর্শনবিদ্যার সঙ্গে সরাসরি সংঘাত বাঁধিয়েছিল? (৪) অপারেশন নর্থ কী ছিল এবং স্ট্যালিন এর দ্বারা কী সম্পাদন করার আশা করেছিলেন? (৫) সাক্ষিদের জন্য নির্বাসনের অর্থ কী ছিল এবং নির্বাসিত হওয়া এড়ানোর জন্য তাদের কী করতে বলা হয়েছিল? (৬) সাইবেরিয়ায় যাওয়ার দীর্ঘ ট্রেন যাত্রায় আমাদের ভাইবোনেরা কীভাবে একে অন্যকে উৎসাহ দিয়েছিল এবং তাদের যারা বন্দি করেছিল তাদেরকে বিস্মিত করেছিল? (৭) সাইবেরিয়াতে সাক্ষিরা কোন দুর্দশা সহ্য করেছিল? (৮) কোন আধ্যাত্মিক সরবরাহকে যিহোবার লোকেরা উচ্চমূল্য দিয়েছিল এবং কেন? (৯) আমাদের ভাইয়েরা কেন সাহিত্যের জন্য তাদের জীবনের ঝুঁকি নিতে ইচ্ছুক ছিল এবং তারা যেন এটা না পেতে পারে সেইজন্য কর্তৃপক্ষদের অদম্য প্রচেষ্টা সত্ত্বেও কীভাবে তারা সফল হয়েছিল? (১০) খ্রুশফ্ কীভাবে ঈশ্বরের লোকেদের কাজের ওপর আক্রমণ চালিয়ে গিয়েছিল? (১১) কর্তৃপক্ষরা কীভাবে সাক্ষি সন্তানদের বিশ্বাসকে নষ্ট করার চেষ্টা চালিয়েছিল? (১২) কেন তাদের তাড়না করা হয়েছিল সেই সম্বন্ধে আমাদের ভাইয়েরা কোন স্পষ্ট বোধগম্যতা লাভ করেছিল? (২০০২ সালের বর্ষপুস্তক, ইংরেজি, পৃষ্ঠা ২০৩-৪) (১৩) ঈশ্বরের সংগঠনের ওপর প্রচণ্ড আক্রমণ কীভাবে তাড়নাকারীদের ওপর উলটো ফল নিয়ে এসেছিল? (২০০২ সালের বর্ষপুস্তক, পৃষ্ঠা ২২০-১) (১৪) কোন বিষয়গুলো বাস্তবে পরিণত হয়েছিল, যা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সাক্ষিদের জন্য এক সময় কেবল স্বপ্নই ছিল? (১৫) কোন বিষয়টা পরীক্ষার মধ্যে ধৈর্য বজায় রাখতে আমাদের ভাইদের সাহায্য করেছিল এবং ভিডিওর শেষ দৃশ্য কীভাবে যিরমিয় ১:১৯ পদের সত্যতা বর্ণনা করে? (১৬) পরীক্ষার মধ্যে বিশ্বস্ততার যেকোনো একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা বর্ণনা করুন, যা বিশেষ করে আপনাকে অনুপ্রাণিত করে।