পরিচর্যা সভার তালিকা
১০ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২২৩
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। কীভাবে ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি থেকে মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয় সেটার নমুনা দেখাতে, ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। একটা উপস্থাপনায় দেখান যে, সাক্ষি নন এমন একজন আত্মীয়র কাছে কীভাবে পত্রিকাগুলো অর্পণ করা যায়।
১৫ মিনিট: ‘বিশ্বাসের বাক্যে পোষিত।’a সময় থাকলে, উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়ুন এবং আলোচনা করুন।
২০ মিনিট: “একটা উপযোগী উপস্থাপনা ব্যবহার করার চেষ্টা করুন।” ইনসার্টের ৬ পৃষ্ঠার ওপর শ্রোতাদের সঙ্গে আলোচনা। মাসের জন্য যে-সাহিত্য অর্পণ করতে হবে সেটা দিয়ে এই উপস্থাপনাটা কীভাবে ব্যবহার করা যেতে পারে, সেই সম্বন্ধে দুটো নমুনা দেখান। প্রত্যেকটা নমুনায় প্রকাশককে এমন একটা শাস্ত্রপদ পড়তে বলুন, যেটা গৃহকর্তার দ্বারা উল্লেখিত উদ্বেগের সঙ্গে সম্পর্কযুক্ত।
গান ১৪৩ এবং শেষ প্রার্থনা।
১৭ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩৪
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: যুবক-যুবতীরা—তোমরা কি আধ্যাত্মিক অগ্রগতি করছ? ২০০৩ সালের ১লা এপ্রিল প্রহরীদুর্গ পত্রিকার ৮-১০ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীন বক্তৃতা দেবেন। বাস্তবধর্মী, অর্জন করা যায় এমন কিছু লক্ষ্যের বিষয় উল্লেখ করুন এবং নিজেদের জন্য নির্দিষ্ট আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করতে যুবক-যুবতীদের উৎসাহিত করুন।
২০ মিনিট: “উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা—৫ম ভাগ।”b ৪-৫ অনুচ্ছেদে উল্লেখিত ফাঁদগুলো কীভাবে এড়ানো যায়, সেই সম্বন্ধে একজন নতুন প্রকাশকের সঙ্গে আলোচনারত একজন অভিজ্ঞ শিক্ষকের একটা নমুনা অন্তর্ভুক্ত করুন।
গান ৭৮ এবং শেষ প্রার্থনা।
২৪শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬৩
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট। সংক্ষেপে “ভিসিডি-তে ভিডিও কার্যক্রমগুলো” নামক বাক্সটি পুনরালোচনা করুন।
১০ মিনিট: প্রশ্ন বাক্স। একটা বক্তৃতা।
২৫ মিনিট: “নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোকে যেভাবে ব্যবহার করা যায়।”c যে-প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করুন। উল্লেখ করুন যে, এই মাসের ইনসার্টের ৩-৫ পৃষ্ঠায় প্রকাশনাগুলোর জন্য যে-উপস্থাপনাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরা হবে। সারাবছর ধরে ব্যবহার করার জন্য ইনসার্টটি যত্ন করে রাখুন। প্রবন্ধটি বিবেচনা করার পর, ফ্রেব্রুয়ারি মাসে আমরা কীভাবে যিহোবার নিকটবর্তী হোন বইটি অর্পণ করতে পারি, তা আলোচনা করুন। দুটো উপস্থাপনার নমুনা দেখান। এগুলো ৩ পৃষ্ঠায় নমুনারূপে দেওয়া উপস্থাপনাগুলোর ওপর অথবা স্থানীয় এলাকায় কার্যকারী হবে এরকম অন্যান্য উপস্থাপনার ওপর ভিত্তি করে হতে পারে।
গান ২০০ এবং শেষ প্রার্থনা।
৩১শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৫৭
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জানুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে, কীভাবে ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ অথবা জানুয়ারি থেকে মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট: আপনি কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করছেন? প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৫ পুস্তিকাটির ভূমিকার ওপর ভিত্তি করে বক্তৃতা এবং শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রতিদিন শাস্ত্রপদ এবং মন্তব্যগুলো বিবেচনা করার জন্য সকলের কিছু সময় করে নেওয়ার প্রয়োজনের বিষয়টা আলোচনা করুন। শাস্ত্রপদ বিবেচনা করার জন্য তাদের তালিকা সম্বন্ধে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখুন। ২০০৫ সালের বার্ষিক শাস্ত্রপদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে শেষ করুন।
গান ১৮৪ এবং শেষ প্রার্থনা।
৭ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৯৭
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: নতুন ব্যক্তিদের ঈশ্বর ও প্রতিবেশীকে ভালবাসতে শিখতে সাহায্য করুন। ২০০৪ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ১৬ পৃষ্ঠার ৭-৯ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা। নতুন ব্যক্তিদের খ্রিস্টের শিষ্য হতে সাহায্য করার ক্ষেত্রে কীভাবে মণ্ডলীর প্রত্যেক সদস্যের ভূমিকা রয়েছে, তা উল্লেখ করুন।
২০ মিনিট: যিহোবা মঙ্গল করতে অস্বীকার করেন না। (গীত. ৮৪:১১) কিছু ভাই ও বোনের সাক্ষাৎকার নিন যারা বিভিন্ন পরীক্ষার মধ্যে বিশ্বস্ত থেকেছে। তারা কোন সমস্যাগুলোর মুখোমুখি হয়েছে? সেগুলো মোকাবিলা করতে কী তাদের সাহায্য করেছে? কোন আনন্দ এবং আশীর্বাদগুলো তারা লাভ করেছে?
গান ১০৪ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।