বিশ্বাসের এক প্রমাণ!
১ যিশু তাঁর আগমন বা উপস্থিতি এবং যুগান্তের বিষয়ে যখন বলছিলেন, তখন প্রেরিতরা খুব মনোযোগের সঙ্গে তা শুনেছিল। উদ্বিগ্ন করার মতো ঘটনাগুলো—যুদ্ধ, দুর্ভিক্ষ, ভূমিকম্প, মহামারী—মানবজাতির ওপর ঘটতে যাচ্ছিল। এরপর যিশু বলেছিলেন যে, তাঁর অনুসারীদের দ্বেষ করা হবে, ক্লেশ দেওয়া হবে এবং হত্যা করা হবে। মিথ্যা ভাববাদীদের উদয় হবে এবং তারা অনেককে ভ্রান্ত করবে। অধিকাংশ লোকের প্রেম শিথিল হয়ে পড়বে।
২ এইরকম প্রেক্ষাপট সম্বন্ধে বলার পর, প্রেরিতরা নিশ্চয়ই এটা শুনে অবাক হয়ে গিয়েছিল যখন যিশু বলেছিলেন যে, ঈশ্বরের রাজ্যের সুসমাচার সমুদয় পৃথিবীতে প্রচারিত হবে। (মথি ২৪:৩-১৪) আজকে আমরা সেই রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণীর লক্ষণীয় পরিপূর্ণতা দেখতে পাচ্ছি। যদিও আমরা এক সংকটপূর্ণ সময়ে বাস করছি, তবুও যিহোবার সাক্ষিরা উদ্যোগের সঙ্গে সুসমাচার ঘোষণা করে চলেছে। জগতের লোকেদের প্রেম যেখানে শিথিল হয়ে পড়ছে, সেখানে আমাদের ভালবাসা দিন দিন আরও গভীর হচ্ছে। ‘সমুদয় জাতির’ দ্বারা দ্বেষের শিকার হওয়া সত্ত্বেও, আমরা প্রায় প্রতিটা জাতির কাছে প্রচার করি।
৩ বিগত পরিচর্যা বছরে যিহোবার সাক্ষিদের কার্যাবলিকে পুনরালোচনা করা কতই না উৎসাহজনক, যা ৩ থেকে ৬ পৃষ্ঠায় দেওয়া চার্টে দেখানো হয়েছে! বিগত বছরগুলোর মতোই এই ১৬তম বছরেও প্রচার ও শিষ্য তৈরির কাজে ১০০ কোটিরও বেশি ঘন্টা ব্যয় করা হয়েছে। বিশ্বাসের কী এক প্রমাণ! অগ্রগামীদের সংখ্যা ৫.৮ শতাংশ, প্রকাশকদের সংখ্যা ৩.১ শতাংশ এবং বাইবেল অধ্যয়নের সংখ্যা ৪.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। বাপ্তিস্মের সংখ্যা গত পরিচর্যা বছরের চেয়ে এবার ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রায় ৭০ লক্ষ লোক বিশ্বস্তভাবে যিহোবাকে সেবা করছে তা দেখা রোমাঞ্চকর—মানব ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি! চার্টটা পরীক্ষা করে দেখার সময় কোন বিষয়টা বিশেষ করে আপনাকে উৎসাহিত করে?
৪ যদিও এই পরিসংখ্যান খুবই উল্লেখযোগ্য কিন্তু আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে, এই সংখ্যা সেই লোকেদের প্রতিনিধিত্ব করে, যারা তাদের বিশ্বাসের প্রমাণ দিয়েছে। একটা উদাহরণ বিবেচনা করুন। গিলয়েরমো বলিভিয়ায় বড় হয়েছেন। ১৯৩৫ সালে তার জন্ম এবং নয় বছর বয়স থেকে তিনি কোকা চাষ করার কাজ করেছেন। কঠিন শারীরিক পরিশ্রমের ধকল থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি ছোটোবেলা থেকেই কোকা পাতা চিবোতেন। পরবর্তী সময়ে তিনি প্রচুর মদ খেতেন ও ধূমপানও করতেন। যিহোবা তার কাছ থেকে কী চান, এটা যখন গিলয়েরমো জানতে পেরেছিলেন, তখন তিনি ধূমপান করা এবং মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। কিন্তু, কোকা পাতা চিবোনোর তার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করা তার জন্য সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়েছিল। এই অভ্যাসটা ত্যাগ করার জন্য তিনি অবিরত প্রার্থনা করেছিলেন এবং শেষপর্যন্ত অভ্যাসটা ছাড়তে পেরেছিলেন। তার বদভ্যাসগুলোকে পরিত্যাগ করে তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন। তিনি বলেন, ‘এখন আমি শুচি বোধ করি আর আমি খুব খুশি।’
৫ লোকেদের প্রতি যিহোবা সত্যিই আগ্রহী। প্রত্যেকে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছায় এটাই তাঁর বাসনা। (২ পিতর ৩:৯) এটা আমাদেরও বাসনা। আমাদের হৃদয় যেন আমাদেরকে সৎহৃদয়ের লোকেরা যাতে যিহোবাকে জানতে এবং আমরা তাঁকে যেভাবে ভালবাসি সেভাবে ভালবাসতে পারে, সেইজন্য তাদের সাহায্য করে চলতে আমাদের যথাসাধ্য করার জন্য অনুপ্রাণিত করে।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. উদ্বিগ্ন করার মতো কোন ঘটনাগুলো সম্বন্ধে যিশু ভবিষ্যদ্বাণী করেছিলেন?
২. এটা কেন লক্ষণীয় যে, সারা পৃথিবীতে সুসমাচার প্রচারিত হচ্ছে?
৩. বিশ্বব্যাপী রিপোর্টে, উৎসাহজনক কোন সংখ্যাগুলো আপনি লক্ষ করেছেন?
৪. বাপ্তিস্মের পদক্ষেপের দিকে এগিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তিকে কোন সমস্যাগুলো কাটিয়ে উঠতে হয়েছিল?
৫. আপনার বাসনা কী?