প্রশ্ন বাক্স
◼ কুপনের এবং ইন্টারনেটের মাধ্যমে কে আবেদন জানাতে পারে?
আমাদের প্রকাশনায় প্রায়ই কুপন দেওয়া থাকে, যেটা সাহিত্যাদির জন্য অথবা যিহোবার সাক্ষিদের সাক্ষাৎ করতে আবেদন জানিয়ে শাখা অফিসে পাঠানো যেতে পারে। এ ছাড়া, বাইবেল অধ্যয়নের আবেদন করার জন্য আমাদের www.watchtower.org ওয়েব সাইটও ব্যবহার করা যেতে পারে। এই ব্যবস্থাগুলো অনেককে সত্য শিখতে সাহায্য করছে। কিন্তু, সমস্যা তখনই দেখা দিয়েছে যখন প্রকাশকরা তাদের আত্মীয়স্বজন বা অন্যদেরকে আধ্যাত্মিক সাহায্য প্রদান করার ব্যবস্থা করতে এই হাতিয়ারগুলোকে ব্যবহার করেছে।
কেউ কেউ যারা আবেদন না করা সত্ত্বেও শাখা অফিস থেকে সাহিত্যাদি পেয়েছে তারা এই মনে করে অভিযোগ করেছে যে, আমাদের সংগঠন তাদেরকে হয়রান করছে এবং তাদেরকে কোনো ধরনের ডাকপ্রেরণ-তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ব্যক্তিগতভাবে কোনো আবেদন জানাননি এমন কারো সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে-প্রকাশকদেরকে বলা হয়েছে, তারা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়েছে যখন সেই ব্যক্তি বিরক্তি প্রকাশ করেছেন। তাই, আমাদের ওয়েব সাইটে বা কুপনের মাধ্যমে করা আবেদনগুলো স্বয়ং আগ্রহী ব্যক্তিদের কাছ থেকেই আসা উচিত, অন্যদের হয়ে করা প্রকাশকদের কাছ থেকে নয়। যখন জানা যায় যে, এই আবেদনগুলো অন্যদের হয়ে করা হয়েছে, তখন সাধারণত সেগুলোকে বাতিল করা হয়।
তাহলে, কীভাবে আমরা কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে সাহায্য করতে পারি? আপনি যদি চান যে, তিনি সাহিত্য পান, তাহলে নিজেই উপহার হিসেবে সরাসরি সেটি তাকে পাঠান না কেন? তিনি যদি আগ্রহ দেখিয়ে থাকেন এবং সাক্ষিরা সাক্ষাৎ করুক বলে ইচ্ছা প্রকাশ করে থাকেন কিন্তু আপনি জানেন না যে, কীভাবে স্থানীয় মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে আপনার মণ্ডলীর সচিবের কাছে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্মটি জমা দেওয়া উচিত, যিনি এটি পুনর্বিবেচনা করে শাখা অফিসের কাছে পাঠিয়ে দেবেন। কিন্তু, আগ্রহী ব্যক্তি যদি কোনো কারাগারে, জেলে অথবা পুনর্বাসন কেন্দ্রে থাকেন, তাহলে তার হয়ে আপনার শাখা অফিসের সঙ্গে যোগাযোগ করা উচিত নয়। বরং, আপনি সেখানে সাক্ষাৎ করতে যায় এমন ভাইদের সঙ্গে যোগাযোগ করার জন্য অথবা নিজে থেকে শাখা অফিসকে লিখে জানানোর জন্য তাকে উৎসাহিত করতে পারেন।