এক ব্যবহারিক পারিবারিক তালিকা তৈরি করুন
১ পর্বতেদত্ত উপদেশে, যিশু তাঁর শ্রোতাদের জোরালোভাবে পরামর্শ দিয়েছিলেন: “কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর।” (মথি ৬:৩৩) আধ্যাত্মিক বিষয়গুলোকে যেন অগ্রাধিকার দেওয়া যায়, সেইজন্য পরিবারের কাজকর্মের পরিকল্পনা করার এক ব্যবহারিক উপায় হল, একটা লিখিত তালিকা থাকা। এই ইনসার্টের ৬ পৃষ্ঠায় ফাঁকা তালিকাটা ব্যবহার করে আপনার নিজস্ব সাপ্তাহিক পারিবারিক তালিকা তৈরি করার জন্য কয়েক মিনিট সময় করে নিন। পারিবারিক প্রকল্প হিসেবে, কেউ কেউ হয়তো এগুলোকে কেটে তালিকায় জুড়ে রাখতে চাইবে। অন্যরা হয়তো কাজকর্মের মধ্যে তা লিখে রাখতে চাইবে।
২ আপনার তালিকা তৈরি করার সময় নীচে দেওয়া নমুনা তালিকাটা হয়তো সাহায্যকারী হতে পারে। আপনি লক্ষ করবেন যে, এটা কেবলমাত্র চারটে মৌলিক কাজকে অন্তর্ভুক্ত করে: (১) খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিতি, (২) পারিবারিক ক্ষেত্রের পরিচর্যা, (৩) পারিবারিক অধ্যয়ন এবং (৪) দৈনিক শাস্ত্রপদ বিবেচনা। এই বিষয়গুলো আপনার তালিকায় অন্তর্ভুক্ত করা আপনাকে “যাহা যাহা ভিন্ন প্রকার [“বেশি গুরুত্বপূর্ণ,” NW], তাহা পরীক্ষা করিয়া চিনিতে” সাহায্য করতে পারে। (ফিলি. ১:১০) এই চারটে ক্ষেত্র সম্বন্ধে ৪-৫ পৃষ্ঠায় আরও প্রস্তাবনা রয়েছে।
৩ আপনার পারিবারিক তালিকা কেবলমাত্র এই চারটে কাজেই সীমাবদ্ধ হবে না। আপনি যদি পরিবারগতভাবে নির্দিষ্ট সভাগুলোর জন্য প্রস্তুত করেন, তা হলে আপনার তালিকায় সেটা নোট করে রাখুন। দৈনিক শাস্ত্রপদ বিবেচনা করার পর অথবা অন্য কোনো সময়ে আপনি যদি বাইবেলের কোনো একটা অংশ একত্রে পড়েন, তা হলে সেটা তালিকায় নির্দেশ করুন। আপনি যদি কোনো ধরনের পারিবারিক বিনোদনে রত হয়ে থাকেন, তা হলে আপনি হয়তো সেটাও আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।
৪ পরিবারের সকলের প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী আপনার পারিবারিক তালিকাকে উপযোগী করে তুলুন। তালিকাটা কতখানি ফলপ্রসূ হচ্ছে, তা মাঝে মাঝে মূল্যায়ন করে দেখুন এবং প্রয়োজনীয় রদবদল করুন।
[৩ পৃষ্ঠার তালিকা]
নমুনা পারিবারিক তালিকা
সকাল দুপুর সন্ধ্যা
রবি দৈনিক শাস্ত্রপদ
জনসাধারণের বক্তৃতা এবং
প্রহরীদুর্গ অধ্যয়ন
সোম দৈনিক শাস্ত্রপদ পারিবারিক অধ্যয়ন
মঙ্গল দৈনিক শাস্ত্রপদ মণ্ডলীর
বই অধ্যয়ন
বুধ দৈনিক শাস্ত্রপদ
বৃহস্পতি দৈনিক শাস্ত্রপদ ঐশিক
পরিচর্যা বিদ্যালয়
এবং পরিচর্যা
সভা
শুক্র দৈনিক শাস্ত্রপদ
শনি দৈনিক শাস্ত্রপদ
পারিবারিক ক্ষেত্রের
পরিচর্যা
(পত্রিকা দিবস)
[৬ পৃষ্ঠার তালিকা]
পারিবারিক তালিকা
সকাল দুপুর সন্ধ্যা
রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র
শনি
..................................................................
দৈনিক দৈনিক দৈনিক দৈনিক দৈনিক দৈনিক দৈনিক
শাস্ত্রপদ শাস্ত্রপদ শাস্ত্রপদ শাস্ত্রপদ শাস্ত্রপদ শাস্ত্রপদ শাস্ত্রপদ
জনসাধারণের ঐশিক মণ্ডলীর পারিবারিক পারিবারিক পারিবারিক পারিবারিক
বক্তৃতা এবং পরিচর্যা বই অধ্যয়ন ক্ষেত্রের বাইবেল বিনোদন
প্রহরীদুর্গ বিদ্যালয় অধ্যয়ন পরিচর্যা পাঠ
অধ্যয়ন এবং
পরিচর্যা সভা