প্রতিদিন যিহোবার বাক্য পড়ুন!
১ প্রত্যেকটা নতুন দিন আপনার বিশ্বাসের জন্য নতুন সমস্যা নিয়ে হাজির হয়। হয়তো তোমার বন্ধু তোমাকে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার জন্য চাপ দিতে পারে। তোমার শিক্ষক চান যে তুমি ভালভাবে লেখাপড়া করে অনেক বড় হও কিংবা আপনার মালিক হয়তো চান যে আপনি বেশি সময় কাজ করুন। আপনার স্বাস্থ্য হয়তো ভাঙতে শুরু করেছে। যদিও এই পরীক্ষাগুলো যে কোন সময়ে আপনার কাছে এসে হাজির হতে পারে কিন্তু আপনি একা নন। যিহোবা আপনাকে বুদ্ধি যোগাবেন যাতে আপনি এগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারেন। আর এই বুদ্ধি পাওয়ার একটা উপায় হল শাস্ত্র পরীক্ষা করা থেকে প্রতিদিন বাইবেলের পদ ও মন্তব্যগুলো পড়া এবং আলোচনা করা। এটা করে আপনি রোজ যিহোবার বাক্যকে আপনার মনে গেঁথে নেন। আপনি কি এই ব্যবস্থাকে মেনে চলেন?
২ সাহায্য রয়েছে: যিশাইয় ৩০:২০ পদ বলে যে যিহোবা হলেন ‘[মহান] শিক্ষক’ আর আমরা তাঁর দাসেরা বিনা দ্বিধায় তাঁর কাছে সাহায্য চাইতে পারি। যিহোবা আপনাকে ততখানি সাহায্য নিশ্চয়ই করবেন যাতে আপনি আপনার বিশ্বাসের জন্য আসা সমস্যাগুলোর মোকাবিলা করতে পারেন। কীভাবে? পরের পদ জানায়: “তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে, এই পথ, তোমরা এই পথেই চল।” আজকে যিহোবা তাঁর “বাণী” বাইবেল ও ‘বিশ্বস্ত দাসের’ দ্বারা প্রস্তুত বইপত্র ও পত্রিকার মাধ্যমে আমাদের কাছে পাঠান। (মথি ২৪:৪৫) শুধু প্রহরীদুর্গ এর প্রবন্ধগুলোতেই প্রচুর প্রজ্ঞা রয়েছে আর সেগুলো খ্রীষ্টীয় জীবনের প্রায় প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করে। তাই যখন আমরা শাস্ত্র পরীক্ষা করা-তে দেওয়া প্রহরীদুর্গ এর অনুচ্ছেদগুলো পড়ি তখন তা আমাদের মধ্যে জ্ঞানের ভাণ্ডার গড়ে তুলতে সাহায্য করে আর সব রকমের পরীক্ষার মোকাবিলা করার জন্য সেগুলো নির্ভুলভাবে কাজে আসে।—যিশা. ৪৮:১৭.
৩ সময় করে নিন: যদিও সকালবেলাটা খুবই ব্যস্ততার সময়, তবুও এক বোন সকালে তার ছেলে যখন জলখাবার খায় সেই সময়ে ছেলের সঙ্গে প্রতিদিনের শাস্ত্রপদ ও তার ওপর করা মন্তব্য পড়েন ও একটু আলোচনা করেন। স্কুলে যাওয়ার আগে এই আলোচনা ও প্রার্থনার সবকিছু সেই ছেলে মনে রাখে। আর এটা তাকে এতটাই শক্তি যুগিয়েছে যে সে যৌনতার ফাঁদকে এড়িয়ে চলেছে, দেশভক্তির ব্যাপারে নিরপেক্ষ থেকেছে এবং ছাত্র ও শিক্ষকদের কাছে সাহসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে। যদিও স্কুলে সে একাই সাক্ষি ছিল, সে কখনও নিজেকে একা মনে করেনি।
৪ সঠিক পথে চলা ও সমস্যার মোকাবিলা করার জন্য যিহোবা ও তাঁর বাক্য থেকে শিখুন। আপনি যদি তা করেন, তাহলে ঈশ্বরের সঙ্গে আপনার এক কাছের সম্পর্ক গড়ে উঠবে যেমন দুজন প্রিয় বন্ধুর মধ্যে গড়ে ওঠে। তাই প্রতিদিন তাঁর বাক্য পড়ুন! যেমন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ব্যক্তিরা পড়েন। আর তাহলে একদিন আপনিও দেখবেন যে আপনার চোখ আপনার ‘[মহান] শিক্ষককে দেখিতে পাইতেছে।’