যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলা
১ “গত ২০ বছর অথবা আরও বেশি সময় ধরে আমি শুধু নামমাত্র সভায় এবং ক্ষেত্রের পরিচর্যায় গিয়ে সত্যে আছি,” একজন খ্রিস্টান বোন স্বীকার করেছিলেন। তিনি আরও বলেন: “কিন্তু আজ আমাকে এই উপসংহারে আসতে হয় যে যদিও এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন পরিস্থিতিতে শুধু সেটুকুই আমাকে রক্ষা করতে পারে না। . . . এখন আমি বুঝতে পারি যে আমার চিন্তাধারাকে পরিবর্তন করা এবং এক অর্থপূর্ণ অধ্যয়ন শুরু করা দরকার যাতে করে আমি যিহোবাকে জানতে এবং তাঁকে ভালবাসতে পারি আর তাঁর পুত্র আমাদের যা দিয়েছেন তা উপলব্ধি করি।”
২ যিহোবার সঙ্গে এক ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য প্রচেষ্টার দরকার। এর জন্য কেবল খ্রিস্টীয় কাজকর্মের একটা তালিকা মেনে চলার চেয়ে আরও কিছু দরকার। আমরা যদি যিহোবার সঙ্গে নিয়মিতভাবে ভাববিনিময় করতে ব্যর্থ হই, তা হলে কালক্রমে, তিনি আমাদের কাছে এক প্রাক্তন ঘনিষ্ঠ বন্ধুর মতো হয়ে উঠতে পারেন, যার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। (প্রকা. ২:৪) যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তুলতে কীভাবে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন এবং প্রার্থনা আমাদের সাহায্য করতে পারে, আসুন আমরা সেটা পরীক্ষা করে দেখি।—গীত. ২৫:১৪, NW.
৩ প্রার্থনা এবং ধ্যান অত্যাবশ্যক: ব্যক্তিগত অধ্যয়ন যা হৃদয়কে পুষ্ট করে, সেটার সঙ্গে শুধুমাত্র অধ্যয়ন বিষয়বস্তুর মূল বিষয়গুলোতে দাগ দেওয়া এবং উল্লেখিত শাস্ত্রপদগুলোকে পরীক্ষা করে দেখা ছাড়াও আরও কিছু জড়িত। ব্যক্তিগত অধ্যয়ন করা বলতে তথ্যটা যিহোবার পথ, বিভিন্ন মান এবং ব্যক্তিত্ব সম্বন্ধে যা প্রকাশ করে, সেটা নিয়ে ধ্যান করাকে বোঝায়।। (যাত্রা. ৩৩:১৩) আধ্যাত্মিক বিষয়গুলো বোঝা আমাদের অনুভূতিগুলোকে স্পর্শ করে এবং আমাদের নিজেদের জীবন সম্বন্ধে চিন্তা করতে আমাদের প্রেরণা দেয়। (গীত. ১১৯:৩৫, ১১১) যিহোবার নিকটবর্তী হওয়ার লক্ষ্য নিয়ে ব্যক্তিগত অধ্যয়ন করা উচিত। (যাকোব ৪:৮) মন দিয়ে অধ্যয়ন করার জন্য সময় এবং সেইসঙ্গে উপযুক্ত পরিবেশ দরকার আর নিয়মিতভাবে অধ্যয়ন করতে নিজেকে শাসন করা দরকার। (দানি. ৬:১০) এমনকি আপনি খুব ব্যস্ত থাকলেও, আপনি কি যিহোবার অপূর্ব গুণগুলো নিয়ে ধ্যান করার জন্য প্রতিদিন সময় আলাদা করে রাখছেন?—গীত. ১১৯:১৪৭, ১৪৮; ১৪৩:৫.
৪ অর্থপূর্ণ ব্যক্তিগত অধ্যয়নের জন্য আন্তরিক প্রার্থনা অত্যাবশ্যক। বাইবেলের সত্যগুলো যাতে আমাদের হৃদয়ের অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এবং “ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে” আমাদের চালিত করে, সেইজন্য আমাদের ঈশ্বরের পবিত্র আত্মার প্রয়োজন। (ইব্রীয় ১২:২৮) তাই, যিহোবার কাছে তাঁর আত্মার জন্য প্রার্থনা করে আমাদের প্রতিটা অধ্যয়ন পর্ব শুরু করা উচিত। (মথি ৫:৩) আমরা যখন শাস্ত্রপদগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং যিহোবার সংগঠনের দ্বারা জোগানো অধ্যয়ন সহায়কগুলো ব্যবহার করি, তখন আমরা যিহোবার কাছে আমাদের হৃদয় খুলে দিই। (গীত. ৬২:৮) এইভাবে অধ্যয়ন করা হল এক ধরনের উপাসনা, যেটার দ্বারা আমরা যিহোবার প্রতি আমাদের ভক্তি প্রকাশ করি এবং তাঁর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করি।—যিহূদা ২০, ২১.
৫ সমস্ত সম্পর্কের মতো, যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককেও অবশ্যই ক্রমাগত উন্নতিবিধান করতে হবে, যাতে আমাদের সারা জীবন ধরে তা বৃদ্ধি পেয়ে চলে। তাই, আমরা ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য যেন প্রতিদিন সুযোগ কিনে নিই, এটা জেনে যে, এর ফলে তিনিও আমাদের নিকটবর্তী হবেন।—গীত. ১:২, ৩; ইফি. ৫:১৫, ১৬.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. একজন বোন তার আধ্যাত্মিক তালিকা সম্বন্ধে কী বুঝতে পেরেছিলেন?
২. যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তোলা কেন গুরুত্বপূর্ণ?
৩. ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য আমাদের কীভাবে ব্যক্তিগত অধ্যয়ন করা উচিত?
৪. ব্যক্তিগত অধ্যয়ন শুরু করার আগে প্রার্থনা করা কীভাবে যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা গড়ে তুলতে আমাদের সাহায্য করে?
৫. কেন আমাদের জন্য প্রতিদিন ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করা গুরুত্বপূর্ণ?