প্রস্তুতি—কার্যকারী পুনর্সাক্ষাৎ করার এক চাবি
১ ‘রাজ্যের সুসমাচারের’ কার্যকারী প্রচারক হওয়ার জন্য যিশু তাঁর শিষ্যদেরকে ভালভাবে প্রস্তুত করেছিলেন। (মথি ৪:২৩; ৯:৩৫) শুধুমাত্র প্যালেস্টাইনে প্রচার করার সময় সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু, স্বর্গারোহণ করার আগে যিশু জানিয়েছিলেন যে, ‘সমুদয় জাতিকে শিষ্য করিবার’ জন্য খ্রিস্টীয় পরিচর্যা ব্যাপকভাবে বিস্তৃত হবে।—মথি ২৮:১৯, ২০.
২ সেই কাজের সঙ্গে, ঈশ্বরের রাজ্যের সুসমাচারের প্রতি আগ্রহ দেখিয়েছে এমন ব্যক্তিদের কাছে ফিরে যাওয়া এবং খ্রিস্ট যা যা আজ্ঞা দিয়েছেন, সেই সমস্ত পালন করতে তাদেরকে শিক্ষা দেওয়া জড়িত। এই ধরনের কার্যকারী পুনর্সাক্ষাৎগুলো করার জন্য আমাদের উত্তমভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
৩ আগে থেকে পরিকল্পনা করুন: কিছু প্রকাশক প্রথম সাক্ষাতের শেষে একটা প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করে আর তারপর ফিরে এসে সেটার উত্তর দেওয়ার প্রতিজ্ঞা করে। তারা দেখেছে যে, পুনর্সাক্ষাতের সময় বাইবেল শিক্ষা দেয় বই থেকে তথ্য সম্বন্ধে উল্লেখ করা তাদেরকে তৎক্ষণাৎ একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে সাহায্য করেছে।
৪ তিন মাস অন্তর শুধুমাত্র একটি পত্রিকা পাওয়ার অর্থ এই নয় যে, আবার ফিরে যাওয়ার আগে, পরবর্তী সংখ্যাটি না পাওয়া পর্যন্ত, আমাদের অপেক্ষা করা উচিত। সেই ব্যক্তির কাছে ইতিমধ্যেই যে-পত্রিকাটি রয়েছে, সেটিতে দেওয়া তথ্য আলোচনা করার দ্বারা হয়তো আগ্রহ জাগিয়ে তোলা সম্ভব হতে পারে। এলাকাতে মুখোমুখি হওয়া বিরোধিতা ও গভীর ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখে, পুনর্সাক্ষাৎ করার সময় আমাদের চারদিকে লক্ষ রাখতে ও সতর্ক থাকতে হবে।
৫ একটা লক্ষ্য স্থাপন করুন: ফিরে যাওয়ার আগে, আপনার রেকর্ডগুলো পুনরায় দেখার ও আপনি যা সম্পাদন করতে চান, তা স্থির করার জন্য কয়েক মিনিট সময় নিন। উদাহরণস্বরূপ, আপনি যে-প্রকাশনাটি আগে দিয়ে এসেছিলেন, তার থেকে একটা বিষয় আলোচনা করুন। অথবা অতিরিক্ত কোনো সাহিত্য দিয়ে আসুন, যেটি আগের কোনো আলোচনার সঙ্গে সম্পর্কযুক্ত। গতবার যদি আপনি কোনো প্রশ্ন উত্থাপন করে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই আপনার লক্ষ্য হবে সেই প্রশ্নের উত্তর দেওয়া। যে-বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটিকে সমর্থন করে এমন একটি শাস্ত্রপদের ওপর জোর দেওয়ার সময় বাইবেল থেকে সরাসরি সেটি পড়ার চেষ্টা করুন।
৬ আমাদের লক্ষ্য: অবশ্য, আমাদের লক্ষ্য হল একটা বাইবেল অধ্যয়ন শুরু করা। একজন ভাই পুনর্সাক্ষাতের সময় একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই ব্যক্তি তা প্রত্যাখ্যান করেছিলেন। সেই ভাই নতুন পত্রিকাগুলো নিয়ে ফিরে গিয়েছিলেন আর বলেছিলেন, “আজকে আমরা লোকদেরকে বাইবেলের একটা প্রশ্নের উত্তর দিচ্ছি।” ওই ব্যক্তির মন্তব্য শোনার পর, সেই ভাই একটি শাস্ত্রপদ আর বাইবেল অধ্যয়নের জন্য ব্যবহৃত একটি প্রকাশনা থেকে উপযুক্ত একটা অনুচ্ছেদ পড়েছিলেন। সেটা একটা নিয়মিত বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করেছিল।
৭ পুনর্সাক্ষাৎগুলো করার জন্য প্রস্তুত হতে সময় করে নেওয়ার মূল্য রয়েছে। আমাদের আনন্দ বৃদ্ধি পাবে আর আমাদের হয়তো “নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW]” কোনো ব্যক্তিকে জীবনের পথে চলতে সাহায্য করার বিশেষ সুযোগ থাকবে।—প্রেরিত ১৩:৪৮.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কীভাবে প্রাথমিক খ্রিস্টীয় পরিচর্যা বিস্তৃত হওয়ার কথা ছিল?
২. যিশুর দেওয়া ‘শিষ্য করিবার’ আজ্ঞার প্রতি বাধ্য হওয়ার সঙ্গে কী জড়িত?
৩. কীভাবে আপনি হয়তো এমনকি প্রথম সাক্ষাতেই একটা পুনর্সাক্ষাতের পথ খুলে দিতে পারেন?
৪. পত্রিকার নতুন সংখ্যাগুলো না পাওয়া পর্যন্ত কেন আমাদের পুনর্সাক্ষাৎ করতে দেরি করা উচিত নয়?
৫. মনে মনে একটা লক্ষ্য স্থাপন করার উপকারিতা কী?
৬. পুনর্সাক্ষাৎগুলো করার সময় আমাদের লক্ষ্য কী?
৭. কীভাবে উত্তম প্রস্তুতি নেওয়া আপনাকে একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে সাহায্য করেছে?