ঘোষণাবলি
▪ অক্টোবর মাসের জন্য সাহিত্য অর্পণ: প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকা। যারা আগ্রহ দেখায়, তাদের কাছে বাইবেল অধ্যয়ন শুরু করার লক্ষ্য নিয়ে আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি তুলে ধরুন ও আলোচনা করুন। নভেম্বর: আমার বাইবেলের গল্পের বই। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। এক বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো যিহোবার নিকটবর্তী হোন বইটি ব্যবহার করতে পারেন। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। যে-মণ্ডলীগুলোতে এই বইগুলো নেই তারা জ্ঞান বই (যদি পাওয়া যায়) অথবা জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করতে পারে।
▪ যেহেতু ডিসেম্বর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।
▪ জানুয়ারি মাসে একটা পরিচর্যা সভায় রক্ত গ্রহণের বিকল্প স্বাস্থ্য যত্ন—রোগীর প্রয়োজন ও অধিকারগুলো মেটাচ্ছে (ইংরেজি) ভিডিও কার্যক্রমটি আলোচনা করা হবে। প্রয়োজন হলে, মণ্ডলীর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব কপিগুলোর জন্য আবেদন করা উচিত।
▪ এই সংখ্যায় আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট হল, “২০০৮ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা” আর ২০০৮ সাল জুড়ে এটাকে ব্যবহার করার জন্য রেখে দেওয়া উচিত।
▪ দয়া করে লক্ষ করুন যে, যে-ভাই পরিচর্যা সভার শেষ অংশটি উপস্থাপন করছেন, তার শেষ গানের সংখ্যা ঘোষণা করা উচিত। এরপর, তিনি অথবা আগে থেকে নিযুক্ত অন্য কোনো যোগ্য ভাই শেষ প্রার্থনা করবেন।
▪ প্রত্যেকটা মণ্ডলীতে নতুন পরিচর্যা বছরে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বার্ষিক পরিচর্যা ফর্মগুলো পাঠানো হয়ে গিয়েছে। সচিবদের নিশ্চিত হওয়া উচিত যে, আবেদনকৃত পরিমাণ যেন পরের পরিচর্যা বছরের জন্য যথেষ্ট হয়। যদি বাড়তি সরবরাহের প্রয়োজন হয়, তা হলে সঙ্গে সঙ্গে সেগুলোর জন্য আবেদন করা যেতে পারে।
▪ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? —উর্দু
ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? —আরবি
আল্লাহ্র হেদায়েত—আমাদের জন্য ফিরদৌসে যাওয়ার রাস্তা —আরবি
শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫) —আরবি
বিষণ্ণদের জন্য সান্ত্বনা (ট্র্যাক্ট নং. ২০) —আরবি
সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে! (ট্র্যাক্ট নং. ২৭) —আরবি
▪ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
“দেখ! আমি সকলই নূতন করিতেছি” —হিন্দি