ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৩ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১০ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৭ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৪শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩রা মার্চ থেকে যে-সপ্তাহ শুরু
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৩ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১০ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ২৪শে ফেব্রুয়ারির সপ্তাহে পরিচর্যা সভায় আলোচনার জন্য প্রস্তুতি নিতে পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত​—⁠সোভিয়েত ইউনিয়নে যিহোবার সাক্ষিরা (ইংরেজি) ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে উৎসাহ দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জানুয়ারি-মার্চ মাসের সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই ফেব্রুয়ারির প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রত্যেকটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকাকে তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে।

৩৫ মি: “প্রচার করুন ও পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দিন।”a পরিচর্যা অধ্যক্ষ পরিচালনা করবেন। মার্চ ও এপ্রিল মাসে যারা সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে তাদের সবাইকে উৎসাহ দিন। গত স্মরণার্থ মরশুমে যারা অগ্রগামীর কাজ করেছিল তাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান। কীভাবে তারা অগ্রগামীর কাজ করার জন্য তালিকা করেছিল? এর জন্য কোন প্রচেষ্টা ও রদবদলগুলোর প্রয়োজন ছিল? তারা কোন আনন্দ ও আশীর্বাদ উপভোগ করেছিল? ৪ পৃষ্ঠার বাক্সে দেওয়া নমুনা তালিকাগুলো পুনরালোচনা করুন। ঘোষণা করুন যে, সভার পর সহায়ক অগ্রগামীর কাজ করার আবেদনপত্র পাওয়া যাবে।

গান ৩০ এবং শেষ প্রার্থনা।

১৭ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৮

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। মার্চ মাসের জন্য সাহিত্য অর্পণ পুনরালোচনা করুন। ২০০২ সালের জানুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে কিছু বিষয় ব্যবহার করে জ্ঞান বই অর্পণ করার বিষয়ে একটা বা দুটো পরামর্শ উল্লেখ করুন। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্যের ওপর জোর দিন।

১০ মি: “নতুন সীমা অধিবেশন কার্যক্রম।” বক্তৃতা। পরবর্তী সীমা অধিবেশনের তারিখ ঘোষণা করুন। সকলকে কার্যক্রমে উপস্থিত থাকতে ও মনোযোগ দিয়ে শুনতে উৎসাহ দিন। অবাপ্তাইজিত প্রকাশকদের বাপ্তিস্মের জন্য যোগ্য হওয়ার বিষয় চিন্তা করতে উৎসাহ দিন। বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানানোর বিষয়ে বিশেষ প্রচেষ্টা করুন।

২৫ মি: “আপনার অগ্রাধিকারের বিষয় কোনটি?”b এক বা দুজন প্রকাশক পরিচর্যায় আরও বেশি করার জন্য তাদের পরিস্থিতিকে কীভাবে রদবদল করেছেন, সেই বিষয়ে মন্তব্য করার জন্য আগে থেকে ব্যবস্থা করে রাখুন।

গান ৫৭ এবং শেষ প্রার্থনা।

২৪শে ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৭৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে, কীভাবে জানুয়ারি-মার্চ মাসের সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা মার্চের প্রহরীদুর্গ অর্পণ করতে হয়, সেই বিষয়ে দুটো আলাদা নমুনা দেখান। প্রত্যেকটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকাকে তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করতে হবে।

১০ মি: “উপযুক্ত সময়ে সাহায্য করুন।” একজন প্রাচীন বক্তৃতা দেবেন। এই বিষয়ের ওপর জোর দিন যে, যারা নিষ্ক্রিয় তাদের সহযোগিতা করার জন্য যে-বিশেষ প্রচেষ্টা করা হয়েছে, তা যিহোবার লোকেদের জন্য তাঁর প্রেমময় চিন্তাকে প্রকাশ করে।

২৫ মি: “একটা ভিডিও যা আপনার জ্ঞান বৃদ্ধি এবং আপনাকে অনুপ্রাণিত করবে!” যে-প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে সরাসরি পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত (ইংরেজি) ভিডিও আলোচনা শুরু করুন। সতর্কতার সঙ্গে সময় ভাগ করে নিন, যাতে শেষ প্রশ্নটার ওপর বেশ কিছু মন্তব্য শোনা যেতে পারে। ২০০২ সালের বর্ষপুস্তক (ইংরেজি) এর ১৯২ পৃষ্ঠার বাক্স পড়ে শেষ করুন।

গান ৫৬ এবং শেষ প্রার্থনা।

৩রা মার্চ থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৪

১০ মি: স্থানীয় ঘোষণাবলি। “নতুন বিশেষ অধিবেশন দিন কার্যক্রম” আলোচনা করুন। পরবর্তী বিশেষ অধিবেশন দিন কার্যক্রমের তারিখ ঘোষণা করুন এবং সকলকে আগে পৌঁছাতে ও পুরো কার্যক্রম চলাকালীন মনোযোগ দিয়ে তা শুনতে উৎসাহ দিন। নতুন আগ্রহী ব্যক্তিদের এবং বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানাতে প্রকাশকদের উৎসাহ দিন।

১৫ মি: স্থানীয় প্রয়োজন।

২০ মি: “শেষ যতই এগিয়ে আসছে, সংযমশীল হোন।”c অনুচ্ছেদ ৩-৪ আলোচনা করার সময় প্রকাশকদের বলতে বলুন যে, বর্তমানে তারা কোন আধ্যাত্মিক লক্ষ্যগুলোতে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। ঈশ্বরের উপাসনা করুন বইয়ের ১৭৬ পৃষ্ঠার মন্তব্যগুলো অন্তর্ভুক্ত করুন।

গান ১২৭ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার