১৪ নভেম্বর সপ্তাহের তালিকা
১৪ নভেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ১ এবং প্রার্থনা
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
lv অধ্যায় ১৫ অনু. ১-৯ (২৫ মিনিট)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: উপদেশক ১-৬ (১০ মিনিট)
নং. ১: উপদেশক ৬:১-১২ (৪ মিনিট বা এর চেয়ে কম সময়)
নং. ২: পরমদেশ হারিয়ে যায়—bm পৃষ্ঠা ৫ খণ্ড ২ (৫ মিনিট)
নং. ৩: যে-কারণে সত্য খ্রিস্টানরা রোমীয় ১২:১৯ পদের পরামর্শে মনোযোগ দেয় (৫ মিনিট)
❑ পরিচর্যা সভা:
৫ মিনিট: ঘোষণাবলি।
১৫ মিনিট: আপনি কি “স্ব-ইচ্ছায় দান” করে আনন্দিত হন? ২০১১ সালের ১৫ নভেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ২২-২৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে একজন প্রাচীনের দ্বারা বক্তৃতা।
১৫ মিনিট: “বৃদ্ধির জন্য বীজে অবশ্যই জল সেচন করতে হবে।” প্রশ্নোত্তর। ৩ অনুচ্ছেদ বিবেচনা করার পর, এমন একটা স্বগতোক্তি অন্তর্ভুক্ত করুন, যেখানে একজন প্রকাশক একটা পুনর্সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি সেই ব্যক্তি সম্বন্ধীয় তার লেখা রেকর্ডটি আরেকবার দেখেন এবং পূর্বের সাক্ষাতে প্রকাশক যে-প্রশ্নটা করেছিলেন কীভাবে সেটার উত্তর দেওয়া যায় ও কীভাবে বাইবেল শিক্ষা দেয় বইটি দিয়ে একটা অধ্যয়ন শুরু করা যায়, সেই বিষয়টা বিবেচনা করেন। পুনর্সাক্ষাতের অন্তর্ভুক্ত কী সেই সম্বন্ধে ২০০৬ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠায় দেওয়া ইনসার্টের ৭ অনুচ্ছেদটি সংক্ষেপে পুনরালোচনা করুন।
গান ৪৪ এবং প্রার্থনা