বিজ্ঞতার সঙ্গে আপনার সময় ব্যবহার করুন
১ যিহোবাকে খুশি করার ইচ্ছা আমাদেরকে আধ্যাত্মিক কাজকর্মের ওপর আমাদের জীবনকে কেন্দ্রীভূত করতে পরিচালিত করে। তাঁর বাক্য আমাদেরকে ‘প্রথমে তাঁহার রাজ্যের বিষয়ে চেষ্টা’ করতে এবং “যাহা যাহা ভিন্ন প্রকার [“বেশি গুরুত্বপূর্ণ,” NW], তাহা পরীক্ষা করিয়া চিনিতে” নির্দেশনা দেয়। (মথি ৬:৩৩; ফিলি. ১:১০) রাজ্যের বিষয়গুলোর জন্য আমরা কীভাবে সময় কিনে নিতে এবং কম গুরুত্বপূর্ণ কাজকর্মকে সেগুলোর নিজস্ব স্থানে রাখতে পারি?—ইফিষীয় ৫:১৫-১৭.
২ রাজ্যের কাজকর্মকে প্রথমে রাখুন: আপনার সময়ের তালিকা তৈরি করুন যাতে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে তা নষ্ট না হয়। কেউ কেউ মাসের শুরুতেই তাদের ক্যালেন্ডারে ক্ষেত্রের পরিচর্যার জন্য নির্দিষ্ট সময় পরিকল্পনা করে রাখে। এরপর অন্যান্য বিষয়কে সেই পরিকল্পনাগুলোতে ব্যাঘাত ঘটাতে না দেওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকে। সভাগুলো, ব্যক্তিগত অধ্যয়ন এবং সম্মেলনগুলোর জন্য সময় কিনে নেওয়ার ব্যাপারে একই বিষয় করা যেতে পারে। অনেকের এমন একটা দৈনিক তালিকা রয়েছে, যা বাইবেল পাঠ দিয়ে শুরু অথবা শেষ হয়। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন আর অন্যান্য বিষয়কে অপ্রয়োজনীয়ভাবে ব্যাঘাত ঘটাতে দেবেন না।—উপ. ৩:১; ১ করি. ১৪:৪০.
৩ জগৎ ভোগ করাকে সীমিত করুন: কিছু দেশে খেলাধূলা, চিত্তবিনোদন, আমোদপ্রমোদ, শখ এবং অন্যান্য বিষয়গুলো খুবই সহজসাধ্য। অনেকেই টেলিভিশন দেখে কিংবা কম্পিউটার ব্যবহার করে অত্যধিক সময় ব্যয় করে থাকে। কিন্তু, অবসর সময়ের কাজকর্মে এবং এই জগৎ যে-নতুন নতুন অভিনব সামগ্রী হাজির করে, সেগুলো নিয়ে মগ্ন থাকা নিঃসন্দেহে হতাশার দিকে নিয়ে যাবে। (১ যোহন ২:১৫-১৭) তাই, শাস্ত্র আমাদের পূর্ণমাত্রায় সংসার বা জগৎ ভোগ না করতে জোরালো পরামর্শ দেয়। (১ করি. ৭:৩১) সেই বিজ্ঞ পরামর্শে মনোযোগ দিয়ে আপনি যিহোবাকে দেখাতে পারেন যে, তাঁর উপাসনা আপনার জীবনে প্রথম স্থানে রয়েছে।—মথি ৬:১৯-২১.
৪ এই বর্তমান পরিস্থিতির জন্য অবশিষ্ট সময় শেষ হয়ে আসছে। যারা রাজ্যের বিষয়গুলোকে প্রথম স্থানে রাখে তারা সুখী হবে এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করবে। (হিতো. ৮:৩২-৩৫, NW; যাকোব ১:২৫, NW) তাই, আমরা যেন এই মূল্যবান সম্পদ, আমাদের সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করি।