ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৪ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৯শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৬শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু
  • ৩রা মে থেকে যে-সপ্তাহ শুরু
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৪ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ই এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ৯৩

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের প্রথমটা) এবং ১৫ই এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রতিটা উপস্থাপনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করা উচিত। “আমি ব্যস্ত আছি” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।​—⁠যুক্তি (ইংরেজি) বইয়ের ১৯-২০ পৃষ্ঠা দেখুন।

১৫ মিনিট: “যিহোবাকে আমাদের সর্বোত্তম অংশটুকু উৎসর্গ করা।”a ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময় শ্রোতাদের মন্তব্য করতে বলুন যে, নির্দিষ্ট কোন কোন উপায়ে আমরা আমাদের পরিচর্যায় লোকেদের প্রতি ভালবাসা দেখাতে পারি।

২০ মিনিট: “যিহোবার সাক্ষিদের ২০০৪ সালের ‘ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন’ জেলা সম্মেলন।” মণ্ডলীর সচিব আলোচনা করবেন। ৫ অনুচ্ছেদ আলোচনার সময় ৪ পৃষ্ঠার বাক্সে দেওয়া সমস্ত বিষয় শ্রোতাদের মধ্যে থেকে ইচ্ছুক ব্যক্তিদের দ্বারা পড়ান। ৫-৮ অনুচ্ছেদ আলোচনার সময়ে, মণ্ডলীর পক্ষে সম্মেলন সমন্বয়কারী হিসেবে সচিবের ভূমিকার ওপর জোর দিন। সকলকে যথাসম্ভব তাড়াতাডি সম্মেলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো করতে উৎসাহিত করুন।

গান ৯১ এবং শেষ প্রার্থনা।

১৯শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫৫

৮ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৭ মিনিট: “যিশুর মনোভাব অনুকরণ করুন।”b যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। ৪ অনুচ্ছেদ আলোচনা করার সময়, যারা সহায়ক অগ্রগামীর কাজ করছে তারা তাদের কাজের ফলে যে-আশীর্বাদগুলো উপভোগ করেছে, সেই বিষয়ে মন্তব্য করতে তাদের আমন্ত্রণ জানান।

২০ মিনিট: “কিংডম হল নির্মাণ কার্যক্রম এগিয়ে চলেছে।” বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা।

গান ৮০ এবং শেষ প্রার্থনা।

২৬শে এপ্রিল থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৬

১২ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের এপ্রিল মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। মে মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, তা উল্লেখ করুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো ব্যবহার করে কীভাবে এপ্রিল-জুন সচেতন থাক! (পত্রিকা উপস্থাপনা কলামের তৃতীয়টা) এবং ১লা মে প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। প্রত্যেকটা নমুনায়, যদিও শুধু একটা পত্রিকা তুলে ধরা হবে কিন্তু দুটো পত্রিকাই একসঙ্গে অর্পণ করা উচিত। একটা উপস্থাপনায় একজন সহকর্মী বা সহপাঠীর কাছে সাক্ষ্য দেওয়া তুলে ধরুন।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

১৮ মিনিট: “সাক্ষি নয় এমন সাথিদের আমরা কীভাবে সাহায্য করতে পারি?”c এক বা দুজনের সাক্ষাৎকার নিন, যারা তাদের সত্যে থাকা বিবাহ সাথিদের উত্তম উদাহরণের কারণে যিহোবার দাস হয়েছে।

গান ৩৮ এবং শেষ প্রার্থনা।

৩রা মে থেকে যে-সপ্তাহ শুরু

গান ৪৮

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। গ্রীষ্মের জন্য যে-পরিকল্পনা করা হয়েছে, সেই কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত মন্তব্য করুন: সহায়ক অগ্রগামীর কাজ করা, আপনার বাড়ির যত্ন নেওয়া আর হয়তো কিছুটা আমোদপ্রমোদ উপভোগ করা। মণ্ডলীর যদি এমন এলাকা থাকে যেখানে কদাচিৎ কাজ করা হয়েছে, তা হলে তা পুরোপুরি শেষ করার জন্য যে-ব্যবস্থা করা হয়েছে তা ঘোষণা করুন। কোথাও ভ্রমণের সময়ে বা গ্রীষ্মের অন্যান্য কার্যক্রমের জন্য আমাদের স্বাভাবিক তালিকায় যদি তারতম্য ঘটে, তা হলে পারিবারিক অধ্যয়ন, মণ্ডলীর সভাগুলো এবং ক্ষেত্রের পরিচর্যাকে যেন অবহেলা করা না হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য অধ্যবসায়ী পরিকল্পনা প্রয়োজন। (হিতো. ২১:⁠৫) সকলকে নিশ্চিত করার জন্য মনে করিয়ে দিন যে, তারা বাড়িতে থাকুন বা বেড়াতে যান, ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট যেন সময়মতো দেন।

২০ মিনিট: “যুবক-যুবতীরা​—⁠ঈশ্বরের বাক্য পড়!”d এক বা দুজন যুবক অথবা যুবতীকে তাদের বাইবেল পড়ার কার্যক্রম এবং এর থেকে তারা কীভাবে উপকৃত হচ্ছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য আগে থেকে ব্যবস্থা করে রাখুন। যুবক-যুবতীদের পুরো বাইবেল পড়াকে তাদের লক্ষ্য করার জন্য উৎসাহিত করুন। পরিচর্যা বিদ্যালয় (ইংরেজি) বইয়ের পৃষ্ঠা ১০, অনুচ্ছেদ ৪ এর মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

১৫ মিনিট: স্থানীয় অভিজ্ঞতাগুলো। মার্চ ও এপ্রিল মাসে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে প্রচেষ্টার ফলে যে-গঠনমূলক অভিজ্ঞতাগুলো লাভ করেছে, সে বিষয়ে শ্রোতাদের কিছু বলতে বলুন: (১) একজন আগ্রহী ব্যক্তিকে স্মরণার্থ সভায় উপস্থিত হতে সাহায্য করে, (২) সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করে, (৩) একজন নিষ্ক্রিয় প্রকাশককে মন্ডলীর কাজে আবার সক্রিয় হয়ে ওঠার জন্য উৎসাহিত করে, (৪) একজন নতুন ব্যক্তিকে প্রকাশক হয়ে উঠতে সাহায্য করে এবং (৫) স্মরণার্থ সভায় উপস্থিত ছিল এমন ব্যক্তিদের আগ্রহ বাড়িয়ে তুলে অথবা (৬) গ্রীষ্মে অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রমগুলোতে অংশ নিয়ে। মন্তব্য করার জন্য কয়েক জনকে আগে থেকেই বলে রাখুন। তাদের প্রশংসা করুন এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলকে উৎসাহিত করুন।

গান ১৬৪ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার