ঘোষণাবলি
▪ ফেব্রুয়ারি মাসের জন্য সাহিত্য অর্পণ: যিহোবার নিকটবর্তী হোন বইটি তুলে ধরা হবে। মার্চ: বাইবেল শিক্ষা দেয় বইটি তুলে ধরুন। গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য বিশেষ প্রচেষ্টা করা হবে। এপ্রিল ও মে: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! উভয় পত্রিকার আলাদা আলাদা কপি তুলে ধরুন। সেইসব আগ্রহী লোকেদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এই নতুন বইটি অর্পণ করার ব্যাপারে মনোযোগ দিন, যারা স্মরণার্থ সভা এবং/বা ঈশতান্ত্রিক অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল কিন্তু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করছে না। লক্ষ্য হওয়া উচিত সেই নতুন বইটি দিয়ে একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা।
▪ যেহেতু এপ্রিল মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম।
▪ ২০০৬ সালের স্মরণার্থ মরসুমের জন্য জনসাধারণের উদ্দেশে যে-বিশেষ বক্তৃতা হবে সেটার শিরোনাম হল, “ঈশ্বর কি এখনও নিয়ন্ত্রণ করছেন?” ২০০৫ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় সম্পর্কযুক্ত ঘোষণাটা দেখুন।
▪ ৬ পৃষ্ঠায় “বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটির অধ্যয়ন উপভোগ করুন” নামক প্রবন্ধটি ৩রা এপ্রিলের সপ্তাহের পরিচর্যা সভায় বিবেচনা করা হবে। দয়া করে প্রবন্ধটি এবং এর সঙ্গে দেওয়া অধ্যয়নের তালিকাটি যত্ন করে রেখে দিন।
▪ পরিচালক অধ্যক্ষ অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ভাইয়ের ১লা মার্চ বা এর পরে যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীর জমাখরচের হিসাব নিরীক্ষা করা উচিত। রক্ষণাবেক্ষণ অথবা নির্মাণ কাজের জন্য যদি আলাদা হিসাব রাখা হয়ে থাকে, তা হলে সেটার জমাখরচের হিসাবও নিরীক্ষা করার ব্যবস্থা করা উচিত। হিসাব নিরীক্ষা(গুলো) শেষ হয়ে গেলে, সেটা মণ্ডলীতে পরবর্তী হিসাবের রিপোর্ট বলার পর ঘোষণা করা উচিত।
▪ সচিব এবং পরিচর্যা অধ্যক্ষের সমস্ত নিয়মিত অগ্রগামীর কাজ পুনরালোচনা করা উচিত। কারো পক্ষে যদি প্রয়োজনীয় ঘন্টা পূরণ করতে অসুবিধা হয়, তা হলে তাকে সাহায্য করার জন্য প্রাচীনদের ব্যবস্থা করা উচিত। পরামর্শের জন্য, বার্ষিক S-201 চিঠিগুলো পুনরালোচনা করুন।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? —বাংলা