২৮ নভেম্বর সপ্তাহের তালিকা
২৮ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৪২ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৫ অনু. ১৮-২৩, ২০৬ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: পরমগীত ১-৮ (১০ মিনিট)
নং. ১: পরমগীত ১:১-১৭ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: ঈশ্বর অব্রাহামের সঙ্গে এক চুক্তি করেন—bm পৃষ্ঠা ৭ খণ্ড ৪ (৫ মিনিট)
নং. ৩: কীভাবে আমরা অন্যদের সম্মান অর্জন করতে পারি? (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। ৪ পৃষ্ঠায় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনাটি ব্যবহার করে, ডিসেম্বর মাসের প্রথম শনিবারে কীভাবে একটা বাইবেল অধ্যয়ন শুরু করা যেতে পারে, সেই বিষয়ে নমুনা প্রদর্শন করুন। অংশগ্রহণ করার জন্য সকলকেই উৎসাহিত করুন।
১৫ মিনিট: “একজন উত্তম শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ।” প্রশ্নোত্তর। বাইবেল শিক্ষক তাদের প্রতি যে-প্রেম দেখিয়েছেন সেটা কীভাবে তাদেরকে আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করেছে, তা বলার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
১০ মিনিট: ডিসেম্বর মাসে পত্রিকাটি অর্পণ করার বিভিন্ন উপায়। আলোচনা। আপনার এলাকায় আগ্রহ জাগিয়ে তুলতে পারে এমন প্রবন্ধগুলোর কয়েকটা তুলে ধরার জন্য এক বা দুই মিনিট সময় নিন। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখান।
গান ১৮ এবং প্রার্থনা