ঘোষণাবলি
▪ আগস্ট মাসের জন্য সাহিত্য অর্পণ: নিচে দেওয়া ৩২ পৃষ্ঠার যেকোনো ব্রোশার অর্পণ করা যেতে পারে: যে সরকার পরমদেশ নিয়ে আসবে এবং আপনার কি ত্রিত্বে বিশ্বাস করা উচিৎ? আর জীবনের উদ্দেশ্য কী?—আপনি কিভাবে তা পেতে পারেন? এবং পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! ব্রোশারগুলো যেখানে উপযুক্ত সেখানে অর্পণ করা যেতে পারে। সেপ্টেম্বর: আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। অক্টোবর: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। যারা আগ্রহ দেখায়, বাইবেল অধ্যয়ন শুরু করার বিশেষ প্রচেষ্টা করে চান ব্রোশার অর্পণ করুন। নভেম্বর: জ্ঞান বই বা চান ব্রোশার অর্পণ করুন। যেখানে গৃহকর্তাদের ইতিমধ্যেই এই প্রকাশনাগুলো রয়েছে, সেখানে ঈশ্বরের উপাসনা করুন বই বা অন্য কোনো পুরনো প্রকাশনা অর্পণ করুন।
▪ ২০০৩ সালের ২০শে অক্টোবরের সপ্তাহ থেকে আমরা মণ্ডলীর বই অধ্যয়নে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি অধ্যয়ন করব।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাই ১লা সেপ্টেম্বর বা এর পরে যত তাড়াতাড়ি হয় মণ্ডলীর জমাখরচের হিসাব পরীক্ষা করবেন। এটা করা হয়ে গেলে মণ্ডলীতে হিসাবের রিপোর্ট বলার পর তা ঘোষণা করুন।
▪ ২০০৩ সালের ৩১শে আগস্টে বা তার কাছাকাছি যত তাড়াতাড়ি সম্ভব, সারা বছরের সমস্ত মজুত সাহিত্য ও পত্রিকার একটা তালিকা বানানো দরকার। সাহিত্য সমন্বয়কারী যেভাবে প্রতি মাসে সাহিত্যের হিসাব করেন, এই তালিকা বানানোর কাজ কিছুটা সেইরকম। তালিকা বানানো হয়ে গেলে সাহিত্য ও পত্রিকার মোট সংখ্যা সাহিত্য তালিকা ফর্মে (S-18) লিখতে হবে। হাতে কত পত্রিকা মজুত আছে তার সংখ্যা পত্রিকা পরিচালক(পরিচালকদের) কাছ থেকে পাওয়া যাবে। সমন্বয়কারী মণ্ডলীর সচিব এই তালিকা পরীক্ষা করে দেখবেন। তিনি এবং সমন্বয়কারী মণ্ডলীর পরিচালক অধ্যক্ষ এই ফর্মে সই করবেন। প্রত্যেক সমন্বয়কারী মণ্ডলী তিনটে সাহিত্য তালিকা ফর্ম (S-18) পাবে। অনুগ্রহ করে আসল ফর্মটা ৬ই সেপ্টেম্বরের মধ্যে শাখা দপ্তরে পাঠিয়ে দিন। এটার একটা কার্বন কপি আপনাদের ফাইলে রেখে দিন। তৃতীয় কপিটা রাফ কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
▪ ২০০৩ সালের ২৯ ও ৩০শে আগস্ট ব্যাঙ্গালোর বেথেলে হাতে থাকা সমস্ত সাহিত্যের একটা তালিকা বানানো হবে। এই কারণে, সেই দিনগুলোতে নেওয়ার জন্য মণ্ডলীর কোনো সাহিত্য আবেদনগুলো গ্রহণ করা হবে না।
▪ আমাদের পরিচর্যা সম্পাদন করতে সংগঠিত বইটির সংশোধিত সংস্করণ মালায়ালাম ভাষায় ছাপানো হচ্ছে। মণ্ডলীগুলো তাদের পরবর্তী সাহিত্য আবেদন ফর্মে তাদের আবেদনগুলো জানাতে পারে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
পারিবারিক জীবন উপভোগ করুন (ট্র্যাক্ট নং. ২১) —মিজো
যিশু খ্রিস্ট—তিনি কে? (ট্র্যাক্ট নং. ২৪) —ইংরেজি, কান্নাড়া, তামিল, তেলুগু, নেপালি, মালায়ালাম, মিজো, হিন্দি
কিভাবে আপনার কথা বলা ও শিক্ষা দেওয়ার ক্ষমতাকে বাড়াতে পারেন —অসমিয়া, মিজো
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? —গুজরাটি, পাঞ্জাবি
সমস্ত লোকের জন্য একটি পুস্তক —তামিল, পাঞ্জাবি, মালায়ালাম
পারিবারিক জীবন উপভোগ করুন (ট্র্যাক্ট নং. ২১) —ইংরেজি, ওড়িয়া, কান্নাড়া, কোঙ্কানি (রোমান), গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, বাংলা, মারাঠি, মালায়ালাম, হিন্দি
বাইবেলের প্রাথমিক শিক্ষাগুলি —পাঞ্জাবি, হিন্দি