ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৬ পৃষ্ঠা ৬
  • স্বেচ্ছাসেবকের মনোভাব আশীর্বাদ নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্বেচ্ছাসেবকের মনোভাব আশীর্বাদ নিয়ে আসে
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘আইস, আমরা সকলের প্রতি সৎকর্ম্ম করি’
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের উপাসনার সঙ্গে সম্পর্কযুক্ত নির্মাণ প্রকল্পে সাহায্য করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • কিংডম হল নির্মাণের প্রয়োজনীয়তার সাথে সমতালে চলা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি আপনার সময় ও শক্তি দান করতে পারেন?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৬ পৃষ্ঠা ৬

স্বেচ্ছাসেবকের মনোভাব আশীর্বাদ নিয়ে আসে

১ গলিয়াৎ যখন ইস্রায়েলের সৈন্যশ্রেণীকে টিটকারি দিয়েছিলেন, তখন সৈন্যদের মধ্যে থেকে যেকেউই তার সঙ্গে যুদ্ধ করতে পারত। কিন্তু, যুদ্ধ সম্বন্ধে অনভিজ্ঞ একজন বালক মেষপালক স্বেচ্ছায় তা করেছিল। (১ শমূ. ১৭:৩২) নির্বাসিত যিহুদিরা যখন যিরূশালেমে ফিরে এসে প্রাচীর পুননির্মাণ করতে ব্যর্থ হয়েছিল, তখন পারস্যরাজের একজন পানপাত্রবাহক প্রাসাদে তার সম্মানজনক পদ স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন এবং কাজকে সংগঠিত করার জন্য যিরূশালেমে যাত্রা করেছিলেন। (নহি. ২:⁠৫) দায়ূদ এবং নহিমিয়, এই দুজন ব্যক্তিকে যিহোবা তাদের প্রদর্শিত মনোভাবের জন্য আশীর্বাদ করেছিলেন।​—⁠১ শমূ. ১৭:​৪৫, ৫০; নহি. ৬:​১৫, ১৬.

২ আজকে জগতে স্বেচ্ছাসেবকের মনোভাবের অভাব দেখা যায়। এই “শেষ কালে” লোকেরা অনেক ব্যস্ত জীবনযাপন করে এবং অনেকেই “আত্মপ্রিয়।” (২ তীম. ৩:​১, ২) একজন ব্যক্তি তার ব্যক্তিগত বিষয়গুলোতে সহজেই এত বেশি মগ্ন হয়ে পড়তে পারেন যে, যখন অন্যদেরকে সাহায্য করার এক প্রয়োজন দেখা দেয়, তখন তিনি স্বেচ্ছায় সেবা করার সুযোগগুলোকে উপেক্ষা করে থাকেন। কিন্তু, খ্রিস্টান হিসেবে আমরা যিশুকে অনুকরণ করতে চাই, যিনি অন্যদের সাহায্য করার জন্য নিজে থেকে এগিয়ে যেতেন। (যোহন ৫:​৫-৯; ১৩:​১২-১৫; ১ পিতর ২:২১) কীভাবে আমরা স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করতে পারি আর কোন আশীর্বাদগুলো আমরা লাভ করব?

৩ আমাদের ভাইদের জন্য: সভার যে-অংশগুলোতে শ্রোতাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়, সেখানে আমরা স্বেচ্ছায় মন্তব্য করে অন্যদেরকে “আত্মিক বর” প্রদান করতে পারি। (রোমীয় ১:১১) মন্তব্য করা যিহোবার সম্মান নিয়ে আসে, সত্যকে আমাদের মনে ও হৃদয়ে গভীরভাবে গেঁথে দেয় এবং আমাদের জন্য সভাগুলোকে আরও আনন্দদায়ক করে তোলে। (গীত. ২৬:১২) এ ছাড়া, ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নির্ধারিত বক্তা বক্তৃতা দিতে না পারলে বিকল্প বক্তা হিসেবে আমরা স্বেচ্ছায় সেই বক্তৃতা দিতে পারি। এটা আমাদের শিক্ষাদানের দক্ষতাকে উন্নত করতে সাহায্য করবে।

৪ ভাইয়েরা মণ্ডলীতে দায়িত্বগুলো পালন করার ব্যাপারে আকাঙ্ক্ষী হওয়ার মাধ্যমে স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করতে পারে। (যিশা. ৩২:২; ১ তীম. ৩:⁠১) সম্মেলনগুলো যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, তার জন্য সকলেই সম্মেলনের বিভিন্ন বিভাগে স্বেচ্ছায় কাজ করে তাতে সাহায্য করতে পারে। যখন আমরা পরিচর্যায় ভ্রমণ অধ্যক্ষের সঙ্গে স্বেচ্ছায় কাজ করি অথবা তার জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করি, তখন এর ফলে ‘উভয় পক্ষ আশ্বাস’ বা উৎসাহ লাভ করি। (রোমীয় ১:১২) যখন আমরা পিতৃহীনদের, বিধবাদের, অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের, ছোট বাচ্চা রয়েছে এমন মায়েদের এবং মণ্ডলীর অন্যদের ব্যবহারিক সাহায্য প্রদানের ব্যবস্থা করি, তখন আমরা আনন্দ ও যিহোবার অনুগ্রহ লাভ করি।​—⁠হিতো. ১৯:১৭; প্রেরিত ২০:⁠৩৫, NW.

৫ স্বেচ্ছায় আমাদের সময় ও প্রচেষ্টা বিলিয়ে দেওয়ার আরেকটা উপায় হচ্ছে, কিংডম হল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণে সহযোগিতা করা। এ ছাড়া, অনেক লোক যেহেতু সত্যে আসছে, তাই নতুন নতুন কিংডম হলের এবং সেগুলো নির্মাণের জন্য স্বেচ্ছাসেবকদের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা রয়েছে। এক দম্পতি নির্মাণ কাজে দক্ষতা না থাকা সত্ত্বেও, স্থানীয় আঞ্চলিক নির্মাণ কমিটি-তে সাহায্য করার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত এই দম্পতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আর এখন তারা ইটের গাঁথনি তৈরিতে সাহায্য করে। স্ত্রী মন্তব্য করেছিলেন: “অন্যদের সঙ্গে কাজ করার কারণে বন্ধুত্ব খুবই ঘনিষ্ঠ হয়েছে। দিনের শেষে আমরা শারীরিকভাবে ক্লান্ত কিন্তু আধ্যাত্মিকভাবে সতেজ হই।”

৬ প্রচার করে: আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবকের যে-কাজ সম্পন্ন করতে পারি তা হল, রাজ্যের প্রচার কাজ। যখন লোকেদের বাইবেলের পরামর্শ বুঝতে এবং প্রয়োগ করতে সাহায্য করা হয়, তখন তারা জীবনে এক উদ্দেশ্য লাভ করে এবং ক্ষতিকর অভ্যাসগুলো পরিত্যাগ করার জন্য শক্তি অর্জন করে। তারা ভবিষ্যতের বিষয়ে বাইবেলের উৎসাহজনক আশা সম্বন্ধে শিখতে পারে। বাইবেলের শিক্ষা জোগানোর মাধ্যমে আমরা আনন্দের সঙ্গে স্বেচ্ছাসেবকের কাজ করি, যেটার চিরস্থায়ী উপকার রয়েছে। (যোহন ১৭:৩; ১ তীম. ৪:১৬) সহায়ক বা নিয়মিত অগ্রগামীর কাজ করে, যেখানে বেশি প্রয়োজন সেখানে গিয়ে অথবা অন্য একটা ভাষা শিখে আমরা হয়তো আমাদের অনুমোদিত পরিস্থিতির মধ্যে থেকেই এই কাজে বেশি করে অংশ নিতে পারি।

৭ রাজা দায়ূদ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, মশীহ তাঁর শাসন শুরু করার সময় ঈশ্বরের লোকেরা “স্বেচ্ছায় দত্ত উপহার” হবে। (গীত. ১১০:৩) যিহোবা চূড়ান্ত আধ্যাত্মিক শস্যচ্ছেদনের কাজকে ত্বরান্বিত করছেন বলে স্বেচ্ছায় করার মতো অনেক অনেক কাজ রয়েছে। (যিশা. ৬০:২২) আপনি কি বলেছেন: “এই আমি, আমাকে পাঠাও”? (যিশা. ৬:⁠৮) সত্যিই, স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করার দ্বারা আমরা যিহোবাকে সন্তুষ্ট করি এবং প্রচুর পুরস্কার লাভ করি।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. কীভাবে দায়ূদ এবং নহিমিয় স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করেছিল?

২. খ্রিস্টানদের কেন স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করা উচিত?

৩. কীভাবে স্বেচ্ছাসেবকের মনোভাব মণ্ডলীর সভাগুলোতে অবদান রাখে?

৪. অন্য আর কোন কোন উপায়ে আমরা স্বেচ্ছাসেবকের মনোভাব প্রদর্শন করতে পারি?

৫. কিংডম হলের সঙ্গে সম্পর্কযুক্ত কোন বিষয়গুলোর জন্য স্বেচ্ছাসেবকদের দরকার?

৬. কেন পরিচর্যা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবকের কাজ, যা আমরা সম্পাদন করতে পারি?

৭. কেন বিশেষভাবে বর্তমানে স্বেচ্ছাসেবকের কাজ করা গুরুত্বপূর্ণ?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার