দয়া করে অবিলম্বে সাক্ষাৎ করুন
কাদের সঙ্গে অবিলম্বে সাক্ষাৎ করবেন? যারা সাহিত্যাদি অথবা নিয়মিত পত্রিকা দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে কিংবা যারা চায় তাদের বাড়িতে একজন সাক্ষি তাদের সঙ্গে সাক্ষাৎ করুক। এই অনুরোধগুলো কোথা থেকে আসে? সেইসব ব্যক্তিদের কাছ থেকে, যারা ডাক অথবা টেলিফোন কিংবা আমাদের অনুমোদিত ইন্টারনেট ওয়েব সাইটের মাধ্যমে শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করে। যখন এই ধরনের আগ্রহ দেখা যায়, তখন শাখা অফিস এস-৭০ (S-70) ফর্ম, যেটা হল “দয়া করে এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন যোগ্য প্রকাশকের ব্যবস্থা করুন” (ইংরেজি) শিরোনাম সহ একটা স্লিপ, সেটার মাধ্যমে স্থানীয় মণ্ডলীকে তা জানায়। প্রাচীনরা যখন এস-৭০ (S-70) ফর্ম পায়, তখন তাদের সঙ্গে সঙ্গে সেটা এমন একজন প্রকাশককে দিয়ে দেওয়া উচিত, যিনি অধ্যবসায়ের সঙ্গে আগ্রহী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রকাশকের জন্য সেই ব্যক্তিকে বাড়িতে পাওয়া যদি কঠিন বলে মনে হয়, তা হলে প্রকাশক হয়তো টেলিফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে অথবা বিচক্ষণতার সঙ্গে একটা নোট ছেড়ে আসতে পারেন। আপনাকে যদি এইরকম কোনো সাক্ষাৎ করতে বলা হয়, তা হলে দয়া করে অবিলম্বে আগ্রহী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার জন্য যথাসাধ্য করুন।