দরিদ্রদের আশা প্রদান করুন
১ যিশু দরিদ্রদের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। এমন উপলক্ষগুলো এসেছিল, যখন তিনি অলৌকিকভাবে বস্তুগত সাহায্য জুগিয়েছিলেন এবং অসুস্থদের সুস্থ করেছিলেন কিন্তু দরিদ্রদের কাছে “সুসমাচার” ঘোষণা করার ওপরই তাঁর মনোযোগ কেন্দ্রীভূত ছিল। (মথি ১১:৫) আজকে খ্রিস্টীয় পরিচর্যা দরিদ্রদের ও সেইসঙ্গে অন্যদের ক্রমাগত উপকার করে আসছে।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.
২ প্রকৃত আশা: খ্রিস্টীয়জগতের পরিচারকরা দরিদ্রদেরকে প্রায়ই এই প্রতিশ্রুতি দেয় যে, তারা যদি গির্জায় উদারভাবে দান করে, তা হলে তারা সমৃদ্ধি লাভ করবে। কিন্তু বাইবেল শিক্ষা দেয় যে, একমাত্র ঈশ্বরের রাজ্যই দারিদ্রকে দূর করবে এবং মানবজাতির সমস্ত সমস্যা সমাধান করবে। (গীত. ৯:১৮; ১৪৫:১৬; যিশা. ৬৫:২১-২৩) বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়, তা দরিদ্রদের দেখানোর দ্বারা আমরা আশা প্রদান করি এবং তাদের আধ্যাত্মিক চাহিদা মেটানোর জন্য তাদেরকে সাহায্য করি।—মথি ৫:৩, NW.
৩ যিশুর দিনের ফরীশীরা দরিদ্রদেরকে নিচু চোখে দেখত, অবজ্ঞার সঙ্গে তাদেরকে অ্যামহাআরেটস্ বা “ভূমির মানুষ” বলে ডাকত। কিন্তু, যিশু “তাহাদের রক্ত” অর্থাৎ তাদের জীবনকে “বহুমূল্য” হিসেবে দেখেছিলেন। (গীত. ৭২:১৩, ১৪) আমরা যিশুকে অনুকরণ করতে পারি এবং দয়ালু ও সহানুভূতিশীল হয়ে এই ধরনের দরিদ্রদের প্রতি ‘দয়া করিতে’ পারি। (হিতো. ১৪:৩১) দরিদ্র এলাকায় বসবাসকারী লোকেদের সম্বন্ধে আমরা কখনো অসম্মানজনক কথাবার্তা বলতে চাইব না অথবা তাদের কাছে সাক্ষ্যদান করতে অনিচ্ছুক হব না। রাজ্যের বার্তার প্রতি সাড়া দিচ্ছে এমন অনেকেই হল দরিদ্র।
৪ এখনই সাহায্য করুন: এ ছাড়া, আমরা যে এলাকায় দরিদ্র লোকেদেরকে বাইবেলের নীতিগুলো সম্বন্ধে শিক্ষা দিই, সেটা তাদেরকে এখনই দারিদ্রের প্রভাবগুলোকে হ্রাস করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, বাইবেল মত্ততা, জুয়াখেলা, অলসতা, তামাক সেবন এবং আরও অন্যান্য অভ্যাসের নিন্দা করে, যেগুলো দরিদ্রতা নিয়ে আসতে পারে। (হিতো. ৬:১০, ১১; ২৩:২১; ২ করি. ৭:১; ইফি. ৫:৫) শাস্ত্র সততা ও “প্রাণের সহিত” কাজ করাকে উৎসাহিত করে, যে-গুণগুলোকে কর্মীদের মধ্যে খোঁজা হয়ে থাকে। (কল. ৩:২২, ২৩; ইব্রীয় ১৩:১৮) বস্তুতপক্ষে, একটা সমীক্ষায় অধিকাংশ নিয়োগকর্তা সততা ও নীতিনিষ্ঠাকে সেই গুণগুলোর মধ্যে তালিকাবদ্ধ করেছিল, চাকরি পদপ্রার্থীদের যে-গুণগুলো তাদের ওপর সবচেয়ে বেশি ছাপ ফেলে।
৫ যিহোবা দরিদ্রদের দুঃখকষ্টের প্রতি অনুভূতিহীন নন। শীঘ্রই যিশু খ্রিস্ট “আর্ত্তনাদকারী দরিদ্রকে” উদ্ধার করবেন। (গীত. ৭২:১২) সেই সময় পর্যন্ত, আমাদের দরিদ্র ব্যক্তিরাসহ অন্যদেরকে বাইবেলের আশার বার্তার দ্বারা সান্ত্বনা দেওয়ার বিশেষ সুযোগ রয়েছে।