আপনার সময়ের ব্যবহারের প্রতি ভাল করে লক্ষ রাখুন
১ সময় ও শ্রম-লাঘব যন্ত্রপাতির এই যুগে, আপাতদৃষ্টিতে মনে হয় যে, অনেকেরই আরও অনেক কিছু করার আছে আর সেগুলো করার জন্য তাদের কাছে অল্পই সময় রয়েছে। আপনি কি এক উত্তম আধ্যাত্মিক তালিকা বজায় রাখাকে কঠিন বলে মনে করেন? আপনি কি এমন ইচ্ছা পোষণ করেন যে, পরিচর্যার জন্য যদি আপনার আরও সময় থাকত? আমরা কীভাবে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে পারি?—গীত. ৯০:১২; ফিলি. ১:৯-১১.
২ যে-বিষয়গুলো আপনার সময় নষ্ট করে, সেগুলো শনাক্ত করুন: আমাদের সকলেরই, কীভাবে আমরা আমাদের সময় ব্যবহার করি, সেটা মাঝে মাঝে পরীক্ষা করা উচিত। বাইবেল আমাদের পরামর্শ দেয়: “তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।” (ইফি. ৫:১৫, ১৬) তথ্য প্রযুক্তিবিদ্যার অগ্রগতি যে-প্রতিদ্বন্দ্বিতাগুলো উপস্থিত করে, সেগুলো বিবেচনা করুন। যদিও কমপিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করা সুযুক্তিপূর্ণ কিন্তু সেগুলো এক ফাঁদ হয়ে উঠতে পারে, যদি কিনা আমরা আমাদের সময়ের ব্যবহারের ওপর ভাল করে লক্ষ রাখতে ব্যর্থ হই।—১করি. ৭:২৯, ৩১.
৩ আমাদের প্রত্যেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত: ‘আমি কি প্রতিদিন ই-মেইলের সেই বার্তাগুলো পড়তে অথবা উত্তর দিতে সময় কাটাই, যেগুলো শুধুই তুচ্ছকর? আমি কি প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে টেলিফোনে কথাবার্তা বলায় অথবা ইলেকট্রনিক বার্তাগুলো পাঠাতে রত থাকি? (১ তীম. ৫:১৩) আমি কি কোনোরকম উদ্দেশ্য ছাড়াই ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করি অথবা টেলিভিশন দেখার সময় লক্ষ্যহীনভাবে এক চ্যানেল থেকে আরেক চ্যানেল ঘুরাতে থাকি? ইলেকট্রনিক গেমগুলোর সঙ্গে জড়িয়ে পড়া কি আমার ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার সময় কেড়ে নিতে শুরু করেছে?’ এই ধরনের বিষয়গুলো ধূর্তভাবে আমাদের আধ্যাত্মিকতাকে নষ্ট করতে পারে।—হিতো. ১২:১১.
৪ বিজ্ঞের সঙ্গে সময় ব্যবহার করা: ইলেকট্রনিক যন্ত্রপাতি আমাদের সময় ও মনোযোগ উভয়ই কেড়ে নেয়। কমিউটার গেমগুলোর সঙ্গে সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছিল এমন একজন কিশোর স্বীকার করেছিল: “কখনও কখনও, আমি যখন পরিচর্যায় অথবা কোনো খ্রিস্টীয় সভায় যাওয়ার আগে খেলতাম, তখন আমার পক্ষে মনোযোগ দেওয়া খুব কঠিন বলে মনে হতো। আমি প্রায় সবসময়ই চিন্তা করতাম যে, বাড়ি ফিরে কীভাবে আমি কোনো নির্দিষ্ট একটা গেমের সমাধান করব। আমার ব্যক্তিগত অধ্যয়ন এবং নিয়মিত বাইবেল পাঠ ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। ঈশ্বরের সেবায় আমার আনন্দ হ্রাস পেতে শুরু করেছিল।” বিভিন্ন রদবদল করার দরকার আছে, সেটা উপলব্ধি করে সে তার সমস্ত কমপিউটার গেম মুছে ফেলেছিল। “সেটা সত্যিই কঠিন কাজ ছিল,” সে মনে করে বলে। “আমি যা ভেবেছিলাম এর চেয়ে আরও বেশি আমি গেমগুলোর প্রতি আসক্ত ছিলাম। কিন্তু, জয়ের এক গভীর অনুভূতিও আমি লাভ করেছিলাম কারণ আমি জানতাম যে, আমি আমার নিজের ভালর জন্যই এটা করেছি।”—মথি ৫:২৯, ৩০.
৫ যদি এমন ক্ষেত্রগুলো থাকে যেখানে রদবদল করার দরকার আছে, তা হলে হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে। অপ্রয়োজনীয় কাজকর্মগুলো থেকে আপনি কি আধঘন্টা সময় কিনে নিতে পারেন? এক বছরে পুরো বাইবেল পড়ে শেষ করতে আপনার প্রায় ওই সময়টুকুই দরকার। সেটা আধ্যাত্মিকভাবে কতই না পুরস্কারদায়ক হবে! (গীত. ১৯:৭-১১; ১১৯:৯৭-১০০) বাইবেল পড়ার, সভার জন্য প্রস্তুতি নেওয়ার এবং ক্ষেত্রের পরিচর্যার জন্য নির্দিষ্ট সময় আলাদা করে রাখুন। (১ করি. ১৫:৫৮) এটা করা আপনার সময় নষ্ট করে এমন বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে এবং ‘প্রভুর [“যিহোবার,” NW] ইচ্ছা কি, তাহা বুঝিতে’ আপনাকে সাহায্য করবে।—ইফি. ৫:১৭.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. আজকে সবজায়গার লোকেরা কোন কঠিন অবস্থার মুখোমুখি হয়ে থাকে?
২, ৩. তথ্য প্রযুক্তিবিদ্যা কোন প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত করে আর আমরা প্রত্যেকে কীভাবে এক আত্মপরীক্ষা করতে পারি?
৪. একজন কিশোর কোন রদবদল করেছিল এবং কেন?
৫. আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য আমরা কীভাবে সময় কিনে নিতে পারি আর তা করে আমরা কীভাবে উপকৃত হই?