ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/৯৮ পৃষ্ঠা ৩-৪
  • যিহোবার সেবাকে ভিত্তি করে আপনার জীবন গড়ে তুলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার সেবাকে ভিত্তি করে আপনার জীবন গড়ে তুলুন
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক ব্যবহারিক পারিবারিক তালিকা তৈরি করুন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অগ্রগামী পরিচর্যা—এটি কি আপনার জন্য?
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিবারগুলো, ঈশ্বরের মণ্ডলীর অংশ হয়ে তাঁর প্রশংসা করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাইবেল অধ্যয়নে—পুরোপুরি অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যেরা যেভাবে সহযোগিতা করতে পারেন
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/৯৮ পৃষ্ঠা ৩-৪

যিহোবার সেবাকে ভিত্তি করে আপনার জীবন গড়ে তুলুন

১ যীশু তাঁর শ্রোতাদের দুইধরনের গৃহ নির্মাণকারীদের সঙ্গে তুলনা করেছিলেন। প্রথমজন যীশুর আজ্ঞা মেনে জীবনযাপন করেছিল যা পাথরের উপর গৃহ নির্মাণ করার মতো ছিল আর সেইজন্য তা বিরোধ ও কঠিন পরিস্থিতির ঝড়কে মোকাবিলা করতে পেরেছিল। অন্যজন যীশুর আজ্ঞা না মেনে নিজের ইচ্ছামতো চলেছিল যা বালির উপর ঘর তৈরি করার মতো ছিল আর তাই যখন কঠিন পরিস্থিতির এসেছিল সে তার মোকাবিলা করতে পারেনি। (মথি ৭:​২৪-২৭) আজ আমরা এই বিধিব্যবস্থার শেষ সময়ে বাস করায় কষ্টকর পরিস্থিতির অনেক ঝড় আমাদের উপর দিয়ে বয়ে যায়। মহাক্লেশের কাল মেঘ চারিদিক ছেয়ে ফেলার জন্য এগিয়ে আসছে। আমরা কি দৃঢ় বিশ্বাসের সঙ্গে শেষ পর্যন্ত ধৈর্য ধরব? (মথি ২৪:​১৩, ২১) আজ কিভাবে আমরা আমাদের জীবন গড়ে তুলছি তার উপর তা অনেকটাই নির্ভর করে। তাই, দেরি না করে নিজেদেরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা খুবই জরুরি, ‘আমি কি ঈশ্বরের আজ্ঞা মেনে তাঁর সেবার উপর ভিত্তি করে আমার খ্রীষ্টীয় জীবনকে মজবুতভাবে গড়ে তুলছি?’

২ যিহোবার সেবাকে ভিত্তি করে আমাদের জীবন জীবন গড়ে তোলার অর্থ কী? এর অর্থ হল যিহোবাকে আমাদের জীবনে প্রথম স্থান দেওয়া। এর মধ্যে এটাও পড়ে যে আমরা আমাদের দৃষ্টি ঈশ্বরের রাজ্যের প্রতি রাখি আমাদের জীবনে যেটা প্রথম স্থানে আসে। এটা করার জন্য আমাদের রোজকার জীবনের সব কাজে ঈশ্বরের আজ্ঞা মেনে চলা জরুরি। আমাদের কাছ থেকে চাওয়া হয় যে আমরা মনপ্রাণ দিয়ে একাকী এবং পারিবার ও মণ্ডলীগতভাবে বাইবেল অধ্যয়ন করি ও ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিই। এই কাজগুলোকে আমাদের জীবনে প্রথম স্থান দিই। (উপ. ১২:১৩; মথি ৬:৩৩) এইরকম করে যদি আমরা আজ্ঞা মেনে চলতে থাকি তাহলে আমাদের বিশ্বাস পাথরের মতো শক্ত হবে আর তা যে কোন ঝড়ের আঘাতকে সামলাতে পারবে।

৩ এটা দেখা কতই না আনন্দের বিষয় যে যীশুর উদাহরণ অনুসরণ করে লক্ষ লক্ষ লোকেরা সম্পূর্ণ আস্থার সঙ্গে ঈশ্বরের সেবাকে ভিত্তি করে তাদের জীবন গড়ে তুলছেন ও তাদের ভবিষ্যৎ আশাকে এর উপরেই রেখেছেন। (যোহন ৪:⁠৩৪) ঐশিক কাজকর্মের জন্য তাদের একটা তালিকা থাকে আর যেটা মেনে চলায় তারা একেবারেই ঢিলে দেন না ফলে তারা প্রচুর আশীর্বাদও পান। এক দম্পতি জানিয়েছিলেন যে তারা তাদের দুই ছেলেকে এমনভাবে মানুষ করে তুলেছিলেন যাতে বড় হয়ে তারা যিহোবার সেবা করে। মা বলেন: “আমরা সত্যকে আমাদের জীবনে প্রথম স্থান দিয়েছিলাম​—⁠আমরা সমস্ত সম্মেলনগুলোতে যেতাম, সভাগুলোর জন্য ভালভাবে প্রস্তুতি করতাম ও সভাগুলোতে উপস্থিত থাকতাম আর নিয়মিত ক্ষেত্রের পরিচর্যায় যেতাম।” বাবা বলেছিলেন: “সত্য আমাদের জীবনের একটা অংশ নয় কিন্তু এটাই হল আমাদের জীবন। অন্য বিষয়গুলোর গুরুত্ব এর চেয়ে কম ছিল।” আপনিও কি একইভাবে যিহোবার সেবাকে আপনার জীবনে প্রথম স্থানে রেখেছেন?

৪ প্রত্যেক সপ্তার জন্য একটি কার্যকর তালিকা তৈরি করুন: যিহোরার সংগঠন সপ্তায় পাঁচটা সভার ব্যবস্থা করে আমাদেরকে একটা উত্তম আধ্যাত্মিক তালিকা মেনে চলতে সাহায্য করে। যে খ্রীষ্টানেরা যিহোবার উপাসনাকে ভিত্তি করে তাদের জীবন গড়ে তুলেছেন তারা তাদের জাগতিক কাজ ও পারিবারিক কাজকর্মগুলোর বন্দোবস্ত এমনভাবে করেন যাতে করে তারা ভীষণ গুরুত্বপূর্ণ সব সভাগুলোতে উপস্থিত থাকতে পারেন। তারা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তাদের সভায় নিয়মিত উপস্থিত হওয়াকে বাধা দিতে দেন না।​—⁠ফিলি. ১:১০; ইব্রীয় ১০:⁠২৫.

৫ পরিপক্ব খ্রীষ্টানের জানেন যে ঠিক যেমন রোজ ঠিক-ঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি, সেইরকমই নিজে ও পরিবার সমেত বাইবেল অধ্যয়নের জন্য একটা তালিকা তৈরি করা ও সময় বের করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে সব সভাগুলোর জন্য প্রস্তুতিও পড়ে। (মথি ৪:⁠৪) ব্যক্তিগত অধ্যয়নের জন্য আপনি কি প্রতিদিন অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিট সময় আলাদা করে নিতে পারেন? উপায়টা হল অধ্যয়নের জন্য বেছে নেওয়া সময়ে অন্য কোন কাজকে না আসতে দেওয়া। এটাকে একটা অভ্যাসে পরিণত করুন। এর জন্য হয়তো আপনাকে রোজ সকালে একটু আগে ঘুম থেকে উঠতে হবে। বিশ্বব্যাপী বেথেল পরিবারগুলোতে ১৭,০০০ জন সদস্য প্রতিদিন দৈনিকপাঠ করার জন্য সকালে ওঠেন। অবশ্য, সকালে একটু আগে উঠতে হলে রাতে ঠিক সময়ে শুয়ে পড়া দরকার যাতে পরের দিনটা আপনি সতেজ হয়ে শুরু করতে পারেন।

৬ আপনি যদি পরিবারের মস্তক হন, তাহলে আপনার পরিবারে ঐশিক কাজের তালিকা বানানো ও সেটাকে ঠিকভাবে চালানোর জন্য ব্যবস্থা নিন। কিছু পরিবার রাতের খাওয়ারের পর যখন তারা একটু নিশ্চিন্তে বসেন তখন একসঙ্গে বাইবেল, বর্ষপুস্তক (ইংরাজি) অথবা অন্য কোন প্রকাশনা পড়েন। অনেক বাবামা তাদের সন্তানদেরকে বড় হয়ে আধ্যাত্মিকভাবে শক্তিশালী খ্রীষ্টান হয়ে উঠতে দেখেছেন। তারা বলেন যে, তাদের এই সফলতায় পিছনে একটা বিষয় ছিল পরিবারের এই পারম্পারিক রীতি যেখানে তারা প্রত্যেক সপ্তাহে একটা সন্ধ্যায় গঠনমূলক আধ্যাত্মিক বিষয়গুলোকে একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন আর এতে তারা আনন্দ পেতেন। একজন পিতা যিনি এইরকম করতেন তিনি বলেছিলেন: “আমার মনে হয় যে আমাদের সন্তানদের আধ্যাত্মিক উন্নতির মূলে কারণটা ছিল প্রত্যেক বুধবার রাতে আমাদের পারিবারিক অধ্যয়ন করে চলা, যেটা আমরা প্রায় ৩০ বছর আগে শুরু করেছিলাম।” তাদের তিন ছেলেমেয়েই খুব অল্প বয়সে বাপ্তিস্ম নিয়েছিল আর পরে তিনজনই পূর্ণ-সময়ের পরিচর্যা শুরু করেছিল। পারিবারিক অধ্যয়ন ছাড়াও, আপনি ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা বা সভার অংশগুলোর মহড়া দিতে পারেন আর অন্যান্য কিছু গঠনমূলক কাজও একসঙ্গে মিলে উপভোগ করতে পারেন।

৭ আপনার সাপ্তাহিক তালিকায়, আপনি কি রাজ্য প্রচার করার জন্য ‘সুযোগ কিনে নিয়েছেন’? (কল. ৪:⁠৫) পারিবার ও মণ্ডলীর দায়িত্বগুলো পালন করে আমরা সকলেই খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটাই। যদি আমরা প্রত্যেক সপ্তাহে প্রচার ও শিক্ষাদানের কাজ করার জন্য ঠিক-ঠিক পরিকল্পনা না করি, তাহলে বাকি কাজগুলো সহজেই আমাদের এতখানি সময় নিয়ে নেবে যে আমরা প্রচারে যাওয়ার জন্য সময়ই পাব না। এক পশু ফার্মের মালিক বলেছিলেন যে: “১৯৪৪ সালের কাছাকাছি সময়ে আমি উপলব্ধি করেছিলাম যে একমাত্র একটা উপায়েই আমি প্রচারে বের হতে পারি আর তা হল যদি ক্ষেত্রের পরিচর্যার জন্য আমি একটা নির্দিষ্ট দিন ঠিক করে রাখি। আজ পর্যন্ত প্রচারে যাওয়ার জন্য সপ্তায় একটা দিন আমার আলাদা রাখা আছে।” একজন খ্রীষ্টীয় প্রাচীন দেখেছেন যে সাক্ষ্যদানের জন্য একটা তালিকা বানানোর কারণে তিনি প্রতি মাসে প্রচারে গড়ে প্রায় ১৫ ঘন্টা দিতে পারেন। যদি শনিবারে তাকে কোন কাজ করতে হতো, তাহলে তিনি তা সকালে প্রচারের পর করতেন। আপনি ও আপনার পরিবারের সদস্যেরা কি প্রতি সপ্তাহে প্রচারে যাওয়ার জন্য অন্তত একটা দিন আলাদা করে রাখেন আর এটা কি আপনার আধ্যাত্মিক জীবনের এক অঙ্গ হয়ে উঠেছে?​—⁠ফিলি. ৩:⁠১৬.

৮ আপনার জীবনযাপনের ধরণকে পরীক্ষা করুন: এমন কিছু বিষয় রয়েছে যেগুলো যিহোবার সেবাকে ভিত্তি করে আমাদের জীবন গড়ে তোলায় বাধা দিতে পারে। কখনও কখনও হঠাৎই এমন পরিস্থিতিগুলো এসে পড়ে যা আমাদের ভালভাবে পরিকল্পিত অধ্যয়ন, সভাগুলো ও প্রচারের তালিকাতে ব্যাঘাত ঘটায়। আর আমাদের বিপক্ষ, শয়তান “আমাদের বাধা” দিতে এবং আমাদের পরিকল্পনাগুলোকে ব্যর্থ করার জন্য সবরকম চেষ্টা করে। (১ থিষল. ২:১৮; ইফি. ৬:​১২, ১৩) এই বাধাগুলোতে নিরাশ হয়ে হার মেনে নেবেন না। ঐশিক কাজের জন্য আপনি যে তালিকা বানিয়েছেন সেই অনুযায়ী কাজ করার জন্য আপনাকে যে অদল-বদলই করতে হোক না কেন তা করুন। ভাল কাজ করার জন্য অটল ইচ্ছা ও অধ্যবসায় খুবই প্রয়োজন।

৯ আমাদের সতর্ক থাকা দরকার যাতে মন্দ জাগতিক প্রভাব এবং আমাদের অসিদ্ধ শরীর আমাদেরকে আধ্যাত্মিক কাজগুলো ছেড়ে অন্য কোন কাজ করতে জোর না করে যাতে আমাদের সময় ও মনোযোগ দুটোই শেষ হয়ে যায়। এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে আমাদের নিজেদের পরীক্ষা করা দরকার যেমন: ‘আমার জীবন কি আস্তে আস্তে ভারসাম্য হারিয়ে ফেলে বিক্ষিপ্ত হয়ে পড়ছে? আমি কি আমার জীবন এই জগতের বিষয়গুলোর উপর ভিত্তি করে গড়ে তুলেছি যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে? (১ যোহন ২:​১৫-১৭) আধ্যাত্মিক বিষয়গুলোর তুলনায় আমি আমার ব্যক্তিগত কাজকর্মের পিছনে কতটা সময় কাটাই যেমন ভ্রমণ করে, খেলাধূলায় বা টি.ভি. আর ইন্টারনেট দেখে?

১০ যদি আপনার মনে হয় যে আপনার জীবন অপ্রয়োজনীয় কাজগুলোতে ভরে গিয়েছে, তাহলে আপনার কী করা উচিত? ঠিক যেমন পৌল প্রার্থনা করেছিলেন যে তার ভাইরা যেন “পরিপক্ব” হন অথবা নিজেদের “পুনর্বিন্যাস” করে, সেইরকমই আপনিও যিহোবার সাহায্যের জন্য প্রার্থনা করুন না কেন যাতে আপনি আবার তাঁর সেবার উপর ভিত্তি করে আপনার জীবন গড়ে তুলতে পারেন? (২ করি. ১৩:​৯, ১১, পাদটীকা, NW) তাহলে আপনার এই সংকল্পে অটল থাকুন আর প্রয়োজনীয় রদবদলগুলো করুন। (১ করি. ৯:​২৬, ২৭) যিহোবা আপনাকে সাহায্য করবেন যাতে করে তাঁর আজ্ঞা মেনে তাঁকে সেবা করার সময় আপনি ডানদিকে অথবা বামদিকে না ফেরেন।​—⁠যিশাইয় ৩০:​২০, ২১ পদের সঙ্গে তুলনা করুন।

১১ খুশি মনে যিহোবার সেবায় নিজেকে ব্যস্ত রাখুন: লক্ষ লক্ষ লোকেরা মরিয়া হয়ে সুখ খুঁজে বেরান কিন্তু জীবন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা জানতে পারেন যে, যে বিষয়গুলোর পিছনে তারা ছুটেছিলেন সেগুলো থেকে তারা স্থায়ী সুখ পাননি। তা কেবল “বায়ুভক্ষণ মাত্র” ছিল। (উপ. ২:১১) অন্যদিকে, আমরা যখন যিহোবার সেবাকে ভিত্তি করে আমাদের জীবন গড়ে তুলি, তাঁকে ‘নিয়ত আমাদের সম্মুখে রাখি,’ আমরা গভীর সন্তুষ্টি লাভ করি। (গীত. ১৬:​৮, ১১) আর এইরকমই ঘটে কারণ যিহোবাই আমাদেরকে জীবন দিয়েছেন। (প্রকা. ৪:১১) উদ্দেশ্য পূর্ণকারী মহান ঈশ্বর যিহোবা ছাড়া জীবনের কোন অর্থই নেই। যিহোবাকে সেবা করার সময় আমারা ভাল ও উদ্দেশ্যপূর্ণ কাজে নিজেদের ব্যস্ত রাখি যা আমাদের ও সেইসঙ্গে অন্যদের সবসময়ের জন্য, হ্যাঁ, অনন্তকালের জন্য উপকার নিয়ে আসে।

১২ গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমরা যেন আত্মতৃপ্ত হয়ে না পড়ি এবং এক মুহূর্তের জন্যও যেন ভুলে না যাই যে শয়তানের জগৎ খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যৎকে আমরা কিভাবে দেখি তার প্রভাব আমাদের রোজকার জীবনে পড়ে। নোহের দিনের লোকেরা বিশ্বাস করেনি যে পুরো পৃথিবী জুড়ে জলপ্লাবন হবে। তারা ভোজন পান ও বিবাহ করায় আর তাদের নিজেদের কাজগুলো নিয়ে এতই ব্যস্ত ছিল যে তারা “বুঝিতে পারিল না,” যতক্ষণ পর্যন্ত না বন্যা এসে “সকলকে ভাসাইয়া লইয়া গেল।” (মথি ২৪:​৩৭-৩৯) আজকে, যারা এই জগতের জন্য জীবনযাপন করেন তারা তাদের চোখের সামনে এই তাদের ভবিষ্যৎকে ধ্বংস হয়ে যেতে দেখবেন যখন ‘ঈশ্বরের সেই দিন’ আসবে আর তা এতখানিই ধ্বংসাত্মক হবে যা মানুষ আজ পর্যন্ত দেখেনি।​—⁠২ পিতর ৩:​১০-১২.

১৩ সুতরাং, আপনার জীবনকে জীবন্ত ঈশ্বর যিহোবার সেবার উপর ভিত্তি করে গড়ে তুলুন ও তাঁর ইচ্ছা পালন করুন। আজ যিহোবার সেবায় আপনার জীবনকে লাগিয়ে আপনি আস্থা রাখতে পারেন যে এর চেয়ে ভাল জীবন আর হতে পারে না আর যিহোবা আপনাকে যে কোন ভাবে এর ফল দেবেন। তিনি মিথ্যা কথা বলতে পারেন না​—⁠তিনি তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করবেন। (তীত ১:⁠২) তিনি অনাদি-অনন্ত​—⁠যিহোবার কাছে যা কিছু গচ্ছিত আছে তা হারাবে না। (ইব্রীয় ১:১২; ২ তীম. ১:১২) আজ্ঞা মেনে আর বিশ্বাস দেখিয়ে আমরা এখন যে জীবন গড়ে তুলছি তা কেবল জীবনের আরম্ভমাত্র, যে জীবনে আমরা খুশি মনে আমাদের সুখী ঈশ্বরের সেবা অনন্তকাল ধরে করে চলব!​—⁠১ তীম. ১:১১; ৬:⁠১৯.

[৩ পৃষ্ঠার ব্লার্ব]

“সত্য আমাদের জীবনের অংশ নয়, এটি হল আমাদের জীবন। অন্য বিষয়গুলোর গুরুত্ব এর চেয়ে কম।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার