ঘোষণাবলি
◼ নভেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ: আমার বাইবেলের গল্পের বই। গৃহকর্তারা যদি জানায় যে, তাদের কোনো সন্তান নেই, তা হলে জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করুন। ডিসেম্বর: সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন। এক বিকল্প অর্পণ হিসেবে, আপনি হয়তো যিহোবার নিকটবর্তী হোন বইটি ব্যবহার করতে পারেন। জানুয়ারি: ১৯২ পৃষ্ঠার যেকোনো বই, যা বিবর্ণ হয়ে গিয়েছে অথবা ১৯৯১ সালের আগে ছাপানো যেকোনো বই অর্পণ করা যেতে পারে। যে-মণ্ডলীগুলোতে এই বইগুলো নেই, তারা জ্ঞান বই (যদি পাওয়া যায়) অথবা জেগে থাকুন! ব্রোশারটি অর্পণ করতে পারে। ফেব্রুয়ারি: ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? অথবা জেগে থাকুন!
◼ যেহেতু ডিসেম্বর মাসে পাঁচটা শনি-রবিবার আছে, তাই সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য এই মাসটা হবে অতি উত্তম মাস।
◼ বেশ কয়েকটা বাইবেলভিত্তিক প্রকাশনা পাওয়া যাচ্ছে, যেগুলো বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় পটভূমির লোকেদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যে-ভাই সাহিত্যাদি দেখাশোনা করেন, তার কাছে এই সাহায্যকারী প্রকাশনাগুলোর এক তালিকা রয়েছে।
◼ আমাদের শিক্ষামূলক কাজের জন্য যে-দান চেকের মাধ্যমে জেলা সম্মেলনগুলোতে দেওয়া এবং শাখা অফিসের কাছে পাঠানো হয়, সেগুলো “ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্ ইন্ডিয়া” এই নামে প্রদানযোগ্য হওয়া ও সেইসঙ্গে দাতার নাম, পুরো ঠিকানা এবং তার নিজস্ব সম্পদ থেকে সোসাইটির শিক্ষামূলক কাজের জন্য দান করার পিছনে তার উদ্দেশ্য সম্বন্ধে উল্লেখ করে একটা চিঠি দেওয়া উচিত। দান করা টাকা যদি ৫০,০০০রের বেশি হয়, তা হলে আমাদের জমাখরচের হিসাবের রেকর্ডের জন্য দয়া করে আপনার ইনকাম ট্যাক্স পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটা দিন। এটা এই ঠিকানায় পাঠিয়ে দিন, The Watch Tower Bible and Tract Society of India, 927/1, A V Pura, Post Box 6441, Yelahanka, Bangalore - 560 064.
◼ আপনি যদি এখনো ডিউরেবাল পাওয়ার অভ্ এটোর্নি (DPA) কার্ড পূরণ না করে থাকেন, তা হলে সমস্ত প্রকাশককে তা পূরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই DPA কার্ডটি রক্ত গ্রহণ প্রত্যাখ্যান করতে আপনাকে অধিকার প্রদান করে। প্রাচীনরা প্রয়োজন হলে আপনাকে ব্যক্তিগত সাহায্য জোগাবে।—২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্টটি দেখুন।
◼ প্রকাশকদের মাস জুড়ে পরিচালিত প্রতিটা গৃহ বাইবেল অধ্যয়নের জন্য স্টাডি রিপোর্ট (S-3) ফর্ম আর জমা দিতে হবে না। কিন্তু, ফিল্ড সার্ভিস রিপোর্ট (S-4) ফর্মে তারা তাদের পরিচালিত বাইবেল অধ্যয়নের সংখ্যা যেভাবে উল্লেখ করে থাকে, সেটা সেভাবেই করে যাওয়া উচিত। S-3 ফর্মটি শুধুমাত্র মণ্ডলীর সভায় উপস্থিতির সংখ্যা রেকর্ড করার জন্য ব্যবহৃত হবে আর এটা সঙ্গে সঙ্গে কার্যকারী হবে।
◼ নতুন যে-প্রকাশনাগুলো পাওয়া যাচ্ছে:
ওয়াচটাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স ২০০৬ —ইংরেজি
শান্তিপূর্ণ নতুন জগতে জীবন বসবাস (ট্র্যাক্ট নং. ১৫) —চাইনিজ, পারসিক, পর্তুগিজ, ফ্রেঞ্চ
মৃত প্রিয়জনদের জন্য কী আশা? (ট্র্যাক্ট নং. ১৬) —আরবি, চাইনিজ, পারসিক, পর্তুগিজ, ফ্রেঞ্চ
বিষণ্ণদের জন্য সান্ত্বনা (ট্র্যাক্ট নং. ২০) —চাইনিজ, পারসিক, পর্তুগিজ, ফ্রেঞ্চ
সমস্ত দুঃখকষ্ট শীঘ্রই শেষ হবে! (ট্র্যাক্ট নং. ২৭) —চাইনিজ, পারসিক, পর্তুগিজ, ফ্রেঞ্চ
◼ যে-প্রকাশনাগুলো আবার পাওয়া যাচ্ছে:
আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গগুলো —তেলুগু, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, হিন্দি