খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে উপকৃত হচ্ছেন?
আপনার দৈনন্দিন আধ্যাত্মিক তালিকার মধ্যে কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকা থেকে সেই দিনের বাইবেলের পদ ও মন্তব্য পড়া অন্তর্ভুক্ত? যদি না হয়ে থাকে, তা হলে আপনি কি এটাকে আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন? অনেকে দিনের শুরুতেই শাস্ত্রপদ পড়ে থাকে, যাতে তারা তাদের দৈনন্দিন কাজ করার সময় সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারেন। (যিহো ১:৮; গীত ১১৯:৯৭) কীভাবে আপনি শাস্ত্রপদ পড়ার মাধ্যমে আরও বেশি উপকৃত হতে পারেন? পটভূমি বোঝার জন্য বাইবেলের পদের প্রসঙ্গটা পড়ুন। এই পদে যে-নীতি তুলে ধরা হয়েছে, সেই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাইবেলের কোনো বিবরণ নিয়ে চিন্তা করার চেষ্টা করুন। এরপর, সেই নীতি আপনার নিজের জীবনে কাজে লাগান। আপনি যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেবেন, তখন তা আপনার জীবনকে নির্দেশনা দেবে এবং আপনি সত্যিই উপকৃত হবেন।—গীত ১১৯:১০৫.
বিশ্বব্যাপী বেথেল পরিবারগুলো দিনের কাজকর্ম শুরু করার আগে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকা বিবেচনা করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে, এই আলোচনাগুলোর বেশিরভাগই JW ব্রডকাস্টিং-এ কার্যক্রম ও বিশেষ উপলক্ষ্য বিভাগের অধীনে পোস্ট করা হয়েছে। শেষ কবে আপনি এখান থেকে এক বা একাধিক প্রোগ্রাম দেখে উপকৃত হয়েছেন? কোনো কোনো বিষয়বস্তু হয়তো আপনার জন্য একেবারে সময়োপযোগী। উদাহরণ স্বরূপ, লোটের বিবরণ কীভাবে আপনার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে পারে?
তোমরা জগৎকে প্রেম কোরো না (১যোহন ২:১৫) শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
এই সকালের উপাসনায়, বাইবেলের কোন নীতির উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে?
কীভাবে লোটের বিবরণ জগৎ ও জগতের বিষয়গুলোকে প্রেম করার বিপদ সম্বন্ধে তুলে ধরে?—আদি ১৩:১২; ১৪:১২; ১৯:৩, ১২, ১৩, ২৪-২৬
কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা যিহোবাকে প্রেম করি, জগৎ ও জগতের বিষয়গুলোকে নয়?
সারা দিন ধরে কীভাবে আমি দেখাতে পারি যে, আমি যিহোবার বাক্যকে মূল্যবান বলে মনে করি?