সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ
১. পরিচর্যার প্রতি আমাদের গভীর উপলব্ধিবোধ আমাদেরকে কোন ত্যাগস্বীকারগুলো করতে অনুপ্রাণিত করবে?
১ কেন আমাদেরকে পরিচর্যার জন্য সময়, শক্তি এবং সম্পদকে ব্যবহার করতে সবসময় উৎসাহিত করা হয়? কারণ অন্য আর কোনো কাজ এটার মতো এত গুরুত্বপূর্ণ নয়! এটার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে গভীরভাবে চিন্তা করা, এই কাজে অংশ নেওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করবে, যে-কাজ আর কখনো পুনরাবৃত্ত হবে না।—প্রেরিত ২০:২৪.
২. কীভাবে আমাদের প্রচার কাজ যিহোবার মহান নামকে পবিত্রীকৃত করতে সাহায্য করে?
২ যিহোবার নামকে পবিত্রীকৃত করে: প্রচার কাজ এই বিষয়ের ওপর জোর দেয় যে, খ্রিস্ট যিশুর মাধ্যমে যিহোবার রাজ্য সমস্ত মনুষ্য সরকারকে সরিয়ে দিয়ে মানবজাতির সমস্ত সমস্যা দূর করবে। (মথি ৬:৯, ১০) আমাদেরকে রোগব্যাধি এবং মৃত্যু থেকে উদ্ধার করতে সক্ষম একমাত্র ব্যক্তি হিসেবে যিহোবাই গৌরবান্বিত হন। (যিশা. ২৫:৮; ৩৩:২৪) যেহেতু আমরা তাঁর নাম বহন করি, তাই অন্যেরা যারা আমাদের উত্তম আচরণ এবং উদ্যোগ লক্ষ করে, তারা হয়তো তাঁর গৌরব করতে পারে। (১ পিতর ২:১২) সার্বভৌম প্রভু যিহোবার নামটি পৃথিবীব্যাপী জানানো আমাদের জন্য কতই না পরিতৃপ্তিদায়ক!—যাত্রা. ৩:১৫.
৩. রাজ্যের বার্তার প্রতি যারা অনুকূলভাবে সাড়া দেয়, তাদের ওপর কোন আশীর্বাদগুলো আসে?
৩ জীবন রক্ষা করে: “কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা” যিহোবার “নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।” (২ পিতর ৩:৯) কিন্তু, কেউ তাদের না শেখালে লোকেরা কীভাবে শিখবে যে, যিহোবা কোনটাকে সংগত বা অসংগত আচরণ হিসেবে বিবেচনা করেন? (যোনা ৪:১১; রোমীয় ১০:১৩-১৫) ব্যক্তি-বিশেষরা যখন সুসমাচারের প্রতি সাড়া দেয়, তখন তাদের জীবনযাপনের গুণগত মান উন্নত হয় যেহেতু তারা ক্ষতিকর অভ্যাসগুলো পরিত্যাগ করে থাকে। (মীখা ৪:১-৪) অধিকন্তু, তারা অনন্তজীবনের আনন্দপূর্ণ প্রত্যাশা লাভ করে। আমাদের সক্রিয় প্রচার ও শিক্ষা দেওয়ার কাজ আমাদের এবং যারা আমাদের কথা শোনে, তাদের জীবন রক্ষা করে। (১ তীম. ৪:১৬) সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কাজে আমাদের কী অত্যন্ত সম্মাননীয় ভূমিকাই না রয়েছে!
৪. কেন রাজ্য প্রচার ও শিষ্য তৈরির কাজে আমাদের সক্রিয়ভাবে জড়িত হওয়া উচিত?
৪ শীঘ্র মহাক্লেশ এই অধার্মিক জগতের আকস্মিক শেষ নিয়ে আসবে। যারা যিহোবার পক্ষ নেবে, তারা রক্ষা পাবে। তাই, প্রচার ও শিষ্য তৈরির কাজ হল সবচেয়ে জরুরি, গুরুত্বপূর্ণ এবং উপকারজনক কাজ, যা বর্তমানে ঘটে চলেছে। আসুন আমরা এটাকে আমাদের জীবনের সবচেয়ে প্রথমে স্থান দিই!—মথি ৬:৩৩.