প্রশ্ন বাক্স
◼ আমরা যে-সাহিত্যাদি বিতরণ করি, সেগুলোতে আমাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা যুক্ত করা কি উপযুক্ত হবে?
কিছু প্রকাশক যে-পত্রিকা ও ট্র্যাক্টগুলো অন্যদের কাছে অর্পণ করে, সেগুলোতে তাদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানা স্ট্যাম্প করে বা একটা ছাপানো লেবেল লাগিয়ে যুক্ত করে দেয়। এর ফলে, যারা সাহিত্যাদি গ্রহণ করে তারা আরও তথ্য পাওয়ার জন্য সেই প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। আগ্রহী ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য এই ধরনের প্রচেষ্টার উদ্দেশ্য ভাল। কিন্তু, ইতিমধ্যেই পত্রিকা ও ট্র্যাক্টগুলোর শেষ পৃষ্ঠায় আমাদের সোসাইটির ওয়েব সাইট দেওয়া রয়েছে। তাই, ভাল হয় যদি আমরা সাহিত্যাদিতে ব্যক্তিগত ই-মেইল ঠিকানা যুক্ত না করি।
একজন প্রকাশক এলাকার লোকেদেরকে, বিশেষ করে পুনর্সাক্ষাৎ করার সময় একটা আলাদা কাগজে যোগাযোগের ঠিকানা দেবেন কি না, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যারা আগ্রহী তারা আরও তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এইরকম ভেবে বিষয়টা তাদের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে তাদের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের নিজেদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। অকৃত্রিম ব্যক্তিগত আগ্রহ, ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলার সময় আরও বেশি করে দেখানো যায়।