অবশ্যই ফিরে যান!
১ “কী ভাল আলোচনাই যে হয়েছে কী বলব! আমি ওই ব্যক্তির কাছে ফিরে যাবই যাব। তার ঠিকানা আমি একেবারেই ভুলব না।” আপনি কি কখনও এই কথাগুলো বলেছেন আর পরে ভুলে গেছেন যে সেই ব্যক্তি কোথায় থাকেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি জানেন যে আপনার কী করা দরকার। আপনি তার কাছে অবশ্যই ফিরে যেতে পারেন কিন্তু তার জন্য আপনার খাতা-কলমকে একটু কাজে লাগাতে হবে।
২ সমস্ত কিছু লিখে রাখুন: যে ব্যক্তির সঙ্গে আপনার খুব ভাল আলোচনা হয়েছিল, তার সম্বন্ধে একেবারে ভুলে যাওয়ার আগেই কিছু কিছু বিষয় লিখে নিন। সেই ব্যক্তির নাম ও ঠিকানার সঙ্গে সঙ্গে তাকে আপনি কী করে চিনবেন তা লিখে রাখুন। কিন্তু আপনি যা কিছুই লিখুন না কেন, আন্দাজে না লিখে ঠিক মতো জেনে নিয়ে তবেই লিখুন। কোন্ বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন, কোন্ কোন্ পদ পড়েছিলেন আর তাকে কোন্ পত্রিকা বা বই দিয়েছেন তাও লিখে রাখুন।
৩ আপনি যদি তাকে কোন একটা প্রশ্ন করে পরের বার এসে তার উত্তর দেবেন বলে আসেন, তাহলে সেই প্রশ্নটাও লিখে রাখুন। আপনি কি সেই ব্যক্তি, তার পরিবার বা তার ধর্ম সম্বন্ধে কিছু জেনেছেন? যদি জেনে থাকেন, তাহলে সে সম্বন্ধেও কিছু লিখে রাখুন। পরের বার যখন আপনি এই ব্যক্তির কাছে যাবেন ও যে সমস্ত বিষয় আপনি লিখে নিয়েছেন তার থেকে কথা বলবেন তখন তা দেখাবে যে আপনি ওই ব্যক্তিকে গুরুত্ব দেন। এরপর আবার কবে ও কোন্ সময়ে আপনি তার কাছে যাবেন সেটাও লিখে রাখুন। তাই আপনি যখন সবকিছু লিখে রাখেন তখন আপনার কাছে ঠিক ঠিক তথ্য থাকবে আর আপনার মনেও থাকবে যে ফিরে যাবেন বলে আপনি কাউকে কথা দিয়েছেন।—১ তীম. ১:১২.
৪ সবকিছু লেখার পর সেটাকে আপনি আপনার প্রচারের ব্যাগে বাইবেল, যুক্তি (ইংরেজি) বই এবং অন্য বইপত্রিকার সঙ্গে রাখুন যেন সহজেই তা হাতের কাছে পেতে পারেন। কোন ঘরে যদি তালা থাকে, তাহলে সেই ঘরগুলোর নম্বর একটা আলাদা হাউস-টু-হাউস রেকর্ড কার্ডে আর যে আগ্রহী লোকেদের কাছে আপনি আবার ফিরে যাবেন তাদের নাম ঠিকানা অন্য একটা কার্ডে লেখা ভাল। আবার ফিরে যাওয়ার জন্য আপনি সমস্ত কিছুই লিখে নিয়েছেন, তাই আপনার এই লেখালেখি তখনই কাজে আসবে যখন আপনি অবশ্যই ফিরে যাবেন!
৫ সেই ব্যক্তিকে নিয়ে ভাবুন: প্রচারে যাওয়ার আগে আপনি যখন প্রচারের জন্য তৈরি হন তখন আবার ফিরে যাওয়ার জন্য আপনি যা যা লিখেছেন, তা একবার দেখে নিন। আর মনে মনে ঠিক করে নিন যে আলাদা আলাদা ব্যক্তিদের কাছে কী কী বলা সবচেয়ে ভাল হবে। ভেবে দেখুন যে কীভাবে সেই ব্যক্তির আগ্রহকে বাড়ানো যায় যেন তার সঙ্গে বাইবেল স্টাডি শুরু করা যেতে পারে। সুসমাচারের প্রচারক হওয়ায় এইভাবে তৈরি করে আপনি প্রচারে আরও বেশি আনন্দ এবং আরও ভাল ফল পাবেন।—হিতো. ২১:৫ক
৬ তাহলে এর পরের বার যখন কোন ব্যক্তির সঙ্গে আপনার খুব ভাল আলোচনা হয়, তখন ভেবে নেবেন না যে তার কথা মনে রেখে তার কাছে ফিরে যাওয়াটা কোন ব্যাপারই নয়। এর বদলে সমস্ত কিছু লিখে নিন আর পরে তা ভাল করে দেখে নিয়ে, সেই ব্যক্তিকে কী বলবেন তা ঠিক করে অবশ্যই তার কাছে ফিরে যান!