২৫ জানুয়ারি সপ্তাহের তালিকা
২৫ জানুয়ারি থেকে যে-সপ্তাহ শুরু
গান ১৬ (১৪৩)
❑ মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
fy পৃষ্ঠা ১৬ (উপশিরোনাম) - ১৮ (উপশিরোনাম)
❑ ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৫-৭
নং. ১: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৭:১-১১
নং. ২: কীভাবে আমরা প্রকাশিত বাক্য ১৭:১ পদে বর্ণিত ‘মহাবেশ্যাকে’ শনাক্ত করতে পারি?
নং. ৩: যিহোবা যেভাবে মুক্তির মূল্য জুগিয়েছিলেন (bh পৃষ্ঠা ৫০ অনু. ৯-পৃষ্ঠা ৫১ অনু. ১৩)
❑ পরিচর্যা সভা:
গান ২৯ (২২২)
৫ মিনিট: ঘোষণাবলি।
১০ মিনিট: ফেব্রুয়ারি মাসের জন্য অর্পণ। সেই মাসে যে-সাহিত্য অর্পণ করা হবে, সেটার উপকারজনক প্রবন্ধগুলো সংক্ষেপে পুনরালোচনা করুন। একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যেটাতে দেখানো হয় যে, একটা বাইবেল অধ্যয়নের ভিত্তি স্থাপন করার জন্য কীভাবে একজন প্রকাশক রীতিবহির্ভূত পরিবেশে কৌশলে সেই মাসের অর্পণ ব্যবহার করতে পারেন।
২০ মিনিট: “আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?” প্রশ্নোত্তর আলোচনা। একজন প্রাচীন পরিচালনা করবেন। একটা নমুনা অন্তর্ভুক্ত করুন, যেটাতে দেখানো হয় যে, একজন প্রকাশক তার ডাক্তারের কাছে স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা (ইংরেজি) কার্ডের উদ্দেশ্য সম্বন্ধে ব্যাখ্যা করছেন ও তাকে তার ব্যক্তিগত ফাইলে এটা রাখতে বলছেন। ডাক্তার তা করার প্রতিশ্রুতি দেন। উপসংহারে শেষ অনুচ্ছেদটা পড়ুন।
গান ২১ (১৯১)