২১ নভেম্বর সপ্তাহের তালিকা
২১ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৫ অনু. ১০-১৭, ২০৩ পৃষ্ঠায় দেওয়া বাক্স (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: উপদেশক ৭-১২ (১০ মিনিট)
নং. ১: উপদেশক ৯:১৩–১০:১১ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: প্রেম ঈর্ষা করে না—১ করি. ১৩:৪ (৫ মিনিট)
নং. ৩: মানবজাতি জলপ্লাবন থেকে রক্ষা পায়—bm পৃষ্ঠা ৬ খণ্ড ৩ (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
১০ মিনিট: ঘোষণাবলি। প্রশ্ন বাক্স। বক্তৃতা।
১৫ মিনিট: সাক্ষ্যদান করার জন্য তাড়িত হয়েছিল। (লূক ২১:১২, ১৩) প্রহরীদুর্গ পত্রিকার ডিসেম্বর ১৫, ২০০৭, পৃষ্ঠা ২১, অনুচ্ছেদ ১; জুলাই ১৫, ২০০৭, পৃষ্ঠা ৩১, অনুচ্ছেদ ২১; মে ১, ২০০৫, পৃষ্ঠা ১৮, অনুচ্ছেদ ১-৩ এর ওপর ভিত্তি করে আলোচনা। যে-শিক্ষা লাভ করা গিয়েছে, সেই বিষয়ে মন্তব্য করার জন্য শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান।
১০ মিনিট: ডিসেম্বর মাসের জন্য সাহিত্য অর্পণ। আলোচনা। যে-সাহিত্য অর্পণ করা হবে, সেটির বিভিন্ন দিক বিবেচনা করুন আর একটা অথবা দুটো উপস্থাপনার নমুনা প্রদর্শন করে দেখান।
গান ৩৫ এবং প্রার্থনা