কিভাবে সুযোগ কিনে নেবেন
১ যিহোবার সেবায় উপচিয়ে পড়া আমাদের ব্যস্ত রাখে! (১ করি. ১৫:৫৮) ব্যক্তিগতভাবে ও পরিবারগতভাবে অধ্যয়ন করা, প্রতিদিন বাইবেল পড়া, সভাগুলির জন্য প্রস্তুতি ও যোগদান করা এবং নিয়মিতভাবে ক্ষেত্র পরিচর্যায় অংশ নেওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে আমরা উপলব্ধি করি। অধ্যক্ষদের পালের দেখাশুনা করার দায়িত্বাদি রয়েছে এবং তারা মণ্ডলীর অন্যান্য কাজের যত্ন নিয়ে থাকেন। কারও কারও গুরুতর পারিবারিক দায়িত্বাদি অথবা অন্যদের প্রতি বিভিন্ন বাধ্যবাধকতা রয়েছে। সমস্ত কিছু সম্পূর্ণভাবে করার জন্য প্রত্যেকের ভারসাম্য রাখা এবং ব্যক্তিগত উত্তম বিন্যাসের প্রয়োজন।
২ অগ্রাধিকারের বিষয়গুলিকে স্থাপন করুন: ‘নিজেদের জন্য সুযোগ কিনে নেওয়ার’ ক্ষেত্রে সফলতা নির্ভর করে আমাদের বিচক্ষণতা এবং উত্তম বিচারের উপর। (ইফি. ৫:১৫, ১৬) আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে “বেশি গুরুত্বপূর্ণ জিনিস” কোন্গুলি এবং সেগুলিকে আমাদের অগ্রগণ্যতার তালিকার উর্দ্ধে রাখতে হবে। (ফিলি. ১:১০, NW) এক দম্পতি তাদের ঐশিক পরিবারকে এইভাবে বর্ণনা করেন: “আমরা সত্য দ্বারা আমাদের জীবনকে পূর্ণ করি . . . সত্য আমাদের জীবনের অংশ নয়, কিন্তু এটি হল আমাদের জীবন। অন্যান্য সবকিছুই একে কেন্দ্র করে আবর্তিত।” একজনের জীবনে যিহোবার উপাসনা ও সেবাকে প্রথম স্থান দেওয়া হল অত্যাবশ্যক।
৩ সময় নষ্ট করার বিষয়গুলিকে শনাক্ত করুন: একটি সপ্তাহে ১৬৮ ঘন্টা রয়েছে আর আমাদের প্রাপ্ত সময়কে, আমাদের বিজ্ঞের সাথে ব্যবহার করা প্রয়োজন। ঐশিক কার্যাবলীর জন্য যথেষ্ট সময় রাখতে আমাদের সময় নষ্ট করার বিষয়গুলিকে শনাক্ত এবং হ্রাস করার প্রয়োজন। একটি সমীক্ষা জানিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কেরা সপ্তাহে গড়ে ৩০ ঘন্টার বেশি সময় টিভি দেখে কাটায়! অন্যদের ক্ষেত্রে, বহু সময় ব্যয় হয় জাগতিক সাহিত্য পড়ে। কেউ কেউ হয়ত দেখে যে তারা অত্যধিক সময় ব্যয় করে সামাজিক কাজকর্ম, সখ, আমোদপ্রমোদ অথবা কমপিউটার সংক্রান্ত কিছু কাজে। আমাদের হয়ত আমাদের দৈনিক তালিকার উপর গভীর দৃষ্টি দেওয়ার প্রয়োজন এই বিষয়টি দেখার জন্য যে কিভাবে আমরা হয়ত আমাদের সময়কে উত্তমভাবে ব্যবহার করতে পারি। অপ্রয়োজনীয় কাজকর্মের জন্য আমরা কতটা সময় দেব তার সীমা নির্ধারণ করতে প্রজ্ঞার প্রয়োজন।
৪ একটি উত্তম তালিকা গড়ে তুলুন: আমাদের ব্যক্তিগত পরিস্থিতি যাইহোক না কেন, আমাদের প্রত্যেকেই আধ্যাত্মিক লক্ষ্যগুলির জন্য সময় কিনে নিতে পারি। কেউ কেউ দেখেছেন যে প্রত্যহ একটু আগে থেকে শুরু করতে পারা তাদের আরও বেশি কিছু সম্পাদন করতে সাহায্য করে। যদি আমরা কর্মস্থলে যাতায়াতের জন্য অথবা অন্যদের জন্য অপেক্ষা করে অনেকটা সময় ব্যয় করি, তাহলে আমরা হয়ত তার কিছুটা বাইবেল পড়ে, সভাগুলির জন্য প্রস্তুতি করে অথবা অডিও ক্যাসেটে সমিতির দ্বারা সরবরাহকৃত বিষয়বস্তু শুনে ব্যবহার করতে পারি। একত্রে অধ্যয়নের জন্য নিয়মিত, নির্দিষ্ট সময় পৃথকভাবে নির্ধারণ করে রাখার দ্বারা পরিবারগুলি প্রচুররূপে উপকৃত হয়। পারিবারিক অধ্যয়নে উপস্থিত থাকার জন্য যদি পরিবারের প্রতিটি সদস্য সময়ানুবর্তী হয়, তাহলে এটি প্রত্যেককেই কিছুটা অতিরিক্ত সময় দেয়।
৫ প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আমাদের আরও বেশি করে সচেতন হওয়া উচিত যে “সময় সঙ্কুচিত।” (১ করি. ৭:২৯) কিভাবে আমরা অবশিষ্ট মহামূল্যবান সময়কে ব্যবহার করি তার উপরই আমাদের জীবন নির্ভর করে। যদি আমরা সুযোগ কিনে নিই যাতে করে রাজ্যের আগ্রহকে প্রথম স্থানে রাখতে পারি তাহলে আমরা আশীর্বাদপ্রাপ্ত হব!—মথি ৬:৩৩.