ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৩ পৃষ্ঠা ৬
  • “সঠিক প্রবণতাসম্পন্ন” ব্যক্তিদের সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সঠিক প্রবণতাসম্পন্ন” ব্যক্তিদের সাহায্য করুন
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পুনর্সাক্ষাৎ বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রস্তুতি—কার্যকারী পুনর্সাক্ষাৎ করার এক চাবি
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পুনর্সাক্ষাৎগুলি করার জন্য সাহসী হয়ে উঠুন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আরও বাইবেল অধ্যয়ন—প্রয়োজন
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৩ পৃষ্ঠা ৬

“সঠিক প্রবণতাসম্পন্ন” ব্যক্তিদের সাহায্য করুন

১ প্রত্যেক ব্যক্তির এক স্বাভাবিক প্রবণতা রয়েছে, যা তার রূপক হৃদয়ে দৃঢ়ভাবে শিকড় গেড়ে আছে। (মথি ১২:৩৫) বাইবেল একজন ব্যক্তির সম্বন্ধে বলে, যার “অন্তঃকরণ যুদ্ধময়।” (গীত. ৫৫:২১) কেউ কেউ “ক্রোধী।” (হিতো. ২৯:২২) কিন্তু, এমন লোকও আছে যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত [“সঠিক প্রবণতাসম্পন্ন,” NW]।” (প্রেরিত ১৩:৪৮) আমাদের দিনে, যিহোবা এই ধরনের সঠিক প্রবণতাসম্পন্ন ব্যক্তিদের নিজের কাছে সংগ্রহ করছেন। (হগয় ২:⁠৭) কীভাবে আমরা তাদের যিহোবার উপাসক হতে সাহায্য করতে পারি?

২ যত্নের সঙ্গে পুনর্সাক্ষাৎ করুন: আমাদের শিষ্য তৈরি করার কার্যভারকে আমরা যাতে পূর্ণ করতে পারি, সেইজন্য পুনর্সাক্ষাৎ করা সম্বন্ধে সঠিক দৃষ্টিভঙ্গি থাকা গুরুত্বপূর্ণ। (মথি ২৮:​১৯, ২০) আমরা যে-আগ্রহ দেখতে পাই, সেটাকে বাড়ানোর জন্য আমরা কি তৎপর? যারা সাহিত্য নেয় অথবা যারা সুসমাচারের প্রতি আগ্রহ প্রকাশ করে, আমরা কি তাদের সকলের কাছে আবার ফিরে যাই? তাদেরকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য আমরা কি সবসময় চেষ্টা করে চলি? যেহেতু জীবন জড়িত, তাই আমরা যেসব আগ্রহ দেখতে পাই, সেই সমস্ত আগ্রহ বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করা উচিত।

৩ একজন আগ্রহী ব্যক্তির সঙ্গে আপনার যে-কথাবার্তা হয়েছিল, সেটা ভুলে যাওয়ার আগেই তার নাম ও ঠিকানা লিখে রাখার জন্য একটু সময় নিন। যে-বিষয়টা আলোচনা করা হয়েছিল, যে-শাস্ত্রপদগুলো পড়া হয়েছিল এবং যে-সাহিত্য অর্পণ করা হয়েছিল, তা লিখে রাখুন। এরপর, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাওয়ার কথা মনে রাখুন।

৪ পুনর্সাক্ষাৎ করা: কোনো পুনর্সাক্ষাৎ করার সময় আপনার আন্তরিক ও বন্ধুত্বপরায়ণ হওয়া এবং গৃহকর্তার প্রতি ব্যক্তিগত অকৃত্রিম আগ্রহ দেখানো সাহায্যকারী। আলোচনা যেন সরল ও শাস্ত্রীয় হয়। আলোচনা করার জন্য বাইবেলের একটা আগ্রহজনক বিষয় প্রস্তুত করুন এবং সাক্ষাতের শেষে এমন একটা প্রশ্ন করুন, যেটার উত্তর পরের সাক্ষাতে দেওয়া যেতে পারে। গৃহকর্তা প্রকাশ করতে পারেন এরকম অশাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে অযথা তর্কবিতর্ক করা এড়িয়ে চলা সবচেয়ে ভাল। আপনার ও গৃহকর্তার মধ্যে যে-বিষয়গুলোর মিল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা গড়ে তোলার চেষ্টা করুন।​—⁠কল. ৪:⁠৬.

৫ পুনর্সাক্ষাৎগুলো করার জন্য প্রচেষ্টার দরকার কিন্তু পুরস্কারগুলো পরিতৃপ্তিদায়ক। জাপানের একজন অগ্রগামী প্রত্যেক মাসে আরও বেশি করে পুনর্সাক্ষাৎ করার এক লক্ষ্য স্থাপন করেছিলেন। তিনি ঘরে ঘরে কাজের সময় যাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তাদের সকলের একটা তালিকা রাখতে শুরু করেছিলেন আর তারপর সাত দিনের মধ্যে, তিনি আবারও তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি কী বলবেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করেছিলেন এবং তিনি যে-বার্তা বহন করছিলেন, সেটার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রেখে তার পরিচর্যা চালিয়ে গিয়েছিলেন। তার সাক্ষাৎগুলোর একটাতে তিনি এমন একজন ব্যক্তির সঙ্গে অধ্যয়ন শুরু করতে পেরেছিলেন যিনি বলেছিলেন: “আমি আপনাদের লোকেদের সাক্ষাৎগুলোকে সবসময়ই প্রত্যাখ্যান করেছি। এই প্রথমবার আমি শুনেছি।” অগ্রগামীর প্রেমময় অধ্যবসায় ভাল ফল এনেছিল। মাসের শেষে তিনি দশটা বাইবেল অধ্যয়নের রিপোর্ট করেন।

৬ লোকেদের পরিস্থিতিগুলো অনবরতভাবে পরিবর্তিত হচ্ছে। (১ করি. ৭:​৩১, NW) একজন আগ্রহী ব্যক্তিকে বাড়িতে পুনরায় পাওয়ার জন্য প্রায়ই অনেক চেষ্টার দরকার হয়। যত্নের সঙ্গে আমাদের পুনর্সাক্ষাৎগুলো করার দ্বারা, আমরা সঠিক প্রবণতাসম্পন্ন ব্যক্তিদের অনন্তজীবনের পথে চলতে সাহায্য করতে পারি।​—⁠মথি ৭:​১৩, ১৪.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আমাদের দিনে, যিহোবা কাদেরকে নিজের কাছে সংগ্রহ করছেন?

২. আমাদের শিষ্য তৈরি করার কার্যভার পূর্ণ করার সঙ্গে কী জড়িত?

৩. পরিচর্যায় কারও সঙ্গে কথাবার্তা বলার পর আমাদের কী করা উচিত?

৪. কীভাবে আমরা কার্যকরী পুনর্সাক্ষাৎগুলো করতে পারি?

৫. একজন অগ্রগামী কোন প্রচেষ্টা করেছিলেন এবং এর ফল কী হয়েছিল?

৬. পুনর্সাক্ষাৎগুলো করার ব্যাপারে কেন আমাদের অবশ্যই অধ্যবসায়ী হতে হবে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার