প্রশ্ন বাক্স
▪ মণ্ডলীতে কি কোনো পারিবারিক বাইবেল অধ্যয়নের রিপোর্ট দেওয়া উচিত?
একজন খ্রিস্টান বাবা অথবা মা যদি একটি পারিবারিক বাইবেল অধ্যয়ন করেন আর সেখানে অবাপ্তাইজিত ছেলেমেয়েরা থাকে, তা হলে বাবা অথবা মা হয়তো সপ্তাহে সর্বাধিক এক ঘন্টা, একটা পুনর্সাক্ষাৎ এবং মাসে একটা গৃহ বাইবেল অধ্যয়নের রিপোর্ট করতে পারেন। এই বিষয়টা এমনকি তখনও প্রযোজ্য হবে, যদি অধ্যয়ন এক ঘন্টার বেশি হয়, সপ্তাহে একাধিক বার পরিচালনা করা হয় অথবা ছেলেমেয়েদের সঙ্গে আলাদা আলাদাভাবে করা হয়।—আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ১০৪ পৃষ্ঠা দেখুন।
পরিবারের সকলে যদি বাপ্তাইজিত সাক্ষি হয়, তা হলে সময় কিংবা অধ্যয়ন কোনোটাই ক্ষেত্রের পরিচর্যা হিসেবে, রিপোর্ট করা যাবে না (এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে, যদি কোনো সন্তান তখনও পর্যন্ত বাপ্তিস্মের পর দ্বিতীয় বইটি অধ্যয়ন করছে)। কারণ মণ্ডলীর ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট মূলত দেখায় যে, যারা যিহোবার উৎসর্গীকৃত এবং বাপ্তিস্মিত দাস নয় তাদের কাছে সুসমাচার প্রচার ও বাইবেলের সত্য শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কী সম্পাদন করা হচ্ছে। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) কিন্তু, এটা কোনোভাবেই নিয়মিত এই ধরনের অধ্যয়ন করার গুরুত্বকে হ্রাস করে না।
খ্রিস্টান বাবামাদের দায়িত্ব হল, তাদের ছেলেমেয়েদের সঙ্গে অধ্যয়ন করা। পারিবারিক অধ্যয়ন শুরু করা অথবা তাতে উন্নতি করার ব্যাপারে যাদের সহযোগিতার দরকার, তারা হয়তো সাহায্যের জন্য প্রাচীনদের বলতে পারে। বিভিন্ন পরিস্থিতির জন্য, মণ্ডলীর সঙ্গে মেলামেশা করে এমন এক খ্রিস্টীয় পরিবারের একজন অবাপ্তাইজিত ছেলে অথবা মেয়ের সঙ্গে যদি অন্য একজন প্রকাশকের বাইবেল অধ্যয়ন করার প্রয়োজন বলে মনে হয়, তা হলে পরিচালক অধ্যক্ষ অথবা পরিচর্যা অধ্যক্ষের সঙ্গে পরামর্শ করা উচিত। এই ধরনের এক অধ্যয়নকে যদি অনুমোদন করা হয়, তা হলে যিনি অধ্যয়ন পরিচালনা করছেন, তিনি অন্য যেকোনো বাইবেল অধ্যয়নের মতো এটার রিপোর্ট করতে পারেন।
ছেলেমেয়েদের যিহোবার পথে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ক্ষেত্রের পরিচর্যার রিপোর্টে যে-সময় ও প্রচেষ্টার রিপোর্ট করা হয়, সেটার চেয়ে আরও বেশি সময় ও প্রচেষ্টা দরকার। (দ্বিতী. ৬:৬-৯; হিতো. ২২:৬) খ্রিস্টান বাবামারা তাদের ছেলেমেয়েদের “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তুলতে যে-গুরু দায়িত্ব বহন করে, সেইজন্য তারা প্রশংসা পাওয়ার যোগ্য।—ইফি. ৬:৪.