পরিবারের মস্তকরা—এক নিয়মিত আধ্যাত্মিক তালিকা বজায় রাখুন
১ দশকের পর দশক ধরে বাবিলনের প্রতিমাপূজা ও দুর্নীতির মধ্যে বাস করা সত্ত্বেও, দানিয়েল “অবিরত” যিহোবার সেবা করার জন্য পরিচিত ছিলেন। (দানি. ৬:১৬, ২০) কীভাবে তিনি তার আধ্যাত্মিকতাকে বজায় রেখেছিলেন? বাইবেলের বিবরণ ইঙ্গিত দেয় যে, সত্য উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত কাজগুলো করার জন্য তার একটা নিয়মিত তালিকা ছিল। উদাহরণ হিসেবে, তিনি রীতিগতভাবে তার কুঠরীর বাতায়ন থেকে দিনে তিনবার প্রার্থনা করতেন। (দানি. ৬:১০) কোন সন্দেহে নেই যে, অন্যান্য আধ্যাত্মিক কাজগুলোর জন্যও তার একটা নির্ধারিত তালিকা ছিল, যেমন ব্যবস্থা পাঠ করা। তাই, যখন জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, তখন দানিয়েল যিহোবার প্রতি তার ভক্তিতে অটল ছিলেন আর অলৌকিকভাবে তিনি উদ্ধার পেয়েছিলেন।—দানি. ৬:৪-২২.
২ একইভাবে আজকে, ‘সম্পূর্ণ অভিনিবেশসহ জাগিয়া থাকিতে’ আমাদের প্রাণপণ করতে হবে। (ইফি. ৬:১৮) আমরা যে-জগতে বাস করি তা “সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে।” (১ যোহন ৫:১৯) হঠাৎ করে বিরোধিতা অথবা পরীক্ষাগুলো উপস্থিত হতে পারে এবং আমাদের বিশ্বাসকে পরীক্ষায় ফেলতে পারে। মহাক্লেশের সময়, ঈশ্বরের দাসেরা মাগোগ দেশীয় গোগের দ্বারা পুরোপুরিভাবে আক্রমণের লক্ষ্য হবে, যেটা থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই বলে মনে হবে। এর জন্য যিহোবার ওপর পুরোপুরি আস্থা থাকার দরকার হবে।—যিহি. ৩৮:১৪-১৬.
৩ “একটা মুখ্য বিষয় হল, কার্যকারী পারিবারিক বাইবেল পাঠ, অধ্যয়ন ও আলোচনাকে জীবনের পথ করা।” ১৯৯৮ সালের জেলা সম্মেলনে “পরিবারগুলি—প্রত্যেকদিন বাইবেল পড়াকে আপনাদের জীবনের পথ করে তুলুন!” নামক নাটকের ভূমিকায় এটাই বলা হয়েছিল। এটা আরও বলেছিল: “যখন পরিবারগুলো নিয়মিতভাবে এবং বাইবেল জীবন্ত হয়ে ওঠে এমন এক কার্যক্রম মেনে চলে, তখন বাইবেলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই তালিকা পরিবারের ওপর এক বিরাট প্রভাব ফেলতে পারে। এটা আমাদের জ্ঞানকে বাড়ায়। এটা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। আর এটা আমাদের আদর্শ হিসেবে জ্ঞানে পূর্ণ প্রাচীনকালের সেইসব বিশ্বস্ত পুরুষ ও নারীদের সম্বন্ধে জানায় যারা আমাদের প্রেরণা দিতে, সত্যকে তুলে ধরতে পরিচালনা দিতে পারে।” আমরা যখন এক নিয়মিত আধ্যাত্মিক তালিকার বিভিন্ন দিকগুলো বিবেচনা করি, তখন পরিবারের মস্তকদের তাদের পরিবারের আধ্যাত্মিক কার্যক্রমকে উন্নত করতে একটা অথবা দুটো উপায় খুঁজে দেখা উচিত।
৪ ঈশ্বরের বাক্যকে প্রতিদিন বিবেচনা করুন: “যখন ঈশ্বরের রাজ্য পৃথিবীর ওপর শাসন করবে ও যেভাবে স্বর্গে তাঁর ইচ্ছা পূর্ণ হয় সেভাবে পৃথিবীতেও হবে, তখন কোন খারাপ লোকেরা থাকবে না, পশুরাও আর হিংস্র থাকবে না আর তারা কেউ ‘কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না।’ (যিশা. ১১:৯; মথি ৬:৯, ১০)” প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের শাস্ত্রপদের ওপর করা মন্তব্যগুলোতে এই কথাগুলো পাওয়া যায়। এই অনুস্মারকটি কত সান্ত্বনাজনক বলেই না প্রমাণিত হয়! পরিবারের একজন মস্তক হিসেবে, আপনার পরিবারের সঙ্গে বাইবেল পদটি ও মন্তব্যগুলো প্রতিদিন বিবেচনা করার কি অভ্যাস রয়েছে? এটা খুবই উপকারী। সকালে যদি একসঙ্গে তা করা সম্ভব না হয়, তা হলে আপনি হয়তো দিনের শেষে তা করতে পারেন। একজন বাবা বলেছিলেন: “প্রতিদিনের বাইবেল পদটি আলোচনা করার জন্য সন্ধ্যেবেলা খাবারের সময়টা আমাদের জন্য উত্তম ছিল।”
৫ পরিবারগতভাবে আপনার যদি ইতিমধ্যে প্রতিদিনের শাস্ত্রপদটি আলোচনা করার জন্য একটা উত্তম তালিকা থাকে, তা হলে আমরা আপনার প্রশংসা করি। আপনি হয়তো একই সময়ে বাইবেলের কোন একটা অংশ পড়ে আরও উপকার লাভ করতে পারেন। কারও কারও, যে-অধ্যায় থেকে শাস্ত্রপদটা নেওয়া হয়েছে সেই অধ্যায়টি পুরো পড়ার অভ্যাস রয়েছে। আবার অন্যেরা ধারাবাহিকভাবে পড়ে, বাছাই করা বাইবেলের কয়েকটা বই থেকে শুরু করে এগিয়ে যায়। প্রতিদিন বাইবেল পড়া আপনার পরিবারকে যিহোবাকে অসন্তুষ্ট করার গঠনমূলক ভয় গড়ে তুলতে সাহায্য করবে এবং তাঁর ইচ্ছা পালন করতে তাদের আকাঙ্ক্ষাকে গভীর করবে।—দ্বিতী. ১৭:১৮-২০.
৬ আপনার পরিবারের বাইবেল পাঠের কার্যক্রম এবং প্রতিদিন শাস্ত্রপদ বিবেচনা এমনকি আরও উপকারী হবে যদি আপনি সেই তথ্যের ব্যবহারিক মূল্যকে আলোচনা করার জন্য একটু সময় করে নেন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের ৬০ পৃষ্ঠায় এই পরামর্শটি দেওয়া রয়েছে: “আপনি হয়তো . . . সাপ্তাহিক বাইবেল পাঠের তালিকা থেকে কয়েকটা পদ বেছে নিতে, সেগুলোর অর্থ আলোচনা করতে আর তারপর এই প্রশ্নগুলো করতে পারেন, যেমন: ‘এটা কীভাবে আমাদের জন্য নির্দেশনা জোগায়? ক্ষেত্রের পরিচর্যায় আমরা কীভাবে এই পদগুলো ব্যবহার করতে পারি? এগুলো যিহোবা এবং তিনি যেভাবে কাজগুলো করেন সে সম্বন্ধে কী প্রকাশ করে আর তা কীভাবে তাঁর প্রতি আমাদের উপলব্ধিকে বৃদ্ধি করে?’” এইধরনের আধ্যাত্মিক আলোচনা আপনার পরিবারের সকলকে ‘প্রভুর [“যিহোবার,” NW] ইচ্ছা কি, তাহা বুঝিতে’ সাহায্য করবে।—ইফি. ৫:১৭.
৭ পারিবারিক অধ্যয়ন: আধ্যাত্মিক বিষয়গুলো প্রথমে আসা উচিত এটা ছেলেমেয়েদের দেখানোর জন্য প্রত্যেক সপ্তাহে অবিরতভাবে পারিবারিক অধ্যয়ন পরিচালনা করা পরিবারের মস্তকদের জন্য এক উত্তম উপায়। একজন যুবক মনে করে বলে: “কখনও কখনও বাবা কাজ থেকে এত ক্লান্ত হয়ে ফিরতেন যে, তিনি একেবারে জেগে থাকতে পারতেন না, তবুও যাই হোক না কেন, অধ্যয়ন করা হতো আর এটা আমাদেরকে এর গুরুত্ব বুঝতে সাহায্য করেছে।” এই ব্যবস্থাকে সফল করে তোলার ক্ষেত্রে বাচ্চারাও অবদান রাখতে পারে। নয় জন ছেলেমেয়ে নিয়ে একটা পরিবার তাদের পারিবারিক অধ্যয়নের জন্য ভোর পাঁচটায় ঘুম থেকে উঠত কারণ অন্য কোন সময় অধ্যয়ন করা সম্ভব হতো না।
৮ পারিবারিক অধ্যয়নকে কার্যকারী করে তোলার জন্য, পরিবারের মস্তককে অবশ্যই ‘তাহার শিক্ষার বিষয়ে সাবধান হইতে হইবে।’ (১ তীম. ৪:১৬) পরিচর্যা বিদ্যালয় বইয়ের ৩২ পৃষ্ঠা বলে: “নিশ্চিতভাবে বলা যেতে পারে যে, আপনার পরিবারের বিষয়ে বিবেচনা করা দিয়েই এক কার্যকারী পারিবারিক অধ্যয়ন শুরু হয়। আপনার পরিবারের সদস্যরা কীভাবে আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রগতি করছে? . . . আপনি যখন ক্ষেত্রের পরিচর্যায় আপনার ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেন, তখন তারা কি তাদের সঙ্গীসাথিদের সামনে নিজেদের যিহোবার সাক্ষি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে? তারা কি আপনার পারিবারিক বাইবেল পাঠ এবং অধ্যয়নকে উপভোগ করে? তারা কি সত্যিই যিহোবার পথকে তাদের জীবনের পথ করছে? মনোযোগপূর্বক পর্যবেক্ষণ প্রকাশ করবে যে, পরিবারের মস্তক হিসেবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে আধ্যাত্মিক গুণগুলো গেঁথে দিতে ও বৃদ্ধি করতে আপনার কী করা দরকার।”
৯ মণ্ডলীর সভাগুলো: মণ্ডলীর সভাগুলোর জন্য প্রস্তুত হওয়া এবং সভাগুলোতে যোগ দেওয়া আপনার সাপ্তাহিক তালিকার এক গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। (ইব্রীয় ১০:২৪, ২৫) কখনও কখনও, আপনি হয়তো পরিবারগতভাবে সভাগুলোর কিছুটা প্রস্তুত করতে পারেন। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে, আপনি কি অনেক আগে থেকেই তা প্রস্তুত করার ব্যবস্থা করতে পারেন? এই বিষয়ে এক সুনিয়মিত তালিকা আপনার প্রস্তুতির গুণগত মান এবং সভাগুলো থেকে আপনি যে-উপকারগুলো পান উভয়কেই উন্নত করবে।—হিতো. ২১:৫.
১০ গুণগত মান ও লেগে থাকা হল এক কার্যকারী আধ্যাত্মিক তালিকার বৈশিষ্ট্য। পরিস্থিতি যদি সমস্ত সভার জন্য প্রস্তুত হওয়াকে আপনার জন্য কঠিন করে তোলে, তা হলে কী? পরিচর্যা বিদ্যালয় বইয়ের ৩১ পৃষ্ঠায় এই পরামর্শ দেওয়া হয়: “শেষ করতে হবে এই মনে করে তাড়াহুড়ো করে পড়ার ফাঁদ এড়িয়ে চলুন অথবা আরও খারাপ হবে, আপনি এর সবটা করতে পারবেন না সেই কারণে কোনটাই যদি অধ্যয়ন না করেন। বরং, স্থির করুন আপনি কতটা অধ্যয়ন করতে পারবেন ও সেটা ভালভাবে করুন। প্রত্যেক সপ্তাহে তা করুন। পরে, অন্যান্য সভাগুলোকে অন্তর্ভুক্ত করতে আপনার অধ্যয়ন তালিকাকে বাড়ান।”
১১ পরিবারগুলো যখন একটু আগে সভাগুলোতে এসে পৌঁছায়, এটা তাদেরকে যিহোবার প্রশংসা করার জন্য সঠিক মানসিকতা রাখতে এবং তিনি যে-নির্দেশনা জোগান তা থেকে উপকার পেতে সাহায্য করে। আপনার পরিবারের কি এই অভ্যাস আছে? এর জন্য ভাল পরিকল্পনা করা এবং পরিবারের প্রত্যেকের মধ্যে সহযোগিতা থাকা দরকার। আপনি যদি দেখেন যে, আপনার পরিবার সভার রাতগুলোতে তাড়াহুড়ো করে এবং চাপের মধ্যে থাকে, তা হলে আপনার তালিকায় কি কিছু রদবদল করা যেতে পারে? এমন কিছু বিষয় কি আছে যেগুলো আগে থেকেই করা যেতে পারে? পরিবারের একজন সদস্য যদি সবকিছু করার জন্য ভারগ্রস্ত থাকে, তা হলে অন্যেরা কি সাহায্য করতে পারে? প্রত্যেকেই যদি সভাগুলোতে যাওয়ার জন্য কিছু সময় আগে তৈরি থাকে, তাতে কি চাপ কমতে পারে? উত্তম পরিকল্পনা পরিবার ও মণ্ডলী উভয় ক্ষেত্রেই শান্তির আত্মাকে বাড়াতে সাহায্য করে।—১ করি. ১৪:৩৩, ৪০.
১২ ক্ষেত্রের পরিচর্যা: ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য সময় নির্দিষ্ট করে রাখা উত্তম আধ্যাত্মিক তালিকার আরেকটা অংশ। জেসন নামে একজন যুবক মনে করে বলে: “প্রতি শনিবার সকালে আমার পরিবার ক্ষেত্রের পরিচর্যায় যেত। এটা আমার জন্য ভাল ছিল কারণ যত বেশি আমি প্রচারে যেতাম ততই আমি এই কাজের ভাল দিকটা দেখতাম এবং অনেক উপভোগ করতাম।” সাক্ষি পরিবারগুলোতে বড় হয়ে ওঠা অনেকেই একইভাবে দেখেছে যে, প্রতি সপ্তাহে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য সময় নির্দিষ্ট করে রাখা তাদেরকে খ্রীষ্টান পরিচারক হিসেবে অগ্রগতি করতে সাহায্য করেছে।
১৩ এ ছাড়া, এক সুনিয়মিত তালিকা আপনার পরিবারকে ক্ষেত্রের পরিচর্যায় আরও উপভোগ্য এবং ফলপ্রসূভাবে সময় কাটাতে সাহায্য করে। কীভাবে এটা সম্পাদন করা যেতে পারে? ১৯৯৯ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২১ পৃষ্ঠায় এই পরামর্শটি দেওয়া হয়েছিল: “পারিবারিক অধ্যয়নের সময় আপনি কি মাঝে মাঝে আপনার পরিবারের সদস্যদের সাহায্য করেন যাতে তারা সাপ্তাহিক প্রচারের জন্য তৈরি হতে পারে? তা করা খুবই উপকারজনক হবে। (২ তীমথিয় ২:১৫) এতে তাদের পরিচর্যা আরও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে ও তারা ভাল ফল পেতে পারে। কখনও কখনও আপনি পারিবারিক অধ্যয়নের পুরো সময়টাতেই পরিবারকে প্রচারের জন্য তৈরি করতে পারেন। এ ছাড়া, আপনি হয়তো সবসময়ই পারিবারিক অধ্যয়নের শেষে অল্প কিছু সময় অথবা সপ্তাহের অন্য কোন দিনে প্রচার কাজের কিছু বিষয় নিয়েও সংক্ষেপে আলোচনা করতে পারেন।” আপনার পরিবার কি এভাবে চেষ্টা করে দেখেছে?
১৪ অগ্রগতি করে চলুন: এই আলোচনা থেকে, আপনি কি লক্ষ করেছেন যে, কোন্ ক্ষেত্রগুলোতে আপনার পরিবার ভাল করছে? আপনার পরিবারের প্রশংসা করুন এবং এই ক্ষেত্রগুলোতে উন্নতি করে চলার চেষ্টা করুন। আপনি যদি দেখেন যে, বেশ কিছু ক্ষেত্রে উন্নতি করার দরকার আছে, তা হলে কাজ করার জন্য একটা অথবা দুটো বিষয় বেছে নিন। সেগুলো যখন আপনার আধ্যাত্মিক তালিকার অংশ হয়ে যায়, তখন আরও একটা অথবা দুটোর ওপর কাজ করুন। আশাবাদী ও যুক্তিবাদী হোন। (ফিলি. ৪:৪, ৫) আপনার পরিবারের জন্য এক উত্তম আধ্যাত্মিক তালিকা গড়ে তোলার জন্য অনেক প্রচেষ্টার দরকার কিন্তু সেই প্রচেষ্টা সার্থক হয়, কারণ যিহোবা আমাদের নিশ্চয়তা দেন যে: “যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।”—গীত. ৫০:২৩.