যুবক-যুবতীরা—ঈশ্বরের বাক্য পড়!
১ যৌবনকাল হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার এক সময়। খ্রিস্টান যুবক-যুবতীদের মধ্যে তোমরা অনেকেই প্রতিদিন আচরণের ঐশিক মানগুলো অমান্য করার চাপের সম্মুখীন হয়ে থাক। শিক্ষা, চাকরি এবং বিবাহ সম্বন্ধে ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিতে শুরু করার আগেই তোমার প্রথমে নিজের আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করা উচিত। একমাত্র তা করেই তুমি অন্যান্য সিদ্ধান্ত নিতে পার, যা তোমার পরবর্তী জীবনের জন্য উপকারজনক হবে। সুনির্দিষ্ট আধ্যাত্মিক লক্ষ্যগুলো তোমাকে বিজ্ঞতার সঙ্গে কাজ করতে সাহায্য করবে এবং তোমার পথকে সফল করবে। নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য পড়ার এবং ধ্যান করার মাধ্যমে তুমি এর অনুপ্রাণিত পরামর্শের সঙ্গে মিল রেখে জীবনযাপন করতে উৎসাহিত হবে এবং তোমার প্রচেষ্টা সার্থক হবে।—যিহো. ১:৮; গীত. ১:২, ৩.
২ এটা কীভাবে তোমাকে উপকৃত করবে? শয়তানের জগৎ মন্দ কাজে জড়িত করার জন্য প্রলোভনে পূর্ণ। (১ যোহন ২:১৫, ১৬) তুমি হয়তো তোমার সহপাঠী বা তোমার সমবয়সী অন্যান্যদের বিষয়ে জান, যারা সঙ্গীসাথিদের চাপের কাছে নতি স্বীকার করার কারণে দুর্দশাজনক পরিণতি ভোগ করেছে। বাইবেলের পরামর্শ মেনে চলা তোমাকে এক পাপপূর্ণ পথ প্রত্যাখ্যান করার নৈতিক ও আধ্যাত্মিক শক্তি প্রদান করবে। এ ছাড়া, ঈশ্বরের বাক্যের পরামর্শ তোমাকে শয়তানের চতুর ফাঁদগুলো এড়িয়ে চলতে সাহায্য করতে পারে। (২ করি. ২:১১; ইব্রীয় ৫:১৪) ঈশ্বরের পথে চলা তোমার জন্য প্রকৃত সুখ—তোমার জীবনধারায় ব্যক্তিগত সন্তুষ্টি—নিয়ে আসবে।—গীত. ১১৯:১, ৯, ১১.
৩ ঈশ্বরের বাক্যের অপরিবর্তনীয় নীতিগুলো মানুষের প্রজ্ঞার চাইতেও শ্রেষ্ঠ। (গীত. ১১৯:৯৮-১০০) বাইবেলের নীতিগুলোর সঙ্গে সুপরিচিত থাকা এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে যিহোবার প্রকাশিত উদ্দেশ্যগুলো নিয়ে ধ্যান করা তোমাকে বাইবেলের সর্ববিজ্ঞ গ্রন্থকার, যিহোবা ঈশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে। তিনি প্রতিজ্ঞা করেন: “আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।”—গীত. ৩২:৮.
৪ এটি পড়ার জন্য সময় করে নাও: একজন খ্রিস্টান যুবতী সম্পূর্ণ বাইবেল পড়াকে তার লক্ষ্য করেছিল আর সে এক বছরের মধ্যে এটি পড়ে শেষ করে। সে কীভাবে উপকৃত হয়েছিল? সে স্মরণ করে বলে: “আমি যিহোবা সম্বন্ধে অনেক কিছু শিখেছিলাম—যে-বিষয়গুলো আমাকে তাঁর নিকটবর্তী করেছে এবং আমার বাকি জীবনে তাঁকে ভয় করে চলার আকাঙ্ক্ষা গড়ে তুলেছে।” (যাকোব ৪:৮) তুমি কি সম্পূর্ণ বাইবেল পড়েছ? যদি না পড়ে থাকো, তা হলে সেটা করাকে তোমার লক্ষ্য কর না কেন? নিশ্চিত থেকো, যিহোবা তোমার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন এবং তুমি প্রচুর পুরস্কার লাভ করবে।