ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৫ পৃষ্ঠা ৫
  • পারিবারিক তালিকা—পারিবারিক অধ্যয়ন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পারিবারিক তালিকা—পারিবারিক অধ্যয়ন
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পারিবারিক অধ্যয়ন যা আনন্দ নিয়ে আসে
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল অধ্যয়নে—পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যেরা যেভাবে সহযোগিতা করতে পারেন
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পারিবারিক যত্নের দায়িত্ব বহন করা
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৫ পৃষ্ঠা ৫

পারিবারিক তালিকা​—⁠পারিবারিক অধ্যয়ন

১ একজন খ্রিস্টান বাবা অথবা মা হিসেবে সবচেয়ে মহান যে-উপহারটি আপনি আপনার সন্তানদের দিতে পারেন সেটা হল, যিহোবার জন্য আপনার ভালবাসা। যে-গুরুত্বপূর্ণ পরিবেশে এটা ঘটতে পারে তা হল, সাপ্তাহিক পারিবারিক বাইবেল অধ্যয়নের জন্য “গৃহে বসিবার . . . সময়ে।” (দ্বিতী. ৬:​৫-৭) আপনার একজন বিশ্বাসী সাথি থাকুক, আপনি ধর্মীয়ভাবে বিভক্ত এক পরিবারে বাস করুন অথবা একজন একক বাবা কিংবা মা যা-ই হোন না কেন, নিয়মিত পারিবারিক অধ্যয়ন করার দ্বারা আপনি আপনার সন্তানদের আপনার ও যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করতে পারেন।

২ পারিবারিক অধ্যয়ন শুরু করা: প্রথম ধাপটা হল, পরিবারগতভাবে অধ্যয়ন করার অভ্যাস গড়ে তোলা। কখন অধ্যয়ন করা যায়, সেই বিষয়ে আপনি যদি নিশ্চিত না হন, তা হলে পরিবারগতভাবে এটি আলোচনা করুন না কেন? (হিতো. ১৫:২২) আপনার যদি ছোট ছেলেমেয়ে থাকে, তা হলে আপনি হয়তো সারা সপ্তাহে অল্প সময় নিয়ে একাধিক বার অধ্যয়ন করাতে চাইবেন। আপনার পরিবারের জন্য কোনটা উপযুক্ত তা নির্ধারণ করুন। আপনার পারিবারিক তালিকায় অধ্যয়নের জন্য নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন এবং তা মেনে চলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন।

৩ আপনি কোন বিষয় অধ্যয়ন করতে পারেন? কেউ কেউ যে-পাঠটি আসন্ন মণ্ডলীর বই অধ্যয়নে অথবা প্রহরীদুর্গ অধ্যয়নে বিবেচনা করা হবে, সেটি প্রস্তুত করে। অন্যেরা বিশেষভাবে যুবক-যুবতীদের জন্য প্রস্তুতকৃত বিষয়টি বিবেচনা করে। এক অল্পবয়েসি ছেলে ও এক অল্পবয়েসি মেয়ে রয়েছে, এমন একজন বাবা বলেছিলেন: “আমার বাইবেলের গল্পের বই থেকে বিভিন্ন গল্প আমরা অভিনয় করে দেখাই আর এই বিষয়টাই আমাদের স্টাডিকে এতটা প্রাণবন্ত করে তোলে আর ছেলেমেয়েরা এর জন্য অপেক্ষা করে থাকে। তাই আমরা কটা অনুচ্ছেদ শেষ করেছি তার চেয়ে বেশি জরুরি হল, সেই বিষয়টা আমাদের মনে কতখানি ছাপ ফেলেছে এবং আমরা কতটুকু বুঝতে পেরেছি।”

৪ প্রত্যেক সপ্তাহে অধ্যয়ন করুন: পারিবারিক অধ্যয়ন নিয়মিত ভিত্তিতে করা এবং পরিবারের সমস্ত সদস্যের আনন্দের সঙ্গে এর অপেক্ষায় থাকা উচিত। দিন ও সময়ের ব্যাপারে কিছুটা নমনীয়তা হয়তো অপ্রত্যাশিত পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করার সুযোগ দেবে। এ ছাড়া, এমন উপলক্ষগুলো থাকতে পারে, যখন বিষয়বস্তু রদবদল করার প্রয়োজন হয়। কিন্তু, যেকোনো প্রয়োজনীয় রদবদল যেন কোনো প্রতিষ্ঠিত পারিবারিক অধ্যয়ন তালিকায় দীর্ঘসময় বাধা দেওয়ার কারণ না হয়। একটা পরিবারের একজন মেয়ে মন্তব্য করে: “আমাদের অধ্যয়নের সময় যদি পরিবর্তন করার প্রয়োজন হতো, তা হলে বাবা সবসময় ফ্রিজের দরজার ওপর নতুন সময় লাগিয়ে রাখত, যাতে আমরা সকলে নতুন সময়টা জানতে পারি।” নিয়মিত পারিবারিক অধ্যয়ন বজায় রাখার জন্য এই ধরনের প্রচেষ্টাগুলো কতই না প্রশংসনীয়! আপনি যখন “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” আপনার সন্তানদের মানুষ করে তোলেন, তখন আপনি তাদের এবং আমাদের স্বর্গীয় পিতা উভয়ের জন্য আপনার প্রেম প্রদর্শন করেন।​—⁠ইফি. ৬:⁠৪.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার