ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৯ পৃষ্ঠা ১
  • আগ্রহী ব্যক্তিদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন—কখন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আগ্রহী ব্যক্তিদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন—কখন?
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—পুনর্সাক্ষাৎ করার ভিত্তি স্থাপন করে
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রস্তুতি—কার্যকারী পুনর্সাক্ষাৎ করার এক চাবি
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৯ পৃষ্ঠা ১

আগ্রহী ব্যক্তিদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন—কখন?

১. শিষ্য তৈরি করার সঙ্গে কী জড়িত?

১ শিষ্য তৈরি করার অন্তর্ভুক্ত হল এমন যেকোনো ব্যক্তির কাছে ফিরে যাওয়া, যিনি যিহোবার রাজ্যের ব্যবস্থা সম্বন্ধে শেখার প্রতি এক ইচ্ছুক মনোভাবের ইঙ্গিত দেন। (মথি ২৮:১৯, ২০) পুনর্সাক্ষাৎ করার সবচেয়ে উত্তম সময় প্রায়ই আমাদের নিজেদের ও সেইসঙ্গে আগ্রহী ব্যক্তির তালিকার ওপর নির্ভর করে। কেন আমাদের প্রথম সাক্ষাতের অল্প কয়েক দিনের পর শীঘ্র ফিরে যাওয়া উচিত?

২, ৩. কেন আমাদের যত শীঘ্র সম্ভব ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত?

২ কেন শীঘ্র ফিরে যাবেন? আগ্রহী ব্যক্তিদের জন্য যখন এখনও “পরিত্রাণের দিবস” রয়েছে, তখন আমাদের অবশ্যই ‘বাক্য প্রচার করিবার কার্য্যে অনুরক্ত হইবার’ পরামর্শের প্রতি মনোযোগ দিতে হবে, যার অন্তর্ভুক্ত হল যে-আগ্রহ দেখা গিয়েছে, তা বৃদ্ধি করার জন্য যত শীঘ্র সম্ভব ফিরে যাওয়া।—২ করি. ৬:১, ২; ২ তীম. ৪:২.

৩ একজন আগ্রহী ব্যক্তির হৃদয়ে আমরা হয়তো রাজ্যের যে-বীজ বপন করি, শয়তান তা হরণ করার জন্য উৎসুক। (মার্ক ৪:১৪, ১৫) শীঘ্র ফিরে যাওয়া আমাদেরকে, যারা আগ্রহ দেখিয়েছে তাদের সেই আগ্রহের স্ফুলিঙ্গকে অন্যেরা নিভিয়ে দিতে সফল হওয়ার আগেই, আমাদের পূর্বের আলোচনাকে বৃদ্ধি করতে সমর্থ করে।

৪. কীভাবে আমরা হয়তো প্রথম সাক্ষাতেই পুনর্সাক্ষাৎ করার জন্য ভিত্তি স্থাপন করতে পারি?

৪ ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করুন: আপনি যদি গৃহকর্তার অকৃত্রিম আগ্রহের ব্যাপারে ও তা আপনার জন্য কোনো সমস্যার কারণ হবে না বলে নিশ্চিত হন, তাহলে আপনি প্রথম সাক্ষাৎ থেকে ফিরে আসার আগে, আবারও ফিরে যাওয়ার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করতে পারেন। একটা প্রশ্ন উত্থাপন করুন, যেটার উত্তর আপনি পরবর্তী সাক্ষাতে দেবেন। আপনার প্রথম সাক্ষাতের এক লিখিত রেকর্ড রাখা ও আপনার ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ। আপনার তালিকা যদি সুযোগ দেয়, তাহলে আপনি হয়তো পরের দিন অথবা এর অল্প সময় পরেই ফিরে আসতে পারেন কি না, তা জিজ্ঞেস করতে পারেন। আপনার প্রথম সাক্ষাৎটা যদি সপ্তাহান্তে হয়ে থাকে এবং আগ্রহী ব্যক্তি যদি সপ্তাহের দিনগুলোতে কাজ করেন, তাহলে তিনি সম্ভবত পরের সপ্তাহান্তে সাক্ষাৎ করার ব্যাপারে সম্মত হবেন। সংবেদনশীল এলাকাগুলোতে, প্রাচীনেরা হয়তো পরামর্শ দিতে পারে যে, প্রকৃত আগ্রহের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই আমরা বাইবেল শিক্ষা দেয় বই অর্পণ করব, হয়তো দ্বিতীয় অথবা তৃতীয়বার সাক্ষাৎ করার সময়। আপনি যদি ফিরে যাওয়ার ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই আপনার কথা রাখুন।—মথি ৫:৩৭.

৫. কীভাবে দেরি না করে আবারও আমাদের ফিরে যাওয়া আমাদেরকে যিশুর শিষ্য তৈরি করার আদেশ পালন করতে সাহায্য করবে?

৫ আগ্রহী ব্যক্তিদের কাছে যত শীঘ্র সম্ভব ফিরে যাওয়ার জন্য আমাদের উত্তম কারণগুলো রয়েছে। তাই, ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করুন ও শীঘ্র ফিরে যান কারণ “সময় সঙ্কুচিত।” (১ করি. ৭:২৯) রাজ্যের বার্তার প্রতি আগ্রহী এমন ব্যক্তিদের সঙ্গে আমরা যত শীঘ্র পুনর্সাক্ষাৎ করব, আমাদের প্রচেষ্টা তত বেশি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার