ঘোষণাবলি
▪ ডিসেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন বই অর্পণ করুন। নতুবা বিকল্প অর্পণ হিসেবে নিম্নলিখিত বইগুলোর কোনো একটি ব্যবহার করুন: আমার বাইবেলের গল্পের বই এবং আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন, যদি কিনা এগুলো মণ্ডলীতে মজুত থাকে। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই যা হলুদ বর্ণের বা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। যদি মণ্ডলীতে এই ধরনের কোনো পুরাতন বই মজুত না থাকে, তা হলে তারা জ্ঞান বইটি অথবা জেগে থাকুন! ব্রোশারটি ব্যবহার করতে পারে। ফেব্রুয়ারি: যিহোবার নিকটবর্তী হোন বইটি তুলে ধরুন। মার্চ: বাইবেল শিক্ষা দেয় বইটি তুলে ধরুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য এক অধ্যবসায়ী প্রচেষ্টা করুন।
▪ ২০০৭ সালের জন্য স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র প্রত্যেকটা মণ্ডলীতে তাদের প্রধান ভাষায় শীঘ্রই পাঠানো হবে। আপনাদের এলাকায় যদি অন্যান্য ভাষাভাষীর লোক থাকে এবং আপনারা সেই ভাষার আমন্ত্রণপত্র পেতে চান, তা হলে একটা লিটারেচার রিকোয়েস্ট ফর্ম (S-14) পূরণ করে যত তাড়াতাড়ি সম্ভব অনুরোধ পাঠানো উচিত। দয়া করে, শুধুমাত্র সেই ভাষাগুলোর আমন্ত্রণপত্রের অনুরোধ করুন, যেগুলো আপনাদের এলাকার জন্য প্রয়োজন। এগুলো এখন অসমিয়া, ইংরেজি, কান্নাড়া, গুজরাটি, তামিল, তেলুগু, নেপালি, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, মালায়ালাম, মিজো, হিন্দি ভাষায় পাওয়া যাচ্ছে।
▪ দয়া করে লক্ষ করুন যে, ২০০৮ সালের স্মরণার্থ সভা হবে ২২শে মার্চ, শনিবার সূর্যাস্তের পর। এই বিষয়ে আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে কারণ যেখানে বেশ কয়েকটা মণ্ডলী একটা কিংডম হল ব্যবহার করে, সেখানে ভাইয়েরা যাতে অন্য হল ভাড়া করতে বা হল পাওয়ার জন্য ব্যবস্থা করে রাখতে পারে। এই উপলক্ষগুলোতে, প্রাচীনদের হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখা উচিত, এই বিষয়টা নিশ্চিত করতে যে, ওই দিন বিল্ডিংয়ে চলা অন্য কোনো অনুষ্ঠান যেন আমাদের সভায় কোনোরকম ব্যাঘাত না ঘটায়, যাতে স্মরণার্থ উদ্যাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। স্মরণার্থ অনুষ্ঠান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই পালাক্রমে বেছে নেওয়ার বা প্রতি বছর একই ভাইকে ব্যবহার করার বদলে প্রাচীনগোষ্ঠীর একজন যোগ্য প্রাচীনকে বক্তা হিসেবে বেছে নেওয়া উচিত। অভিষিক্তদের মধ্যে যদি কোনো প্রাচীন থাকেন যিনি বক্তৃতা দিতে সক্ষম, তা হলে তাকে বেছে নেওয়া উচিত।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
যিহোবার দিনের কথা মনে রেখে জীবনযাপন করুন —ইংরেজি
পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি)—নরম কভারসহ কালো এবং মেরুন কভারের পকেট সাইজ। নরম কভারসহ এই পকেট সাইজ বাইবেল জনসাধারণ এবং প্রকাশকদের ব্যবহারের জন্য এখন পাওয়া যাচ্ছে। দয়া করে অতিরিক্ত তথ্যের জন্য আমাদের ২০০৫ সালের ১লা আগস্টের চিঠি উল্লেখ করুন।
ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ২০০১-২০০৫ —ইংরেজি
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? —ফ্রেঞ্চ