বৃদ্ধির জন্য বীজে অবশ্যই জল সেচন করতে হবে
১. বৃদ্ধির জন্য কীসে অবশ্যই জল সেচন করতে হবে?
১ বাগানে বপন করা বীজ বৃদ্ধির জন্য অবশ্যই জল সেচন করতে হবে। আমাদের এলাকায় লোকেদের হৃদয়ে সত্যের যে-বীজ বপন করা হয় সেটার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। (১ করি. ৩:৬) ঈশ্বরের বাক্য ব্যবহার করে পুনর্সাক্ষাৎ করার দ্বারা আমাদেরকে এই রূপক বীজগুলোতে অবশ্যই জল সেচন করতে হবে, যদি এগুলোকে শিকড় বিস্তার করতে, বৃদ্ধি পেতে এবং ফল উৎপন্ন করতে দেখতে চাই।
২. কীভাবে আমরা পরবর্তী সাক্ষাতের জন্য ভিত্তি স্থাপন করতে পারি?
২ একটা প্রশ্ন উত্থাপন করুন: আপনার উপস্থাপনা প্রস্তুত করার সময়, আগ্রহ জাগিয়ে তোলার মতো একটা প্রশ্নও প্রস্তুত করুন না কেন যেটার উত্তর আপনি পুনর্সাক্ষাৎ করার সময় দিতে পারেন? প্রথম সাক্ষাতে আলোচনার শেষে এটা উত্থাপন করুন এবং ফিরে আসার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করুন। অনেকেই বাইবেল শিক্ষা দেয় বই থেকে কিছু বিষয় বেছে নেওয়াকে উপকারজনক বলে মনে করে যেটা তাদেরকে একটা বাইবেল অধ্যয়নের নমুনা দেখানোর সুযোগ করে দেবে।
৩. আগ্রহের বিষয়গুলো সম্বন্ধে রেকর্ড রাখার সময় কোন তথ্যগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে?
৩ একটা রেকর্ড রাখুন: প্রথম সাক্ষাৎ করার সঙ্গেসঙ্গেই একটা রেকর্ড লিখে রাখার জন্য সময় করে নিন। ব্যক্তির নাম ও ঠিকানা লিখে রাখুন। আপনি যে-তারিখে ও যে-সময়ে তার সঙ্গে কথা বলেছেন, যে-বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং যদি দিয়ে থাকেন, তাহলে যে-সাহিত্য দিয়েছেন সেই সমস্তই লিখে রাখাও ভালো হবে। তিনি কি বলেছিলেন যে, তিনি এক নির্দিষ্ট ধর্ম পালন করেন? তার কি পরিবার রয়েছে? তিনি কি তার আগ্রহের ও উদ্বেগের বিষয়গুলো প্রকাশ করেছিলেন? এই ধরনের তথ্য আপনাকে ভবিষ্যতে যে-বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেগুলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। এ ছাড়া, যে-দিনে ফিরে যাওয়ার কথা দিয়েছেন সেই দিনটা এবং যে-প্রশ্নটার উত্তর দেবেন বলে বলেছেন সেটাও লিখে রাখুন।
৪. আগ্রহী ব্যক্তির সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় কেন আমাদের অধ্যবসায়ী হওয়া উচিত?
৪ অধ্যবসায়ী হোন: একজন ব্যক্তির হৃদয়ে বপন করা ‘বাক্য হরণ করিয়া লইয়া যাইবার’ প্রচেষ্টা থেকে শয়তান বিরত হবে না। (মার্ক ৪:১৪, ১৫) তাই, আগ্রহী ব্যক্তিকে যদি আবারও বাড়িতে পাওয়া কঠিন হয়, তাহলে হাল ছেড়ে দেবেন না। আপনি কি একটা চিঠি পাঠাতে বা দরজায় একটা নোট ছেড়ে আসতে পারেন? একজন অগ্রগামী একজন মহিলার সঙ্গে অধ্যয়ন শুরু করেছিলেন কিন্তু পুনরায় তাকে বাড়িতে পাওয়া কঠিন হয়ে উঠেছিল, তাই তাকে একটা চিঠি পাঠিয়েছিলেন। পরিশেষে, সেই বোন যখন তাকে বাড়িতে পেয়েছিলেন, তখন সেই মহিলা জানিয়েছিলেন যে, তার প্রতি যে-ব্যক্তিগত আগ্রহ দেখানো হয়েছিল, সেটা তার হৃদয়কে কতটা গভীরভাবে স্পর্শ করেছিল। সত্যের বীজগুলোতে আমরা যখন জল সেচন করি, তখন আমরা সেই আনন্দ লাভ করতে পারি, যা সেগুলো অঙ্কুরিত হতে, পরিপক্বতার দিকে বৃদ্ধি পেতে এবং ‘ত্রিশ গুণ, ষাট গুণ ও শত গুণ, ফল দিতে’ দেখা থেকে আসে।—মার্ক ৪:২০.