পরিচর্যা সভার তালিকা
১০ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ৫ (৪৬)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। ৬ পৃষ্ঠায় দেওয়া ভূমিকাগুলো অথবা আপনার এলাকার জন্য উপযুক্ত অন্যান্য উপস্থাপনা ব্যবহার করে, কীভাবে ১৫ই ডিসেম্বর প্রহরীদুর্গ এবং অক্টোবর থেকে ডিসেম্বর সচেতন থাক! পত্রিকা অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
২০ মিনিট: ২০০৮ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়। বিদ্যালয় অধ্যক্ষের দ্বারা বক্তৃতা। ২০০৭ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট থেকে স্থানীয়ভাবে প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর জোর দিয়ে আলোচনা করুন। সহায়ক পরামর্শদাতার ভূমিকাটি পুনরালোচনা করুন। সকলকে তাদের কার্যভার পূর্ণ করার, বাইবেল পাঠের প্রধান বিষয়গুলোতে অংশ নেওয়ার এবং প্রতি সপ্তাহে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) বই থেকে দেওয়া পরামর্শগুলো কাজে লাগানোর বিষয়ে অধ্যবসায়ী হতে উৎসাহিত করুন।
১৫ মিনিট: “ভগ্নহৃদয়ের লোকেদের সান্ত্বনা দিন।”a একটা অথবা দুটো সংক্ষিপ্ত স্থানীয় অভিজ্ঞতা বর্ণনা করুন।
গান ৯ (৩৭)
১৭ই ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২০ (৯৩)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। আমাদের রাজ্যের পরিচর্যা থেকে নির্বাচিত ঘোষণাবলি।
১৫ মিনিট: “পরিচর্যার জন্য আমাদের অবশ্যই উদ্যোগ বজায় রাখতে হবে।”b এমন একজন প্রকাশকের সাক্ষাৎকার নিন, যিনি পরিচর্যায় উদ্যোগী বলে পরিচিত। জিজ্ঞেস করার মতো প্রশ্নগুলো হল: আপনার উদ্যোগ বজায় রাখার জন্য আপনাকে কোন প্রচেষ্টাগুলো করতে হয়েছে? আপনার উদ্যোগ বজায় রাখার জন্য কী আপনাকে সাহায্য করেছে?
২০ মিনিট: “সত্যের পক্ষে সাক্ষ্য দেয় এমন পত্রিকাগুলো অর্পণ করুন।”c ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠা থেকে কিছু মন্তব্য করতে বলুন। জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকাটি পড়ার জন্য শ্রোতাদেরকে উৎসাহিত করুন। তাদেরকে পরের সপ্তাহের সভায় এই পত্রিকাটিকে সঙ্গে করে আনতে বলুন।
গান ১৬ (১৪৩)
২৪শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৬ (২১২)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। হিসাবের রিপোর্ট এবং দানের স্বীকৃতি পড়ুন। জানুয়ারি মাসের সাহিত্য অর্পণের বিষয়ে উল্লেখ করুন এবং একটা উপযুক্ত উপস্থাপনা দেখানোর ব্যবস্থা করুন।
১৫ মিনিট: নতুন পত্রিকাটি অর্পণ করার জন্য প্রস্তুত হোন। জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকাটির ওপর ভিত্তি করে শ্রোতাদের সঙ্গে আলোচনা। সংক্ষেপে সারাংশ আলোচনা করার পর, শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কোন প্রবন্ধগুলো এলাকায় আগ্রহজনক হতে পারে এবং কেন। যে-প্রবন্ধগুলো তারা তুলে ধরার পরিকল্পনা করেছে, সেগুলোর কয়েকটা ব্যবহার করে শ্রোতাদেরকে কিছু প্রস্তাবনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। কথোপকথন শুরু করার জন্য কী প্রশ্ন করা যেতে পারে? এরপর প্রবন্ধ থেকে কোন শাস্ত্রপদটি পড়া যেতে পারে? কীভাবে শাস্ত্রপদটিকে প্রবন্ধের সঙ্গে সম্পর্কযুক্ত করা যেতে পারে? আমাদের রাজ্যের পরিচর্যা-য় নমুনারূপে দেওয়া উপস্থাপনাটি অথবা শ্রোতাদের দ্বারা প্রস্তাবিত একটা উপস্থাপনা ব্যবহার করে কীভাবে পত্রিকাটি অর্পণ করতে হয়, সেই বিষয়ে নমুনা দেখান।
২০ মিনিট: “একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করাকে আপনার লক্ষ্য করে তুলুন।”d এমন একজন অথবা দুজনের সাক্ষাৎকার নিন, যারা সম্প্রতি একটা বাইবেল অধ্যয়ন শুরু করেছে। কীভাবে অধ্যয়ন শুরু করা গিয়েছিল? সেই অধ্যয়ন কীরকম উন্নতি করছে?
গান ৮ (৫৩)
৩১শে ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৩ (২০০)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি। প্রকাশকদের ডিসেম্বর মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দেওয়ার কথা মনে করিয়ে দিন।
১৫ মিনিট: ঈশ্বরীয় ভক্তির প্রেরণাদায়ক শক্তি। ১৯৯০ সালের ১লা জুলাই প্রহরীদুর্গ পত্রিকার ২২-৩ পৃষ্ঠার ওপর ভিত্তি করে উৎসাহজনক বক্তৃতা।
২০ মিনিট: চরম দুর্দশার মুখে আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখুন। ২০০৬ সালের ১৫ই আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার ২৬-২৭ পৃষ্ঠার ৫-৯ অনুচ্ছেদের ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা।
গান ১ (১৩)
৭ই জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৩ (১২৪)
১০ মিনিট: স্থানীয় ঘোষণাবলি।
১৫ মিনিট: স্থানীয় প্রয়োজন।
২০ মিনিট: “আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করা।”e পরিচর্যায় আরও বেশি করার জন্য চেষ্টা করছে এমন ভাইবোনদের থেকে মন্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করুন আর তাদেরকে ব্যাখ্যা করতে বলুন যে, কীভাবে তারা তাদের পরিচর্যায় আরও বেশি করার জন্য ক্রমাগত সুযোগগুলো খুঁজে নেয়। মন্তব্য করার জন্য আগে থেকে একজন কিংবা দুজনকে বলে রাখা যেতে পারে।
গান ২৪ (১৮৫)
[পাদটীকাগুলো]
a এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
b এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
c এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
d এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।
e এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভূমিকা করে, প্রশ্নোত্তর আলোচনা চালিয়ে যান।