পরিচর্যায় আমাদের দক্ষতা বৃদ্ধি করা—আগ্রহী ব্যক্তিদের রেকর্ড রাখার দ্বারা
“আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও।” (১ তীম. ৪:১৬) তীমথিয়কে দেওয়া প্রেরিত পৌলের এই অনুপ্রাণিত পরামর্শ ইঙ্গিত দেয় যে, আমরা নতুন অথবা অভিজ্ঞ যাই হই না কেন, উন্নতি করার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। তা করতে আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের রাজ্যের পরিচর্যা-য় এক নতুন ধারাবাহিক প্রবন্ধ প্রকাশ করা হবে, যেটার শিরোনাম হল “পরিচর্যায় আমাদের দক্ষতা বৃদ্ধি করা।” প্রতিটা প্রবন্ধ একটা গুরুত্বপূর্ণ দক্ষতা নিয়ে আলোচনা করবে আর কীভাবে তা গড়ে তোলা যায়, সেই বিষয়ে কিছু পরামর্শ প্রদান করবে। সারা মাস ধরে, সকলকে সেই দক্ষতাটার ওপর বিশেষ মনোযোগ দিতে উৎসাহিত করা হচ্ছে। মাস শেষ হওয়ার পর, আমরা সেই দক্ষতার প্রতি মনোযোগ দেওয়ার দ্বারা কীভাবে উপকৃত হয়েছি, সেই বিষয়ে পরিচর্যা সভার একটা অংশ আমাদেরকে মন্তব্য করার সুযোগ করে দেবে। এই মাসে আমাদেরকে আগ্রহী ব্যক্তিদের রেকর্ড রাখার বিষয়টার ওপর কাজ করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমাদের কার্যভার সম্পন্ন করার জন্য আমাদের প্রচার করার চেয়ে আরও বেশি কিছু করতে হবে। আমাদের অবশ্যই আগ্রহী ব্যক্তিদের কাছে ফিরে যেতে ও তাদেরকে শিক্ষা দিতে হবে আর এভাবে আমরা সত্যের যে-বীজ রোপণ করেছি, তাতে জল সেচন করে যাব। (মথি ২৮:১৯, ২০; ১ করি. ৩:৬-৯) এর জন্য প্রয়োজন সেই ব্যক্তির সঙ্গে আবারও সাক্ষাৎ করা, তার চিন্তার বিষয়গুলো নিয়ে কথা বলা ও সেইসঙ্গে আমাদের আগের কথোপকথনের ওপর ভিত্তি করে আলোচনা চালিয়ে যাওয়া। তাই, আমরা যখন কোনো আগ্রহী ব্যক্তিকে খুঁজে পাই, তখন সেটার একটা রেকর্ড রাখা দরকার।