ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm বিভাগ ৪ পৃষ্ঠা ৭
  • ঈশ্বর অব্রাহামের সঙ্গে এক চুক্তি করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর অব্রাহামের সঙ্গে এক চুক্তি করেন
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা তাকে “আমার বন্ধু” বলেছিলেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • অব্রাহাম এবং সারা—আপনি তাদের বিশ্বাস অনুকরণ করতে পারেন!
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অব্রাহাম ও সারা ঈশ্বরের বাধ্য হন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • ঈশ্বর অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করেন
    আমার বাইবেলের গল্পের বই
আরও দেখুন
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm বিভাগ ৪ পৃষ্ঠা ৭
অব্রাহাম আকাশে তারার দিকে তাকিয়ে আছেন

খণ্ড ৪

ঈশ্বর অব্রাহামের সঙ্গে এক চুক্তি করেন

অব্রাহাম বিশ্বাসে ঈশ্বরের বাধ্য হন এবং যিহোবা তাকে আশীর্বাদ করার ও তার বংশধরদের অতিশয় বৃদ্ধি করার প্রতিজ্ঞা করেন

নোহের দিনের জলপ্লাবনের পর প্রায় ৩৫০ বছর পার হয়ে গিয়েছে। কুলপতি অব্রাহাম সমৃদ্ধশালী ঊর নগরে বাস করছিলেন, যেটাকে এখন ইরাক বলা হয়। অব্রাহাম অসাধারণ বিশ্বাসের অধিকারী একজন ব্যক্তি ছিলেন। কিন্তু, তার বিশ্বাস পরীক্ষিত হয়েছিল।

যিহোবা অব্রাহামকে তার জন্মস্থান ত্যাগ করতে এবং অন্য একটা দেশে যেতে বলেছিলেন, যা ছিল কনান দেশ। অব্রাহাম নির্দ্বিধায় বাধ্য হয়েছিলেন। তিনি তার স্ত্রী সারা এবং ভাইপো লোটসহ তার পরিবারকে সঙ্গে নিয়েছিলেন এবং এক দীর্ঘ যাত্রা করার পর কনানে তাঁবুতে বসবাসকারী একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন। অব্রাহামের সঙ্গে করা একটা নিয়ম বা চুক্তিতে যিহোবা প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি তার কাছ থেকে এক মহাজাতি উৎপন্ন করবেন, তার মাধ্যমে পৃথিবীর সমস্ত পরিবার আশীর্বাদপ্রাপ্ত হবে এবং তার বংশধরেরা কনান দেশের অধিকারী হবে।

অব্রাহাম ও লোট সমৃদ্ধি লাভ করেছিলেন, বিশাল মেষপাল ও গোপালের অধিকারী হয়েছিলেন। অব্রাহাম নিঃস্বার্থভাবে লোটকে তার ইচ্ছেমতো এলাকা বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন। লোট যর্দন নদীর উর্বর অঞ্চল বেছে নিয়েছিলেন এবং সদোম নগরের কাছে স্থায়ীভাবে বাস করেছিলেন। কিন্তু, সদোমের লোকেরা ছিল অনৈতিক—যিহোবার বিরুদ্ধে গুরুতর পাপী।

পরে যিহোবা ঈশ্বর অব্রাহামকে পুনরায় আশ্বাস দিয়েছিলেন যে, তার বংশধরেরা আকাশের তারার মতো অসংখ্য হয়ে উঠবে। অব্রাহাম সেই প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিলেন। কিন্তু, অব্রাহামের প্রিয় স্ত্রী সারা তখনও নিঃসন্তান ছিলেন। এরপর, অব্রাহামের বয়স যখন ৯৯ বছর আর সারার বয়স প্রায় ৯০ বছর, তখন ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন যে, সারার একটি ছেলে হবে। ঈশ্বরের বাক্যকে সত্য প্রমাণ করে, সারা ইস্‌হাকের জন্ম দিয়েছিলেন। অব্রাহামের আরও সন্তান হয়েছিল কিন্তু ইস্‌হাকের মাধ্যমেই এদনে প্রতিজ্ঞাত উদ্ধারকর্তা আসবেন।

ইতিমধ্যে, লোট ও তার পরিবার সদোমে বাস করছিল কিন্তু ধার্মিক লোট সেই নগরের অনৈতিক অধিবাসীদের মতো হয়ে ওঠেননি। যিহোবা যখন সদোমের ওপর বিচার নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি লোটকে আসন্ন ধ্বংস সম্বন্ধে আগে থেকে সতর্ক করার জন্য স্বর্গদূতদের পাঠিয়েছিলেন। স্বর্গদূতেরা লোট ও তার পরিবারকে সদোম থেকে পালিয়ে যাওয়ার এবং পিছন ফিরে না তাকানোর জন্য জোরালো পরামর্শ দিয়েছিল। এরপর যিহোবা সদোম এবং এর কাছাকাছি দুষ্ট নগর ঘমোরার ওপর অগ্নি ও গন্ধক বর্ষণ করেছিলেন, সেগুলোর সমস্ত অধিবাসীকে ধ্বংস করে দিয়েছিলেন। লোট ও তার দুই মেয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু লোটের স্ত্রী, সম্ভবত ফেলে আসা বিষয়গুলোর জন্য তীব্র আকাঙ্ক্ষা সহকারে পিছন ফিরে তাকিয়েছিলেন। এই অবাধ্যতার কারণে তিনি তার জীবন হারিয়েছিলেন।

—আদিপুস্তক ১১:১০–১৯:৩৮ পদের ওপর ভিত্তি করে।

  • কেন অব্রাহাম কনানে চলে গিয়েছিলেন?

  • যিহোবা অব্রাহামের সঙ্গে কোন চুক্তি করেছিলেন?

  • কেন যিহোবা সদোম ও ঘমোরা ধ্বংস করেছিলেন?

চুক্তির ঈশ্বর

বাইবেলের সময়ে, একটা চুক্তি ছিল আনুষ্ঠানিকভাবে কোনো মতৈক্যে পৌঁছানো। ধারাবাহিক কিছু চুক্তি, যেগুলো গুরুগম্ভীর প্রতিজ্ঞার সমরূপ, সেগুলোর মাধ্যমে যিহোবা ধীরে ধীরে প্রকাশ করেছিলেন যে, এদনে প্রতিজ্ঞাত উদ্ধারকর্তার বিষয়ে তাঁর উদ্দেশ্য কীভাবে পরিপূর্ণ হবে। অব্রাহামের সঙ্গে করা চুক্তি ইঙ্গিত দিয়েছিল যে, প্রতিজ্ঞাত ব্যক্তি অব্রাহামের বংশধারার মাধ্যমে আসবেন। পরবর্তী চুক্তিগুলো সেই ব্যক্তির পরিচয়কে আরও স্পষ্ট করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার