পরিচর্যা সভার তালিকা
৯ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১০
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। যেকোনো একটা উপস্থাপনায় দেখান যে, প্রকাশক ব্যবসায়ী এলাকায় সাক্ষ্যদান করছেন।
১৫ মিনিট:“বাইবেল শিক্ষা দেয় বইটি—আমাদের প্রধান বাইবেল অধ্যয়ন সহায়ক।”a নতুন বইটি দিয়ে বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য আগ্রহ জাগিয়ে তুলুন।
২০ মিনিট:“বাইবেল শিক্ষা দেয় বইটি দিয়ে যেভাবে অধ্যয়ন শুরু করা যায়।” ইনসার্টের ৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে কয়েকটা নমুনাসহ শ্রোতাদের সঙ্গে আলোচনা। যারা আগ্রহ দেখায়, তাদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব বাইবেল অধ্যয়ন শুরু ও পরিচালনা করার জন্য আমরা বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করা শুরু করতে পারি। পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কীভাবে (১) ৪-৫ পৃষ্ঠা, (২) ৬ পৃষ্ঠা এবং (৩) ৭ পৃষ্ঠায় প্রথম অনুচ্ছেদটি ব্যবহার করা যায়, তা দেখানোর জন্য ভালভাবে প্রস্তুত করা তিনটে নমুনা দেখানোর ব্যবস্থা করুন। আগে থেকে প্রত্যেকটা উপস্থাপনার মুখ্য বিষয়গুলো তুলে ধরুন এবং পরে তা পুনরালোচনা করুন। বাইবেল শিক্ষা দেয় বইটির অনুচ্ছেদগুলো বিবেচনা করাকে প্রয়োজনমতো সংক্ষিপ্ত করা যেতে পারে। প্রত্যেকটা নমুনার শেষে প্রকাশক পরবর্তী সাক্ষাতের ব্যবস্থা করে আসছেন, তা দেখান।
গান ১২৫ এবং শেষ প্রার্থনা।
১৬ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৭৮
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি। আলোচনার জন্য প্রস্তুতি নিতে রক্ত গ্রহণের বিকল্প স্বাস্থ্য যত্ন—রোগীর প্রয়োজন ও অধিকারগুলো মেটাচ্ছে (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে উৎসাহ দিন, যা দুসপ্তাহ পর পরিচর্যা সভায় তুলে ধরা হবে।
১৫ মিনিট:যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত। যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত (ইংরেজি) বইয়ের ৪-৭ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। ৪ পৃষ্ঠার ওপর ভিত্তি করে তিন মিনিটেরও কম সময়ের একটা ভূমিকা করে, শ্রোতাদের সঙ্গে ৫ পৃষ্ঠা থেকে ৭ পৃষ্ঠার উপশিরোনাম পর্যন্ত বিষয়টা আলোচনা করুন। সংগঠিত বইটির অন্যান্য বিষয় ভবিষ্যতের পরিচর্যা সভাগুলোতে বিবেচনা করা হবে।
২০ মিনিট:“যে-তরুণ-তরুণীরা জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাচ্ছে।”b অল্পবয়সিরা কীভাবে স্কুলে সাক্ষ্য দিতে সমর্থ হয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য তাদের আমন্ত্রণ জানান। আগে থেকে একটা অথবা দুটো মন্তব্যের ব্যবস্থা করা যেতে পারে।
গান ১০৭ এবং শেষ প্রার্থনা।
২৩শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৬০
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকায় জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা ফেব্রুয়ারি প্রহরীদুর্গ এবং জানুয়ারি - মার্চ সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। একজন অল্পবয়সিকে যেকোনো একটা নমুনা দেখাতে বলুন।
১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট:“ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রশ্ন জিজ্ঞেস করে এবং মন দিয়ে শুনে।”c ২ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কথোপকথন শুরু করার জন্য কোন প্রশ্নগুলোকে তারা কার্যকারী বলে মনে করেছে। কৌশলী প্রশ্নগুলো ব্যবহার করার এবং মনোযোগ সহকারে শোনার দ্বারা কীভাবে একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি জানা যায়, সেই বিষয়ে নমুনা দেখান।
গান ২০৫ এবং শেষ প্রার্থনা।
৩০শে জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৯৭
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জানুয়ারি মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন। ফেব্রুয়ারি মাসের সাহিত্য অর্পণের বিষয় উল্লেখ করুন এবং একটা উপস্থাপনা দেখানোর ব্যবস্থা করুন।
১৫ মিনিট:আমাদের উপকারের জন্য প্রেমময় ব্যবস্থাদি। একজন প্রাচীন পরিচালনা করবেন। সমস্ত মণ্ডলীর উদ্দেশে, হসপিটাল লিয়েইজন কমিটি (এইচএলসি) এবং পেইশন্ট্ ভিজিটেশন গ্রুপ (পিভিজি)-র কাজকর্ম থেকে উপকার লাভ করার উপায়গুলো সম্বন্ধে জানুয়ারি ৩, ২০০৬ তারিখের শাখা অফিসের চিঠিটা পড়ুন ও আলোচনা করুন।
২০ মিনিট:“এক ভিডিও যা চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এক নতুন ধারাকে তুলে ধরে।” প্রেরিত ১৫:২৮, ২৯ পদ পড়ুন এবং অল্পকথায় জোর দিয়ে বলুন যে, খ্রিস্টানদের রক্ত গ্রহণ প্রত্যাখ্যান করার মুখ্য কারণ হল, রক্তের পবিত্রতা সম্বন্ধীয় ঈশ্বরের নিয়মকে সম্মান করা। এরপর সরাসরি প্রবন্ধে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে রোগীর প্রয়োজন ও অধিকারগুলো নামক ভিডিও সম্বন্ধে আলোচনা চালিয়ে যান। শেষ অনুচ্ছেদটি পড়ে শেষ করুন।
গান ৪৫ এবং শেষ প্রার্থনা।
৬ই ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ৭৪
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি।
২৫ মিনিট:আমাদের শিক্ষাদানের নতুন হাতিয়ারটিকে ভালভাবে জানা। বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। বাইবেল শিক্ষা দেয় বইয়ের যে-বৈশিষ্ট্যগুলো শ্রোতারা পছন্দ করে, সেগুলোর ওপর মন্তব্য করতে তাদের আমন্ত্রণ জানান, যেমন ভূমিকামূলক প্রশ্নগুলো এবং পুনরালোচনার বাক্স, যেগুলো প্রত্যেকটা অধ্যায়ের মুখ্য বিষয়গুলো তুলে ধরে (পৃষ্ঠা ১০৬, ১১৪), ছবিগুলো (পৃষ্ঠা ১২২-৩, ১৪৭, ১৯৮), এবং পরিশিষ্ট (পৃষ্ঠা ১৯৭, অনু. ১-২)। বইটির শিক্ষাদানের ধরন প্রাণবন্ত ও আগ্রহজনক (পৃষ্ঠা ১২, অনু. ১২)। এটি সহজ, স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে (পৃষ্ঠা ৫৮, অনু. ৫) এবং কার্যকারী উদাহরণগুলোকে ব্যবহার করে (পৃষ্ঠা ১৫৯, অনু. ১২)। ভূমিকাটি বাইবেল অধ্যয়ন শুরু করতে আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত করা হয়েছে (পৃষ্ঠা ৩-৭)। একজন নতুন ছাত্র বা ছাত্রীর সঙ্গে কীভাবে ৭ পৃষ্ঠার বাক্সটা ব্যবহার করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান। নতুন বইটি ব্যবহার করে যে-অভিজ্ঞতাগুলো লাভ করা হয়েছে, সেগুলো বর্ণনা করুন।
১০ মিনিট:সহায়ক অগ্রগামীর কাজ অনেক আশীর্বাদ নিয়ে আসে। (হিতো. ১০:২২) গত গ্রীষ্মে যারা সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করেছে, তাদেরকে বর্ণনা করতে বলুন যে, কীভাবে তারা তা করার ব্যবস্থা করেছিল এবং ফলস্বরূপ তারা কীরকম আনন্দ ও আশীর্বাদ উপভোগ করেছে। সকলকে প্রার্থনাপূর্বক এই বিষয়টা বিবেচনা করার জন্য উৎসাহ দিন যে, তারা মার্চ, এপ্রিল ও মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবে কি না।
গান ১৬ এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।