বাইবেল অধ্যয়নে—পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যেরা যেভাবে সহযোগিতা করতে পারেন
১ সত্যের কারণে পারিবারিক জীবন সার্থক ও উদ্দেশ্যময় হয়ে ওঠে কিন্তু এর মানে এই নয় যে পরিবার যিহোবার সেবাতেও আপনাআপনিই সফলতা পাবে। পরিবারকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করতে সময়ের দরকার আর সেইসঙ্গে কঠোর পরিশ্রমও করা দরকার। আর এর জন্য পরিবারের সদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা খুবই জরুরি। এই বিষয়টা তিন ভাগে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে আর এই প্রথম ভাগে দেখানো হবে যে নিয়মিতভাবে অধ্যয়ন করার অভ্যাস গড়ে তোলার জন্য কিভাবে পরিবারের সদস্যেরা সহযোগিতা করতে পারেন।
২ রোজ বাইবেল পড়ে: হিতোপদেশ ২৪:৫ পদ বলে যে “বিদ্ধান পরাক্রমে বৃদ্ধি পায়।” রোজ ঈশ্বরের বাক্য পড়লে একজন ব্যক্তি জ্ঞান লাভ করেন যা তার মনকে শক্তিশালী করে। আর এই শক্তি তার আধ্যাত্মিকতার উপর শয়তানের আক্রমণকে প্রতিরোধ করার জন্য তার দরকার। (গীত. ১:১, ২) আপনি কি রোজ পরিবারের সব সদস্যদের সঙ্গে একসাথে বাইবেল পড়েন? ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা প্রতি সপ্তার জন্য একটি “বাইবেল পাঠের অতিরিক্ত তালিকা” দেয়। প্রত্যেক দিনের অংশটুকু পড়ার জন্য পরিবারকে কেবল দশ মিনিট বা তার চেয়েও কম সময় বের করে নিতে হবে। বাইবেল পড়া এবং প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে দিনের শাস্ত্রপদটা আলোচনা করার জন্য আপনার সুবিধামতো সময় ঠিক করে নিন আর এটা করা যেতে পারে সকালে জলখাবারের সময়, রাতের খাবারের পর কিংবা ঘুমাতে যাওয়া আগে। এটাকে আপনার পরিবারের রোজকার কাজকর্মের মতো এক জরুরি কাজ করে তুলুন।
৩ প্রত্যেক সপ্তায় একসাথে অধ্যয়ন করে: পারিবারিক বাইবেল অধ্যয়ন পরিবারের এক সপ্তার কাজের প্রধান আকর্ষণ হওয়া উচিত। এতে সম্পূর্ণ আগ্রহের সঙ্গে বসে ও অংশ নিয়ে সহযোগিতা করা পরিবারের সদস্যদের কর্তব্য। অধ্যয়নের বিষয়বস্তু, দিন, সময় এবং কতক্ষণ অধ্যয়ন চলবে তা ঠিক করার সময় পরিবারের মস্তক অন্যান্য সদস্যদের কথা মাথায় রাখবেন। আপনার সপ্তার সমস্ত কাজের মধ্যে পারিবারিক অধ্যয়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করুন। কম গুরুত্বপূর্ণ কোন বিষয়কেই এতে বাধা দিতে দেবেন না।—ফিলি. ১:১০, ১১.
৪ একজন বাবা পারিবারিক অধ্যয়নের সময় ফোনের রিসিভার নিচে নামিয়ে রাখতেন কারণ প্রায়ই তার কাজের সঙ্গে সম্বন্ধিত ফোন বাড়িতে আসত। যদি তার মক্কেলরা ঘরে এসে পড়তেন, তাহলে তিনি তাদেরও অধ্যয়নে বসার জন্য বলতেন কিংবা অধ্যয়ন শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলতেন। বাবা স্থির করেছিলেন যে কোন কিছুকেই তিনি তাদের পারিবারিক অধ্যয়নে বাধা হতে দেবেন না। এটা তার ছেলেমেয়েদের উপর এক গভীর ছাপ ফেলেছিল। আর এতে তার ব্যবসারও কোন ক্ষতি হয়নি।
৫ পরিবারের সদস্যেরা যখন আধ্যাত্মিক কাজগুলোতে সহযোগিতা করেন তখন তা কতই না আনন্দের হয়! পারিবারিক বাইবেল অধ্যয়নে সম্পূর্ণভাবে অংশ নেওয়ার জন্য যদি আমরা চেষ্টার কোন ত্রুটি না রাখি তবে যিহোবা আমাদের আশীর্বাদ করবেন।—গীত. ১:৩.