আপনি কি নমনীয় এবং খাপ খাইয়ে নেন?
১ আমরা যখন সুসমাচার প্রচারের পবিত্র কার্যভারে অংশগ্রহণ করি, তখন আমরা যে-পদ্ধতিগুলো ব্যবহার করি তাতে নমনীয় হওয়ার ও খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে, আসুন আমরা যেন ঈশ্বরের প্রজ্ঞা ও তাঁর বাক্যে লিপিবদ্ধ বিবরণগুলোকে আমাদের সামনে এক উদাহরণ স্থাপন করার সুযোগ করে দিই। প্রেরিত পুস্তকে লিপিবদ্ধ বিবরণ দেখায় যে, কীভাবে প্রথম শতাব্দীর খ্রিস্টানরা তাদের ঈশ্বর-প্রদত্ত দায়িত্বকে পালন করেছিল ও সেইসঙ্গে ব্যবহারিক প্রজ্ঞাও প্রদর্শন করেছিল। (মথি ২৮:১৯, ২০) উদাহরণস্বরূপ, অন্য জায়গায় প্রচার করার জন্য যখন পৌলের ইকনিয় ত্যাগ করা প্রয়োজন হয়েছিল, তখন তিনি সেইরকম পদক্ষেপ নিয়েছিলেন। (প্রেরিত ১৪:৫, ৬) প্রজ্ঞার দ্বারা পরিচালিত হয়ে তিনি ও তার সঙ্গীরা যখন বুঝেছিলেন যে, তাদের উপস্থাপনায় পরিবর্তন করতে হবে তখন লোকেদের কাছে সুসমাচার নিয়ে পৌঁছানোর জন্য তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। (প্রেরিত ১৬:১৩) যদিও আমরা বিরোধীদেরকে ভয় পাই না এবং ক্রমাগত ঈশ্বরের বাধ্য থাকব, তবুও পরিস্থিতি অনুসারে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে প্রচারের কিছু নির্দিষ্ট পদ্ধতি আমাদের আঁকড়ে ধরে থাকা উচিত নয়। (ফিলি. ১:২৮; প্রেরিত ৫:২৯) আমরা কি এইরকম ব্যবহারিক প্রজ্ঞা প্রদর্শন করছি?
২ সম্প্রতি, কিছু রাজ্যে এমন ঘটনাগুলো ঘটেছে যা দেখায় যে, সত্য উপাসনার শত্রুরা নির্মূল হয়ে যায়নি। ধর্মীয়ভাবে গোঁড়া ব্যক্তিদের কার্যকলাপের পিছনে হয়তো বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শেষপর্যন্ত শয়তান সত্য খ্রিস্টানদের উদ্দেশ্য সম্বন্ধে লোকেদেরকে ভুলপথে পরিচালিত করার এবং সুসমাচার শুনতে বাধা দেওয়ার জন্য এই ধরনের ব্যক্তিদেরকে ব্যবহার করতে পারে। পৌলের সময়ে ইফিষে একইরকম অবস্থা ছিল। (প্রেরিত ১৯:২৩-২৮) এইরকম বিভিন্ন কলাকৌশলের সম্মুখীন হলে, যিহোবার নাম ও উদ্দেশ্য ঘোষণা করে যাওয়ার বিষয়ে আমাদের সংকল্পবদ্ধ হওয়ার অথচ আমাদের পদ্ধতিগুলো ব্যবহার করার ক্ষেত্রে নমনীয় হওয়া এবং খাপ খাইয়ে নেওয়া দরকার।
৩ সুসংগঠিত হওয়া: আমাদের কার্যকলাপের দিকে অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণ না করানোর জন্য, প্রাচীন ও পরিচারক দাস যারা ক্ষেত্রের পরিচর্যার দলগুলোর দেখাশোনা করে, তাদের উচিত দলগুলো এলাকার দিকে যাওয়ার আগেই সমস্ত নিযুক্তিকরণ ও ব্যবস্থাদি করে ফেলা। একদল ভাই ও বোনকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে কোথায় কাজ করতে হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে আমাদের কাজকর্মের প্রতি অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণ করার চেয়ে এটা কত বেশিই না বিজ্ঞতার কাজ হবে। আগে থেকে প্রস্তুতি নেওয়ার দ্বারা যে-ভাই ক্ষেত্রের পরিচর্যার দলটির পরিচালনা দেন তিনি প্রত্যেকের জন্য নিযুক্ত এলাকার বিষয়ে নির্দেশনা দিতে পারবেন যাতে এলাকাতে বড়ো দল হিসেবে মিলিত হওয়া এড়ানো যায়।
৪ পরিচর্যায় নিজেকে তুলনামূলকভাবে লক্ষণীয় না করে তোলাই বিজ্ঞতার কাজ। সাহস দেখানো ও পদক্ষেপ নেওয়া এক সময় সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সুযোগ প্রদান করেছিল কিন্তু ঠিক সেই বিষয়টাই এখন সম্ভবত প্রচার করে যাওয়ার ক্ষেত্রে আপনাকে বাধা দিতে পারে এবং আপনাকে ও অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমাদের উপায়ে রদবদল করতে ব্যর্থ হওয়া বোকামি হবে। ক্ষেত্রের পরিচর্যার দলগুলোকে ছোটো রাখতে হবে। একসঙ্গে অনেকে মিলে এলাকাগুলোতে যাবেন না। সাক্ষ্যদানের সময়কালের জন্য বা এমনকী দুই বা তিন সপ্তাহের জন্য প্রকাশকদের পর্যাপ্ত এলাকা দিন। তারা নিজেদের সময়মতো তা শেষ করতে পারে, কিন্তু কতটা এলাকা তারা শেষ করছে তা তাদের দল অধ্যক্ষকে জানানো উচিত। দল অধ্যক্ষ ও যারা ক্ষেত্রের পরিচর্যার দলগুলোকে পরিচালনা দেন তাদের ব্যবহৃত উপায়গুলোতে রদবদল করা প্রয়োজন।
৫ আপনি কি নমনীয় হচ্ছেন?: যদিও যেখানে সম্ভব আমরা ঘরে ঘরে প্রচার কাজ চালিয়ে যেতে চাই, তবুও কখনো কখনো ও কিছু জায়গায় সাক্ষ্যদানের বিকল্প পদ্ধতিগুলোতে অংশ নেওয়া বিজ্ঞতার কাজ। অথবা, অন্যান্য দেশে আমাদের ভাইবোনদের যেমন করতে হয়, আপনি হয়তো কোনো নির্দিষ্ট রাস্তার শুধু একটা ঘরে কথা বলার পর অন্য কোনো জায়গায় বা রাস্তায় চলে যেতে পারেন। এটা ঠিক যে, তা করা বেশি সময় নেবে, কিন্তু এটা ঘরে ঘরে আমাদের সুসমাচার পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেওয়ার বিষয়ে বিরোধীদের প্রচেষ্টাগুলোকে ব্যাহত করবে।
৬ ক্ষেত্রের পরিচর্যায় রত থাকার সময় আপনার চারপাশের অবস্থার বিষয়ে সর্বদা সতর্ক থাকুন। আপনি হয়তো আপনার চারপাশের লোকেদের পরিকল্পিত পদক্ষেপগুলো সম্বন্ধে বুঝতে সক্ষম হবেন এবং সমস্যা এড়াতে পারবেন। আপনি যখন কারো সঙ্গে কথোপকথন শুরু করেন, তখন সেই ব্যক্তি যা বলছেন তা মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি আপনার শুরুর কথাগুলোর বিষয়ে আগে থেকে চিন্তা করেন এবং তারপর সেই ব্যক্তিটি যা বলছেন তা শোনেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে তিনি শান্তিপ্রবণ কি না। উত্তম প্রস্তুতি নেওয়া আপনার জন্য সুরক্ষাজনক হবে। যেখানে উপযুক্ত আমাদের সম্বন্ধে বা আমাদের উদ্দেশ্য সম্বন্ধে আন্তরিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনি যিহোবার সাক্ষিদের উত্তর (ইংরেজি) ট্র্যাক্টটি ব্যবহার করতে পারেন।
৭ যিহোবা ঈশ্বরের ওপর আপনার নির্ভরতা বজায় রাখুন। আপনি যদি যাচ্ঞা করেন, তাহলে তিনি তাঁর পবিত্র আত্মা আপনাকে দেবেন। (লূক ১১:১৩) আমাদের প্রচারের পদ্ধতিগুলো ভিন্নতর করতে ইচ্ছুক হওয়ার দ্বারা আমরা খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর সর্বোৎকৃষ্ট উদাহরণকে অনুসরণ করি। তাঁর ইচ্ছা সম্পাদন করার জন্য যিহোবা এমন কোনো অনমনীয় পরিকল্পনা অনুসরণ করেন না যা ব্যর্থ হতে পারে। যেকোনো বাধাই আসুক না কেন তাঁর উদ্দেশ্য অনুসারে তিনি তাঁর লক্ষ্যে পৌঁছাবেন।—যিশা. ৫৫:১১; ইফি. ১:৯-১১.