ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৫ পৃষ্ঠা ২
  • পরিচর্যা সভার তালিকা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যা সভার তালিকা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • ১২ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ১৯শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২৬শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
  • ২রা জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৫ পৃষ্ঠা ২

পরিচর্যা সভার তালিকা

১২ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৩২

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (আপনার এলাকায় যদি উপযুক্ত হয়) কীভাবে অক্টোবর - ডিসেম্বর সচেতন থাক! এবং ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকা অর্পণ করতে হয়, সেটার নমুনা দেখাতে ব্যবহার করুন। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। প্রতিটা নমুনার পর, উপস্থাপনায় কীভাবে সহজেই একটি শাস্ত্রপদ ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে মন্তব্য করুন।

১৫ মিনিট: “যে-বিদ্যালয় আমাদের এক ব্যবহারিক উপায়ে প্রয়োগ করতে সাহায্য করে।” বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ২০০৫ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

২০ মিনিট: “যে-শিক্ষা জীবনের দিকে পরিচালিত করে।”a ঐশিক শিক্ষা থেকে তারা কীভাবে উপকৃত হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখুন।

গান ১০১ এবং শেষ প্রার্থনা।

১৯শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ১৬০

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ২৫শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারিতে ক্ষেত্রের পরিচর্যার বিশেষ ব্যবস্থা সম্বন্ধে উল্লেখ করুন।

১৫ মিনিট: “ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠মানিয়ে নেওয়ার মাধ্যমে।”b একজন প্রকাশক কীভাবে তার উপস্থাপনাকে গৃহকর্তার মন্তব্যের ওপর ভিত্তি করে খাপ খাইয়ে নিতে পারেন, সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত নমুনা দেখান।

২৫ মিনিট: “আপনার নাবালক সন্তান কি এক পরিপক্ব সিদ্ধান্ত নিতে পারে?”c একজন প্রাচীন বিষয়টা পরিচালনা করবেন। একজন যোগ্য ভাইকে জোরে জোরে প্রত্যেকটা অনুচ্ছেদ পড়তে বলুন। উল্লেখিত সমস্ত শাস্ত্রপদ আলোচনা করুন। ২ অনুচ্ছেদ আলোচনার পর, ১৯৯২ সালের ১লা মে প্রহরীদুর্গ পত্রিকার ১৩-১৪ পৃষ্ঠার ১৬-১৭ অনুচ্ছেদ এবং বাক্সে উল্লেখিত দুজন অল্পবয়সি যুবকের পরিস্থিতি তুলনা করুন। উপসংহারে বাবামাদের সেই প্রহরীদুর্গ পত্রিকার পুরো প্রবন্ধটি পুনরালোচনা করতে এবং রক্ত সম্বন্ধে বাইবেলভিত্তিক আদেশের বিষয়ে অবিলম্বে আলোচনা ও অনুশীলন করতে উৎসাহ দিন, যাতে সন্তানরা দৃঢ়প্রত্যয়ের সঙ্গে তাদের বিশ্বাস প্রকাশ করতে সজ্জীভূত হয়। পরিবারের মস্তকের নিশ্চিত হওয়া উচিত যে, প্রত্যেক বাপ্তাইজিত সন্তানের সঙ্গে একটা DPA কার্ড রয়েছে এবং প্রত্যেক অবাপ্তাইজিত সন্তানের আইডেনটিটি কার্ড রয়েছে। যখনই কেউ হাসপাতালে ভরতি হয় এবং রক্তগ্রহণের বিষয়টা উত্থাপিত হয়, তখন সহযোগিতার জন্য প্রাচীনদের উচিত স্থানীয় হসপিটাল লিয়েইজন কমিটির সঙ্গে যোগাযোগ করা।

গান ৫৬ এবং শেষ প্রার্থনা।

২৬শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু

গান ৮৫

১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। প্রকাশকদের ডিসেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। যদি আপনার মণ্ডলী নতুন বছরের জন্য সভার সময় পরিবর্তন করে, তা হলে নতুন সময় ঘোষণা করুন। জানুয়ারি মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন এবং প্রস্তাবিত উপস্থাপনাগুলো কোথায় রয়েছে, তা উল্লেখ করুন।

১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।

২০ মিনিট: প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকা তুলে ধরুন। পত্রিকা অর্পণ বৃদ্ধির জন্য ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় দেওয়া পরামর্শগুলো পুনরালোচনা করুন। চলতি সংখ্যার পত্রিকাগুলোর আগ্রহজনক বিষয়গুলো আলোচনা করুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো (যদি আপনার এলাকার জন্য উপযুক্ত হয়) ব্যবহার করে, কীভাবে ১লা জানুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। অন্যান্য বাস্তবধর্মী উপস্থাপনা ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকটা উপস্থাপনায় ব্যাখ্যা করুন যে, কীভাবে আমাদের শিক্ষামূলক কাজে অর্থ জোগানো হয়।​—⁠প্রহরীদুর্গ পত্রিকার ২ পৃষ্ঠা অথবা সচেতন থাক! পত্রিকার ৫ পৃষ্ঠা দেখুন।

গান ১১৬ এবং শেষ প্রার্থনা।

২রা জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু

গান ৫

নোট: সীমা অধ্যক্ষের পরিদর্শন না থাকলে মণ্ডলীগুলো ২রা জানুয়ারি সপ্তাহের তাদের পরিচর্যা সভার কোনো পরিবর্তন করবে না। প্রত্যেকটা মণ্ডলীতে তালিকা অনুযায়ী পরিচর্যা সভায় সম্মেলনের ইনসার্টটি বিবেচনা করা উচিত। যদি সেই সপ্তাহে সীমা সম্মেলন থাকে, তা হলে বই অধ্যয়ন অধ্যক্ষদের তাদের নিয়মিত নির্ধারিত বই অধ্যয়নে সম্মেলনের স্থান এবং তারিখ ঘোষণা করা উচিত।

৫ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।

১৫ মিনিট: “আমাদের বাইবেলভিত্তিক সাহিত্যাদি বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন।”d ২০০২ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠার মন্তব্য অন্তর্ভুক্ত করুন।

২৫ মিনিট: “যিহোবার সাক্ষিদের ২০০৬ সালের ‘মুক্তি সন্নিকট’ জেলা সম্মেলন।”e মণ্ডলীর সচিব পরিচালনা করবেন। ১ অনুচ্ছেদ আলোচনা করার পর, কোন মণ্ডলী কোন সম্মেলনে যোগ দেবে সেই বিষয়ে ২০০৫ সালের ১৫ই ডিসেম্বরের চিঠিটা পড়ুন। যত তাড়াতাড়ি সম্ভব সম্মেলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে সকলকে উৎসাহিত করুন।

গান ৪৮ এবং শেষ প্রার্থনা।

[পাদটীকাগুলো]

a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার