পরিচর্যা সভার তালিকা
১৩ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪৭
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি এবং আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। পরের সপ্তাহে আলোচনার জন্য প্রস্তুতি নিতে বক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে উৎসাহ দিন। ২৫শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারিতে ক্ষেত্রের পরিচর্যার বিশেষ ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন। কীভাবে ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর - ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয় সেটার নমুনা দেখাতে, ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনাগুলো ব্যবহার করা যেতে পারে। “আমি আপনাদের কাজ সম্বন্ধে ইতিমধ্যেই জানি” বলে যারা আলোচনা থামিয়ে দেয়, তাদের সঙ্গে কথা বলার ভিন্ন উপায় প্রত্যেকটা নমুনায় দেখান।—যুক্তি (ইংরেজি) বইয়ের ২০ পৃষ্ঠা দেখুন।
১৫ মিনিট: “আপনার কাছ থেকে সাহায্যের প্রয়োজন।”a সংক্ষেপে একজন প্রাচীনের সাক্ষাৎকার নিন। তাকে বলতে বলুন যে, কী তাকে মণ্ডলীতে সেবা করার জন্য আকাঙ্ক্ষী হতে উৎসাহিত এবং যোগ্য হতে সাহায্য করেছে।
২০ মিনিট: “আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়া—কীভাবে?”b যে-প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো ব্যবহার করুন। শ্রোতাদের অল্প কথায় বলার জন্য আমন্ত্রণ জানান যে, কীভাবে তারা আত্মীয়স্বজনের আগ্রহ জাগিয়ে তুলতে ও তাদের কাছে সাক্ষ্য দিতে পেরেছে।
গান ১৭ এবং শেষ প্রার্থনা।
২০শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬৮
৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: “ঐশিক পরিচর্যা বিদ্যালয় যেভাবে আমাদের উপকৃত করে।” বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ২০০৪ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে কিছু মন্তব্য অন্তর্ভুক্ত করুন। বিদ্যালয় থেকে তারা কীভাবে উপকৃত হচ্ছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য আগে থেকে একজন বা দুজনকে বলে রাখুন।
২৫ মিনিট: “রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে ভিডিওটা থেকে উপকৃত হোন।” রক্ত ছাড়া চিকিৎসা ভিডিওর ওপর ৩ পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। এরপরে, শেষ অনুচ্ছেদটা পড়ুন। পরের সপ্তাহে রক্ত থেকে পৃথক থাকতে আমাদের সাহায্য করার এক নতুন ব্যবস্থা সম্বন্ধে আলোচনায় সকলকে উপস্থিত থাকতে উৎসাহিত করুন।
গান ৫০ এবং শেষ প্রার্থনা।
২৭শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৬
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। প্রকাশকদের ডিসেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে, কীভাবে ১লা জানুয়ারি প্রহরীদুর্গ অথবা জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
২৫ মিনিট: রক্ত থেকে পৃথক থাকার ব্যাপারে ঈশ্বরের দেওয়া আদেশের বাধ্য হওয়া। শাখা অফিস থেকে প্রাপ্ত ম্যানুস্ক্রিপ্ট ব্যবহার করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। শুরুতেই উল্লেখ করুন যে, DPA কার্ডগুলো যেন আজ রাতেই পূরণ করা না হয়। ম্যানুস্ক্রিপ্ট পড়ার সময়, বক্তা হয়তো মুখ্য বিষয়গুলোর ওপর জোর দেওয়ার জন্য কিছু সংক্ষিপ্ত মন্তব্য করতে পারেন কিন্তু আরও অতিরিক্ত উদাহরণ বা শাস্ত্রপদ ব্যবহার করে বিষয়বস্তুকে বড় করা উচিত নয়। সময় থাকলে উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়া অথবা উদ্ধৃত করা যেতে পারে। যখন উপযুক্ত তখন “রক্ত থেকে পৃথক থাকার জন্য আমাদের সাহায্য করতে নতুন ব্যবস্থা” বাক্সে দেওয়া কিছু উক্তির প্রতি মনোযোগ আকর্ষণ করান। সচিবের সমস্ত বাপ্তাইজিত প্রকাশককে একটা করে DPA কার্ড এবং “DPA কার্ডটা পূরণ করার নির্দেশাবলি” দেওয়া উচিত, যাতে বক্তৃতার সময়ে তারা বিষয়বস্তুটা বুঝতে পারে। এ ছাড়া, সচিবের নিশ্চিত হওয়া উচিত যে, আইডেনটিটি কার্ডগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে।
১০ মিনিট: আপনার বিবেকের ভূমিকা। ২০০৪ সালের ১৫ই জুন প্রহরীদুর্গ পত্রিকার ২৩-৪ পৃষ্ঠার ১৬-১৯ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। এই বিষয়টার ওপর জোর দিন যে, বিবেক সংক্রান্ত বিষয়গুলোর ওপর যে-সিদ্ধান্তগুলো আমাদের নিতে হয়, সেগুলো গুরুত্বপূর্ণ কারণ এটা যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে জড়িত করে।
গান ৮ এবং শেষ প্রার্থনা।
৩রা জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৭
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। জানুয়ারি মাসে যে-সাহিত্যাদি অর্পণ করতে হবে, সেগুলো উল্লেখ করুন।
২০ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা—৪র্থ ভাগ।” ১ অনুচ্ছেদের ওপর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করার পর, ২-৩ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে পাঁচ মিনিটের একটা নমুনা দেখান, যেখানে ছাত্র বা ছাত্রীকে একজন বাইবেল অধ্যয়ন পরিচালক দেখাচ্ছেন যে, কীভাবে অধ্যয়নের জন্য প্রস্তুত হতে হয়। নমুনাতে জ্ঞান বই অথবা চান ব্রোশার থেকে একটা অনুচ্ছেদ ব্যবহার করুন। প্রবন্ধের ২-৫ অনুচ্ছেদ প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করুন, নমুনা থেকে মুখ্য বিষয়গুলো তুলে ধরুন।
১৫ মিনিট: “সম্মেলন কার্যক্রমগুলো পুনরালোচনা করার নতুন ব্যবস্থা।” ৪ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। যদি ইতিমধ্যেই জানা থাকে, তা হলে আগামী সীমা সম্মেলন ও বিশেষ সম্মেলন দিন কার্যক্রমগুলোর তারিখ উল্লেখ করুন। যারা বাপ্তিস্ম নিতে চায়, তাদের আগে থেকে পরিচালক অধ্যক্ষকে তা জানানো উচিত।
গান ২৮ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।