পরিচর্যা সভার তালিকা
৯ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ২ (১৫)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই জুলাই প্রহরীদুর্গ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
১৫ মিনিট:কী প্রকৃত সুখ নিয়ে আসে? ২০০৬ সালের ১৫ই মে প্রহরীদুর্গ পত্রিকার ২৮-৯ পৃষ্ঠায় ১১-১২ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। অল্পকথায় এমন কারোর সাক্ষাৎকার নিন, যিনি আমোদপ্রমোদ অথবা জাগতিক কোনো কেরিয়ারের পিছনে না ছুটে, পরিচর্যার ওপর তার জীবনকে কেন্দ্রীভূত করা বেছে নিয়েছেন। কেন তিনি আধ্যাত্মিক লক্ষ্যগুলো অনুধাবন করেছেন? কীভাবে তা সুখ নিয়ে এসেছে?
২০ মিনিট:প্রশ্ন বাক্স। একজন প্রাচীন পরিচালনা করবেন। পুরো প্রবন্ধটি পড়ুন ও আলোচনা করুন।
গান ২১ (১৯১) এবং শেষ প্রার্থনা।
১৬ই জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ২২ (১৩০)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি।
২০ মিনিট:মণ্ডলীর শান্তি ও শুদ্ধতা বজায় রাখা। ইনসার্টের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
১৫ মিনিট:“সব ধরনের লোক পরিত্রাণ পাবে।”a স্থানীয় এলাকায় বিষয়বস্তুটির ব্যবহারিক প্রয়োগ দেখান।
গান ১৬ (১৪৩) এবং শেষ প্রার্থনা।
২৩শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ৩ (৩২)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি উল্লেখ করুন। ৮ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১লা আগস্ট প্রহরীদুর্গ এবং জুলাই থেকে সেপ্টেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
২০ মিনিট:পরস্পর অতিথি সেবা কর। ২০০৫ সালের ১৫ই জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২১-৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা। অতিথিপরায়ণ বলে পরিচিত এমন একজন অথবা দুজন প্রকাশকের সংক্ষিপ্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করুন। আতিথেয়তা দেখানোর জন্য তারা কীভাবে আপ্রাণ চেষ্টা করেছে? এর ফলে তারা ও তাদের পরিবার কোন আশীর্বাদগুলো উপভোগ করেছে? আতিথেয়তা সম্বন্ধে বক্তৃতাটির পরিবর্তে, শহরের যে-মণ্ডলীগুলো অন্য ভাষার মণ্ডলীগুলোর এলাকার সঙ্গে কাজ করে, তাদের ২০০৭ সালের ১৬ই এপ্রিল তারিখের SB:SSB চিঠিটি আলোচনা করা উচিত। আলোচনাটি পরিচর্যা অধ্যক্ষ পরিচালনা করবেন। নিয়মিত পত্রিকার চাহিদা পুনরালোচনা ও রদবদল করা উচিত। চিঠিতে যেমন প্রস্তাব করা হয়েছে সেইমতো বই অধ্যয়ন অধ্যক্ষদের, কোন কোন প্রকাশকের অন্য ভাষার বাইবেল অধ্যয়নগুলো রয়েছে তা দেখতে এবং সেগুলোকে দিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে।
১৫ মিনিট:আত্মত্যাগ যিহোবার আশীর্বাদ নিয়ে আসে। ২০০৫ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ৮-৯ পৃষ্ঠার ওপর ভিত্তি করে বক্তৃতা।
গান ২৫ (২০৪) এবং শেষ প্রার্থনা।
৩০শে জুলাই থেকে যে-সপ্তাহ শুরু
গান ১১ (৮৫)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের জুলাই মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১৫ মিনিট:আমাদের কাজ সম্বন্ধে যখন ভুল বোঝা হয়ে থাকে। একজন যোগ্য প্রাচীন পরিচালনা করবেন। ২০০৩ সালের ২৮শে এপ্রিল তারিখের SA:LLC চিঠিটির সঙ্গে দেওয়া আউটলাইনটি পুনরালোচনা করুন। স্থানীয় পরিস্থিতির প্রতি বিষয়বস্তুকে প্রয়োগ করুন। কিছু সাধারণ অভিব্যক্তি কী, যেগুলো প্রকাশকরা ব্যবহার করে থাকে অথচ সেগুলো অন্য ধর্মের লোকেদের অনুভূতিতে আঘাত করতে পারে? সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তার ওপর জোর দিন, এলাকায় বড় বড় দল হিসেবে চারদিকে ঘোরাফেরা করা এড়িয়ে চলুন।
২০ মিনিট:“সুখী সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে।”b ৩ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান যে, হঠাৎ করে যখন একটা পরীক্ষা এসেছিল, তখন দৃঢ় বিশ্বাস কীভাবে তাদেরকে সাহায্য করেছিল। আগে থেকে একটা অথবা দুটো মন্তব্যের ব্যবস্থা করা যেতে পারে।
গান ১ (১৩) এবং শেষ প্রার্থনা।
৬ই আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু
গান ৭ (৫১)
১০ মিনিট:স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট:স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট:“যেকারণে আমরা বার বার ফিরে যাই।”c ৫ অনুচ্ছেদ আলোচনা করার সময়, শ্রোতাদের মন্তব্য করতে আমন্ত্রণ জানান যে, কী তাদেরকে সত্যের প্রতি আগ্রহী করে তুলেছিল, যেখানে আগে তারা বিরোধিতা করেছিল অথবা আগ্রহী ছিল না।
গান ২২ (১৩০) এবং শেষ প্রার্থনা।
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।