২৩ ফেব্রুয়ারি সপ্তাহের তালিকা
২৩ ফেব্রুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৯ (২২২)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
my-BE গল্প ৫৯
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: আদিপুস্তক ৩২-৩৫
ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
❑ পরিচর্যা সভা:
গান ৭ (৫১)
৫ মিনিট:ঘোষণাবলি। মার্চ মাসের সাহিত্য অর্পণের প্রতি মনোযোগ আকর্ষণ করান।
১০ মিনিট:জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকাটি অর্পণ করুন। সংক্ষেপে পত্রিকাটির সারাংশ আলোচনা করার পর, শ্রোতাদেরকে জিজ্ঞেস করুন যে, কোন প্রবন্ধগুলো এলাকায় আগ্রহজনক হতে পারে এবং কেন। গৃহকর্তা প্রকৃতই আগ্রহী কিনা কিংবা কথোপকথন শুরু করার জন্য একটা প্রশ্ন এবং এরপর অর্পণের আগে তারা পড়বে বলে ঠিক করেছে এমন একটা শাস্ত্রপদের বিষয়ে বলতে শ্রোতাদেরকে আমন্ত্রণ জানান। কীভাবে পত্রিকাটি অর্পণ করা যেতে পারে সেটার নমুনা দেখানোর দ্বারা শেষ করুন।
১০ মিনিট:স্থানীয় প্রয়োজন।
১০ মিনিট:আপনি কি প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটি ব্যবহার করছেন? প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা—২০০৯ পুস্তিকাটির ভূমিকার ওপর ভিত্তি করে বক্তৃতা ও শ্রোতাদের সঙ্গে আলোচনা। প্রতিদিন শাস্ত্রপদ এবং মন্তব্যগুলো পুনরালোচনা করার মূল্য সম্বন্ধে আলোচনা করুন। শাস্ত্রপদ বিবেচনা করার জন্য তাদের তালিকা সম্বন্ধে এবং কীভাবে তারা উপকৃত হয়েছে, সেই সম্বন্ধে মন্তব্য করার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানান।
গান ২৩ (২০০)