পারিবারিক তালিকা—দৈনিক শাস্ত্রপদ
১ প্রেমময় বাবামায়েরা তাদের সন্তানদের প্রতিদিন পুষ্টিকর খাবার জোগানোর জন্য অনেক প্রচেষ্টা করে থাকে। ঈশ্বরের বাক্য থেকে তাদের আধ্যাত্মিক পুষ্টি জোগানো এমনকি আরও বেশি গুরুত্বপূর্ণ। (মথি ৪:৪) যে-একটা উপায়ে আপনি আপনার সন্তানদের স্বাস্থ্যকর আধ্যাত্মিক ক্ষুধাকে বাড়াতে এবং ‘পরিত্রাণের জন্য বৃদ্ধি পাইতে’ সাহায্য করতে পারেন, তা হল পরিবারগতভাবে দৈনিক শাস্ত্রপদ এবং মন্তব্যগুলো বিবেচনা করার জন্য প্রতিদিন সময় করে নিয়ে। (১ পিতর ২:২) কখন আপনি এটাকে আপনার পারিবারিক তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন?
২ খাবারের সময়গুলোতে: শাস্ত্রপদের আলোচনা দিয়ে আপনার দিন শুরু করা আপনার পরিবারকে সারাদিন যিহোবাকে মনে রাখতে সাহায্য করতে পারে। (গীত. ১৬:৮) একজন মা তার ছেলে যখন সকালের জলখাবার খায়, সেই সময়ে তার সঙ্গে দৈনিক শাস্ত্রপদসহ মন্তব্যগুলো পড়া ও আলোচনা করার এবং সে স্কুলে যাওয়ার আগে তার সঙ্গে প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা তাকে দেশভক্তির ব্যাপারে নিরপেক্ষ থাকতে, অনৈতিক প্রলোভনগুলোকে প্রতিরোধ করতে এবং ছাত্র ও শিক্ষক উভয়ের কাছে সাহসের সঙ্গে সাক্ষ্যদান করতে শক্তিশালী করেছিল। যদিও স্কুলে সে একাই সাক্ষি ছিল, তবুও সে কখনো নিজেকে একা মনে করেনি।
৩ সকালে শাস্ত্রপদটি আলোচনা করা যদি ব্যবহারিক না হয়, তা হলে আপনি হয়তো পরিবারগতভাবে দিনের অন্য কোনো সময়, হতে পারে রাতের খাবারের সময় তা বিবেচনা করতে পারেন। এ ছাড়া কেউ কেউ এই সময়ে, ক্ষেত্রের পরিচর্যার বিভিন্ন অভিজ্ঞতা এবং তাদের ব্যক্তিগত বাইবেল পাঠ করা থেকে যে-বিষয়গুলো তাদের ভাল লেগেছে, সেগুলোও আলোচনা করে। অনেকে আনন্দের সঙ্গে রাতের খাবারের সময়গুলোকে সবচেয়ে আনন্দের সময় বলে স্মরণ করে, যা তারা পরিবারগতভাবে একসঙ্গে কাটিয়েছে।
৪ রাতে: কিছু পরিবারের কাছে, দৈনিক শাস্ত্রপদটি বিবেচনা করার সবচেয়ে ভাল সময় হল রাতে ঠিক ঘুমাতে যাওয়ার আগে। এ ছাড়া, এটা একসঙ্গে প্রার্থনা করারও একটা উত্তম সময় হতে পারে। আপনার সন্তানরা যখন আপনাকে প্রতিদিন যিহোবা সম্বন্ধে বলতে এবং তাঁর কাছে প্রার্থনা করতে শোনে, তখন তিনি তাদের কাছে বাস্তব ব্যক্তি হয়ে ওঠেন।
৫ প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটি সদ্ব্যবহার করে আপনার সন্তানদের মধ্যে সত্যকে গেঁথে দেওয়ার জন্য আপনার প্রচেষ্টায় যিহোবা যেন আশীর্বাদ করেন।